MLA Dance Controversy : মঞ্চ মাতিয়ে বিতর্কে ময়নাগুড়ির বিজেপি বিধায়ক

author img

By

Published : Nov 13, 2021, 6:32 PM IST

maynaguri mla kaushik roy's stage performance spikes controversy

কালীপুজোর অনুষ্ঠানে নাচ, গান করে বিতর্কে ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায় ৷ তাঁর আচরণে ক্ষুব্ধ তৃণমূল ৷ অপসংস্কৃতি আমদানির অভিযোগ শাসক শিবিরের ৷

জলপাইগুড়ি, 13 নভেম্বর : নাচে, গানে মঞ্চ মাতিয়ে বিতর্কে ময়নাগুড়ির বিজেপি বিধায়ক ৷ তাঁর বিরুদ্ধে অপসংস্কৃতি আমদানি করার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস ৷ এদিকে, একের এক ফোনেও সাড়া দিলেন না বিধায়ক কৌশিক রায় (Kaushik Roy) ৷

আরও পড়ুন : তুফানগঞ্জে তৃণমূল নেতার বিজয়ার অনুষ্ঠানে চটুল নাচ !

পুজোর মরশুমে নাচ, গান আমাদের রাজ্যে নতুন নয় ৷ বিভিন্ন ক্লাব ও পুজো উদ্যোক্তাদের তরফে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ তেমনই একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের ধারাইকুড়িতে ৷ কালীপুজো উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন স্থানীয় একটি ক্লাবের সদস্যরা ৷ সেই অনুষ্ঠানে যোগ দিয়েই বিতর্কে জড়িয়েছেন কৌশিক রায় ৷

অনুষ্ঠানে পৌঁছে সটান স্টেজে উঠে পড়েন বিধায়ক ৷ হাতে তুলে নেন মাইক্রোফোন ৷ তারপর শুরু করেন গান ৷ সঙ্গে তাল মিলিয়ে দোলাতে থাকেন শরীর ৷ কর্তব্যের খাতিরে মঞ্চের দু’পাশে ঠায় দাঁড়িয়ে থাকেন বিধায়কের দুই নিরাপত্তারক্ষী ৷ জনপ্রতিনিধিকে এমন ভূমিকায় দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন দর্শকরাও ৷ মঞ্চের সামনে তাঁদেরও নাচতে দেখা যায় ৷ অনেকেই মোবাইলে ভিডিয়োবন্দি করেন বিধায়ককে ৷ আর সেই ভিডিয়োই পরে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷

আরও পড়ুন : বনগাঁয় মাঘীপূর্ণিমার মেলায় চটুল নাচ ঘিরে বিতর্ক

এই ঘটনায় বেজায় চটেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ দলের ময়নাগুড়ি ব্লক সভাপতি মনোজ রায় যেমন মনে করেন, একজন বিধায়কের কাছে এমন আচরণ মোটেই কাম্য নয় ৷ এমনকী, বিজেপি বিধায়কের বিরুদ্ধে ময়নাগুড়িতে অপসংস্কৃতি আমদানিরও অভিযোগ তোলেন তিনি ৷ তবে এক্ষেত্রে প্রশ্ন হল, রাজ্যের শাসকদলের বিধায়ক মদন মিত্রকেও মাঝেমধ্যেই এমনই রঙিন মেজাজে দেখা যায় ৷ তাঁর কাণ্ডকারখানা মানুষ উপভোগও করেন ৷ তাহলে গেরুয়া শিবিরের একজন জনপ্রতিনিধির নাচ, গানে এত আপত্তি কেন তুলছেন শাসকদলের স্থানীয় নেতারা ? প্রসঙ্গত, এই বিষয়ে কথা বলার জন্য কৌশিক রায়কে বেশ কয়েকবার ফোন করা হলেও কোনও সাড়া মেলেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.