North Bengal OSD : সুশান্ত রায়ের নীলবাতির গাড়ি ব্যবহার নিয়ে একাধিক প্রশ্ন, বিতর্ক

author img

By

Published : Sep 19, 2021, 10:22 PM IST

Controversy Over Beacon light use by ODS of North Bengal Health Department Sushant Roy in Jalpaiguri

জন স্বাস্থ্য বিভাগের ওএসডি নীলবাতির গাড়ি ব্যবহার করতে পারেন কি ? উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি সুশান্ত রায়ের নীলবাতি লাগানো গাড়িতে ঘোরাকে কেন্দ্র করে সেই প্রশ্নই এবার উঠতে শুরু করেছে ৷ যে ইস্যুকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি জলপাইগুড়ির বিজেপি নেতৃত্ব ৷

জলপাইগুড়ি, 19 সেপ্টেম্বর : নীলবাতি লাগানো গাড়ি ব্যবহার করেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি সুশান্ত রায় ৷ এবার এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷ তিনি নীলবাতির গাড়ি ব্যবহার করতে পারেন কি না ? সেই নিয়েই এবার প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ আর এ নিয়ে শাসকদল তৃণমূলকে নিশানা করল জলপাইগুড়ি জেলার বিজেপি নেতৃত্ব ৷ একই সুর জলপাইগুড়ির আরএসপি নেতৃত্বের গলায় ৷ কোন আইনে বা কার অনুমতিতে সুশান্ত রায় ওই নীলবাতির গাড়ি ব্যবহার করছেন ? এ নিয়ে সুশান্ত রায়কে প্রশ্ন করা হলে, তিনি কোনও জবাব দেননি ৷

প্রসঙ্গত, সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ছাড়া নীলবাতির গাড়ি কেউ ব্য়বহার করতে পারেন না ৷ কিন্তু, জেলা বিজেপি নেতৃত্বের তরফে অভিযোগ করা হয়েছে, উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি সুশান্ত রায় বেআইনিভাবে নীলবাতি লাগানো গাড়িতে ঘুরছেন ৷ যদিও এই অভিযোগ নিয়ে স্পষ্ট কোনও জবাব মেলেনি ৷ কারণ তিনি এই নীলবাতি লাগানো গাড়ি ব্যবহার করতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে ৷ তাই এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে প্রশাসন থেকে রাজ্যের শাসকদলের নেতা সকলেই ৷

তবে, তৃণমূলকে এ নিয়ে বিঁধতে ছাড়েনি বিজেপি ৷ বিজেপির জলপাইগুড়ি জেলার সভাপতি বাপী গোস্বামী কটাক্ষ করে বলেন, ‘‘নীল, লাল, হলুদ, সবুজ সব বাতি ওরা লাগাতে পারে ৷ ওরা তো আইনের ধার ধারে না ৷ উনি তো হাসপাতালে দলের কাজ করছেন ৷ আমিও এবার পার্টির কর্মীদের নিয়ে নীলবাতি নিয়ে ঘুরে বেড়াব, সেটা কী ভাল হবে ? পুলিশ এসে আমাদের ধরবে ৷ যত আইন যত নিয়ম সব বিরোধীদের ক্ষেত্রে ৷ যত আইন ভঙ্গ করা, সংবিধান ভঙ্গ করা সব তৃণমূলের জন্য ৷’’ তাঁর অভিযোগ, জেলা হাসপাতালের একটা সেফটিপিন কেনা থেকে শুরু করে সিরিঞ্জ কেনা, সব সুশান্তবাবুর অঙ্গুলিহেলনে হয় ৷

আরও পড়ুন : Babul Supriya : প্রথম একাদশে খেলতে চেয়েই দলবদল বাবুলের

এ নিয়ে আরএসপি-র রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য প্রকাশ রায় অভিযোগ করেন, ‘‘মুখ্যমন্ত্রী আইন আদালত কিছুই মানেন না ৷ উনিই বাতিল করে দিলেন লালবাতি ব্যবহার করা যাবে না ৷ আর উনিই নীলবাতি ব্যবহার করা যাবে না বলেছেন ৷ আর জলপাইগুড়িতে ডাঃ সুশান্ত রায় নীলবাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ৷ জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি নীলবাতি নিয়ে ঘুরছেন ৷ নীলবাতি আর লালবাতি নিয়েই তো যত চলছে ৷ ভ্যাকসিনের দুর্নীতিও দেখছি, নীলবাতিও দেখছি ৷ জলপাইগুড়িও ব্যতিক্রম নয় ৷ জলপাইগুড়িতে দেখছি সুশান্ত রায় কিন্তু একটা প্রকৃষ্ট উদাহরণ ৷"

সুশান্ত রায়ের নীলবাতির গাড়ি ব্যবহার নিয়ে একাধিক প্রশ্ন, বিতর্ক

আরও পড়ুন : Suman-Babul : কবীর সুমনের তীব্র কটাক্ষেও স্পিকটি নট বাবুল

জলপাইগুড়ি জেলার পরিবহণ দফতরের তরফে বলা হয়েছে, আইন মোতাবেক ওএসডি নীলবাতি ব্যবহার করতে পারেন কি না, তা খতিয়ে দেখতে হবে ৷ এদিকে সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, ওএসডি নীলবাতি ব্যবহার করতে পারেন কি না সন্দেহ আছে ৷ অন্যদিকে, জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ সরকার বলেন, নীলবাতি ব্যবহারের ক্ষেত্রে অনেক নির্দেশিকা রয়েছে কেন্দ্রের ৷ জন স্বাস্থ্য বিভাগের ওএসডি নীলবাতি ব্যবহার করতে পারেন কি না তা খতিয়ে দেখতে হবে ৷

আরও পড়ুন : Babul Supriyo : স্বপনের টুইট বাণে কড়া প্রতিক্রিয়া বাবুলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.