Jalpaiguri Park: রাজবাড়ি পার্কে না-ঢুকলেও কাটতে হচ্ছে টিকিট, ক্ষুব্ধ জলপাইগুড়ির মানুষ

author img

By

Published : Sep 6, 2021, 3:26 PM IST

Updated : Sep 7, 2021, 7:01 AM IST

people-bound-to-collect-tickets-though-they-dont-enter-the-jalpaiguri-sjda-park

জলপাইগুড়ির (Jalpaiguri) রাজবাড়ি পার্কে না-ঢুকলেও কাটতে হচ্ছে টিকিট ৷ মন্দির ও দিঘি চত্বরে যেতে গেলে ভাড়া আদায় করছে রক্ষণাবেক্ষণের (SJDA) দায়িত্ব থাকা সংস্থা ৷ এই নিয়ে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে ৷

জলপাইগুড়ি, 6 সেপ্টেম্বর: জলপাইগুড়ির (Jalpaiguri) রাজবাড়ি পার্কে না-ঢুকলেও টিকিট কাটতে হচ্ছে সাধারণ মানুষকে । শিবমন্দির এবং রাজবাড়ি দিঘি চত্বরে ঢুকতে গেলেই লাগছে টিকিট । অভিযোগ, সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (SJDA) পার্কে মন্দির চত্বরে ঢোকার জন্যও ভাড়া নিচ্ছে পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা ।

জলপাইগুড়ি শহরের রাজবাড়ি পার্কের এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসছেন জলপাইগুড়ির বাসিন্দারা । অভিযোগ, লকডাউনের জেরে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের রাজবাড়ি পার্কটি বন্ধ ছিল । সম্প্রতি পার্কটি খুলেছে । কিন্তু পার্কে ঢোকার জন্য যে টিকিট কাউন্টারটি রয়েছে, সেখান থেকে টিকিট না-দিয়ে পার্কের বাইরে থাকা মূল প্রবেশদ্বারের সামনেই অস্থায়ী ভাবে টিকিট কাউন্টার বসিয়ে টিকিট কাটা হচ্ছে । ফলে বাইরে থেকে আসা মানুষজন বিভ্রান্ত হচ্ছেন । দীঘির পাড়ে বসতে গেলে বা মন্দিরে দর্শন করতে গেলেও টিকিট কাটতে হচ্ছে । প্রথম প্রথম কেউ বিষয়টা বুঝতে না পারলেও পরে প্রতিবাদ শুরু হয় ।

জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়ির দিঘি ও মন্দির চত্বর সংস্কার করে পার্ক তৈরি করেছিল এসজেডিএ । 2017 সালে রাজবাড়ি পার্ক সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। তবে পার্কের রক্ষণাবেক্ষণ করার জন্য এসজেডিএ একটি এজেন্সিকে লিজ দেয় । করোনা আবহে দীর্ঘদিন পার্ক বন্ধ থাকার পর তা খোলা হতেই টাকা আদায়ের অভিযোগ উঠেছে ।

people bound to collect tickets though they don't enter the jalpaiguri sjda park
রাজবাড়ি পার্কে না-ঢুকলেও কাটতে হচ্ছে টিকিট, ক্ষুব্ধ জলপাইগুড়ির মানুষ

আরও পড়ুন: Dilip Ghosh : ভবানীপুরের উপনির্বাচন নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলীপের

স্থানীয় বাসিন্দা রাজেশ সিনহা বলেন, "রাজবাড়ি পার্কের পাশে থাকা মন্দির ও দিঘি চত্বরে প্রচুর মানুষ বিশ্রামের জন্য আসেন । এমনকী স্থানীয় নার্সিংহোমে আসা রোগীর পরিজনরাও আসেন একটু জিরিয়ে নিতে । এতদিন কাউকেই টিকিট কাটতে হচ্ছিল না । কারণ এই জায়গায় টিকিট কেটে ঢোকার কোনও নিয়ম নেই । প্রথম থেকেই এসজেডিএ জানিয়ে দিয়েছিল দিঘি এবং মন্দির চত্বরে যেতে কোনও প্রবেশ মূল্য লাগবে না ।"

শহরের অপর বাসিন্দা শম্পা রায়ের অভিযোগ, মন্দির চত্বরে একটু বিশ্রামের জন্য এসেছিলাম । কিন্তু পাঁচ টাকা টিকিট কেটে তবে ঢোকার অনুমতি মিলল । আমি আগে কোনওদিন আসিনি, তাই নিয়মটাও জানি না ৷ ফলে আমাকে টিকিট কাটতে হল । স্থানীয় যুবক অরিন্দম করের কথায়, "পার্কে ঢুকিনি । তাও টিকিট নেওয়া হয়েছে । ছোটবেলা থেকে এখানে আসি ৷ কোনওদিন এ ভাবে টিকিট নেওয়া হয়নি ৷"

আরও পড়ুন: Abhishek Banerjee : কয়লা কাণ্ডে দিল্লির ইডি দফতরে অভিষেক

এ দিকে, টিকিট কাউন্টারের থাকা মহম্মদ সাহিন হুসেন জানান, পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থার মালিক তাঁকে বলেছেন, কেউ গেট দিয়ে ঢুকলেই টিকিট নিতে হবে । দিঘি এবং মন্দির চত্বরে বসতে গেলেও টিকিট কাটতে হবে বলে মালিক তাঁকে নির্দেশ দিয়েছেন ৷ তাই তিনি টিকিট কাটছেন । কিন্তু সকাল 7টা থেকে 10টা পর্যন্ত কোনও টাকা লাগবে না বলে মালিক জানিয়েছেন ।

রাজবাড়ি পার্কে না-ঢুকলেও কাটতে হচ্ছে টিকিট, ক্ষুব্ধ জলপাইগুড়ির মানুষ

অবৈধভাবে টিকিট নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন সংস্থার মালিক প্রতাপ সরকার । তিনি বলেন, "যিনি টিকিট কাউন্টারে বসেছেন তিনি নতুন । নিয়ম ঠিকমতো জানেন না, ফলে সমস্যা হয়েছে ।" তবে টিকিট কাউন্টার সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: Murder : 'স্ত্রীকে খুন করেছি, আপনারা চলুন', থানায় হাজির ব্যাঙ্ক আধিকারিক

এ দিকে, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র পার্কে ঢোকার জন্যই প্রবেশ মূল্য দিতে হবে । রাজবাড়ির মন্দির এবং দিঘি চত্বরে কেউ গেলে তার জন্য কোনও টিকিট নেওয়া হয় না । কেউ টিকিট নিয়ে থাকলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন ।

Last Updated :Sep 7, 2021, 7:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.