Jalpaiguri Rape : ধর্ষণের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টের হুমকিতে ফের ধর্ষণ জলপাইগুড়িতে

author img

By

Published : Sep 8, 2021, 7:23 AM IST

আদালতে নিয়ে যাওয়া হচ্ছে অভিযুক্তকে

বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে তরুণীকে ধর্ষণ করেছিল যুবক ৷ কিন্তু ফের বেড়াতে যাওয়ার প্রস্তাব দেওয়ায় তরুণী রাজি হননি ৷ তখন আগের ধর্ষণের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ফের ধর্ষণ করে যুবক ৷

জলপাইগুড়ি, 8 সেপ্টেম্বর : ধর্ষণের ছবি তুলে ব্ল্যাকমেল করে ফের ধর্ষণ । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে । তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে । ধৃত যুবক মন্থনী এলাকার বাসিন্দা ।

ধর্ষিতার অভিযোগ, 6 অগস্ট অভিযুক্ত যুবক তাঁকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে জলপাইগুড়ি সদর ব্লকের ইকো সিটিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে । এরপর ফের 12 অগস্ট তাঁকে ঘুরতে নিয়ে যেতে চায় । তিনি যেতে না চাইলে, 6 অগস্টে ধর্ষণের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করে । এরপর ওই দিন বাড়ির পাশে একটি ক্যানেলে নিয়ে গিয়ে তরুণীকে ফের ধর্ষণ করে ।

তরুণী পুরো বিষয়টি বাড়িতে জানালে পরিবারের সদস্যরা যুবকের ভয়ে চুপ থাকার পরামর্শ দেন তাঁকে । তখন তিনি তাঁর পিসির বাড়িতে চলে যান । এরপর 6 সেপ্টেম্বর জলপাইগুড়ি মহিলা থানাতে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা । অভিযোগ পেয়ে জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে ।

আরও পড়ুন : TMC Murder : পঞ্চায়েত প্রধানের ছেলেকে গুলি করে খুন, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

তরুণীর আরও অভিযোগ, ওই অভিযুক্ত যুবক তাঁকে এ বিষয়ে চুপ করে থাকার কথা জানায় ৷ পরিবর্তে হুমকি দেয় যে, নাহলে তাঁর ছোট বোনকেও ধর্ষণ করে প্রাণে মেরে ফেলবে সে ৷ এমনকি তাঁর পাশে থাকেনি পরিবারের সদস্যরাও ৷ থানায় অভিযোগ দায়ের করার কথা নির্যাতিতা তরুণী তাঁর পরিবারকে জানানোর কথা বলায় নির্যাতিতার বাবা তাঁকে বাড়ি থেকে বের করে দেন । তিনি অভিযুক্ত যুবককে ভয় পাচ্ছিলেন ৷

বর্তমানে তরুণী তাঁর পিসির বাড়িতে আশ্রয় নিয়েছেন ৷ সোমাবার (6 সেপ্টেম্বর) রাতে জলপাইগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ৷ নির্যাতিতার পিসি তাঁকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করেন ৷ এখন তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৷

এদিন জলপাইগুড়ি আদালতের সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় জানান ধৃতকে আদালত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে । এদিকে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, তরুণীর অভিযোগ পেয়ে জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.