Jalpaiguri : গর্ভবতীরা লিফটে চড়লে দিতে হচ্ছে টাকা, সরকারি হাসপাতালের ঘটনায় হইচই

author img

By

Published : Oct 1, 2021, 8:05 AM IST

Updated : Oct 1, 2021, 4:52 PM IST

জলপাইগুড়ি সদর হাসপাতাল

গর্ভবতীদের সরকারি হাসপাতালে লিফটে ওঠানো-নামানোয় টাকা দিতে হচ্ছে ৷ তাঁরা নিয়মকানুন বিশেষ জানেন না আর জরুরি ভিত্তিতে এই টাকা দিয়ে দিচ্ছেন ৷ এমনকি এক কর্মীর অবর্তমানে কাজ করছেন আরেকজন, এমন অভিযোগ উঠল জলপাইগুড়ির সদর হাসপাতালে ৷

জলপাইগুড়ি, 1 অক্টোবর : সদর হাসপাতালে 'মাদার অ্যান্ড চাইল্ড হাব'-এ গর্ভবতীদের লিফটে তুলতে আর নামাতে টাকা দিতে হচ্ছে রোগীর পরিজনদের । এমন অভিযোগ উঠেছে কর্তব্যরত লিফটম্যানের বিরুদ্ধে । জলপাইগুড়ি 'মাদার অ্যান্ড চাইল্ড হাব' সরকারি হাসপাতালের এই ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে ৷ ওই লিফটম্যানের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে ৷ জানা গিয়েছে, ওই লিফটম্যান হাসপাতালের এক কর্মীর হয়ে 'প্রক্সি' হিসেবে কাজ করছেন ৷ ঘটনায় ক্ষুব্ধ হাসপাতালের অন্যান্য লিফটম্যানেরা ৷

হাসপাতালের অন্য কর্মীরা জানিয়েছেন, 'বুড়া' নামে ওই ব্যক্তি হাসপাতালের অন্য এক কর্মীর হয়ে 'প্রক্সি' হিসেবে কাজ করছেন । গর্ভবতীদের হাসপাতালের উপরতলায় নিয়ে যেতে বা নামাতে বেশ কিছু কর্মীদের বিরুদ্ধে কখনও 300, কখনও 500, এমনকি 700 টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ তুলেছেন হাসপাতালে ভর্তি থাকা রোগীদের পরিজনেরা । এদিকে হাসপাতালের লিফটম্যানরা জানিয়েছেন, 'বুড়া' নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে হাসপাতালের অন্য এক কর্মীর অবর্তমানে কাজ করে চলেছেন । লিফটম্যান সমীর দত্ত বলেন, "আমাদের দোষ দিচ্ছে । অথচ আমরা কোনও টাকা নিই না ৷"

জলপাইগুড়ি সদর হাসপাতালে গর্ভবতী মহিলাকে লিফটে ওঠা-নামাতে টাকা নেওয়ার অভিযোগ লিফটম্যানের বিরুদ্ধে

এই বিষয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন বলেন, "বুড়া নামের ব্যক্তিটি কোন কর্মীর হয়ে প্রক্সি ডিউটি দিচ্ছে, তাকে ধরতে হবে । তাকে শোকজ করতে হবে ।" তিনি জানান, লিফট সংক্রান্ত কোনও অভিযোগের কথা তিনি শোনেনি বা লিখিত অভিযোগও জমা পড়েনি ৷ যদি রোগীদের কাছ থেকে কোনও লিফটম্যান টাকা নিয়ে থাকেন, তাহলে সেটা অন্যায় ৷ এ বিষয়ে রোগীর পরিজনদের থেকে লিখিত অভিযোগ পেলে এবং পরিজনরা সেই ব্যক্তিকে চিহ্নিত করতে পারেন, তাহলে তিনি সেই অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন চেয়ারম্যান ৷ দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা, পাশাপাশি কর্তব্যে গাফিলতির অভিযোগে কর্মীদের সাসপেন্ড করার আশ্বাস দেন তিনি ৷

জলপাইগুড়ি 'মাদার অ্যান্ড চাইল্ড হাব' সরকারি হাসপাতালের কর্মীর অবর্তমানে কাজ করছে অন্য লোক । সরকারি হাসপাতাল থেকে রেফার করা গর্ভবতীদের মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার বদলে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন কর্মীরা ৷ এমন অভিযোগের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে নড়েচড়ে বসল সদর হাসপাতাল কর্তৃপক্ষ । গতকাল সদর হাসপাতালের সুপার ডাঃ গয়ারাম নস্করকে সঙ্গে নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন বিজয় চন্দ্র বর্মন ।

আরও পড়ুন : Jalpaiguri sadar hospital : নার্সিংহোমে যেতে চাপ রোগীকে, জলপাইগুড়ি সদর হাসপাতালে দালাল চক্রের অভিযোগ

Last Updated :Oct 1, 2021, 4:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.