TMC Leader Death Jalpaiguri: জলপাইগুড়ির গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যালে

author img

By

Published : Nov 23, 2021, 10:51 AM IST

TMC Leader Death Jalpaiguri

মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু হল গুলিবিদ্ধ জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেস নেতার। মৃত নেতার নাম সোলেমান মহম্মদ। বাড়ি রাজগঞ্জ ব্লকের ভুটকি এলাকায় ৷

শিলিগুড়ি, 23 নভেম্বর: দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হল গুলিবিদ্ধ জলপাইগুড়ির(Jalpaiguri) তৃণমূল কংগ্রেস নেতার (TMC Leader)। মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে (North Bengal Medical College and Hospital) মৃত্যু হয় তাঁর ৷ মৃত তৃণমূল কংগ্রেস নেতার নাম সোলেমান মহম্মদ । টানা দু'দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর আজ সকাল 6টা নাগাদ মৃত্যু হয় তাঁর ৷ রবিবার রাতে দুষ্কৃতীদের হামলায় গুলিবিদ্ধ হলে তাঁকে প্রথমে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেই রাতেই তাঁকে শিলিগুড়ির সেবক রোডের আরেকটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁর মাথায় অস্ত্রপোচার করার কথা থাকলেও শারীরিক পরিস্থিতি খুবই খারাপ থাকায় তা করা যায়নি ৷ এরপর সোমবার রাতে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital) স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল।

প্রসঙ্গত, রবিবার রাতে শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভুটকি এলাকার গন্ডার মোড়ে স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেতা তথা এসসি-এসটি শাখার বুথ সভাপতি সোলেমান মহম্মদ (55) দুষ্কৃতীদের গুলিতে জখম হন। তাঁর বাড়ি ভুটকির বলরাম এলাকায়। রাজগঞ্জের ভুটকি গন্ডার মোড় এলাকায় একটি লটারির দোকানে বসে থাকাকালীন এই ঘটনা ঘটে। বাইক নিয়ে এসে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি লটারি দোকানের সামনে দাঁড়ায় এবং এই তৃণমূল নেতাকে মাথায় গুলি করে পালিয়ে যায়। মারাত্মক জখম অবস্থায় ফুলবাড়ি একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: জমি বিবাদ ঘিরে অগ্নিগর্ভ জলপাইগুড়ি, মৃত 1, 10 বাড়িতে আগুন

ইতিমধ্যেই তৃণমূল নেতার মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের(North Bengal Medical College and Hospital) ফরেনসিক বিভাগে পাঠিয়েছে পুলিশ ৷ এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷ দুষ্কৃতীদের ধরতে খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষী দত্ত।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.