Sushant Roy : পুত্রবধূকে নিয়োগ, ছেলের জন্য হাসপাতালে পদ আটকে রাখায় অভিযুক্ত ওএসডি

author img

By

Published : Oct 3, 2021, 8:36 PM IST

allegation of illegal recruitment in Government hospital against Jalpaiguri OSD Sushant Roy

ছেলে চিকিৎসক সৌত্রিক রায় এবং পুত্রবধূকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উত্তরবঙ্গ জনস্বাস্থ্য বিভাগের ওএসডি সুশান্ত রায়ের বিরুদ্ধে ৷ জলপাইগুড়ি সদর হাসপাতালের থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটে নিয়োগ আটকে রাখার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ ওই পদে ছেলেকে নিয়োগ করতেই এমনটা করেছেন বলে অভিযোগ এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীর ৷

জলপাইগুড়ি, 3 অক্টোবর : ফের বিতর্কে উত্তরবঙ্গ জনস্বাস্থ্য বিভাগের ওএসডি চিকিৎসক সুশান্ত রায় ৷ প্রভাব খাটিয়ে পুত্রবধূকে থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটে সকাল 10টা থেকে 5টার শিফটে নার্সিং ডিউটিতে পোস্টিং করিয়েছেন বলে অভিযোগ উঠেছে ৷ এই ঘটনার প্রতিবাদ করায় জলপাইগুড়ির নার্সিং বিভাগের সুপারকে বদলি করিয়ে দেওয়া হয়েছে বলেও সুশান্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ ৷ এমনকি ছেলে সৌত্রিক রায়কে জলপাইগুড়ি সদর হাসপাতালে থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটে স্বাস্থ্য আধিকারিক হিসেবে নিয়োগ করানোর চেষ্টা করছেন সুশান্ত রায় ৷ আর তার জন্য ওই পদে অন্য কোনও নিয়োগ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ সুশান্ত রায়ের বিরুদ্ধে ৷

হাসপাতাল সূত্রে খবর, 3 বছরের জন্য সৌত্রিক রায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এমডি’র পড়াশোনার করতে গিয়েছেন ৷ অভিযোগ, সুশান্ত রায় নিজের প্রভাব খাটিয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালে থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটে নিয়োগ আটকে রেখেছেন ৷ যাতে তাঁর ছেলে পড়াশোনা শেষ করে ফিরে ওই পদে যোগ দিতে পারেন ৷ এমনকি ওই হাসপাতালের নার্স এবং ছেলের স্ত্রীকেও শুধুমাত্র থ্যালাসেমিয়া বিভাগে সকাল 10টা থেকে 5টার শিফটে নিয়োগ করিয়েছেন ৷ গোটা ঘটনায় জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরে পরিবারতন্ত্র প্রতিষ্ঠার অভিযোগ উঠেছে সুশান্ত রায়ের বিরুদ্ধে ৷

শুধু তাই নয়, জলপাইগুড়ি সদর হাসপাতালের চিকিৎসকদরে জন্য বরাদ্দ কোয়ার্টারেও নিজের প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে সুশান্ত রায়ের বিরুদ্ধে ৷ এমনও অভিযোগ উঠেছে যে, চিকিৎসকদের জন্য বরাদ্দ কোয়ার্টারে ছেলের স্ত্রীর থাকার ব্যবস্থাও করিয়েছেন তিনি ৷ আর তার জন্য বহু বছর ধরে বসবাস করা হাসপাতালের অস্থায়ী কর্মী অনন্ত বর্মনকে মাত্র 3 দিনের নোটিসে ওই কোয়ার্টার ছেড়ে দিতে হয় ৷ হাসপাতালের সুপারকে দিয়ে এর জন্য ওই অস্থায়ী কর্মীকে নোটিস পাঠানো হয় ৷

ফের বিতর্কে ওএসডি, ছেলে ও পুত্রবধূকে অবৈধভাবে হাসপাতালে নিয়োগের অভিযোগ

আরও পড়ুন : Jalpaiguri : ওএসডি সুশান্ত রায় ও তাঁর ছেলের বিরুদ্ধে তদন্তের দাবি চিকিৎসক সংগঠনের

হাসপাতালের অস্থায়ী ওই কর্মী অনন্ত বর্মন জানিয়েছেন, জগন্নাথ সরকার জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিক থাকাকালীন বেতন বাড়ানোর আবেদন করেছিলেন তিনি ৷ কারণ, মাসিক 5 হাজার টাকায় সংসার চালাতে পারছিলেন না তিনি ৷ সেই সময় অনন্তবাবুর যাতে বাড়ি ভাড়ার টাকা বেঁচে যায়, সেই ভেবে পরিত্যক্ত ওই কোয়ার্টারে তাঁকে থাকতে দিয়েছিলেন ৷ কিন্তু, 2018 সালে পুত্রবধূকে ওই কোয়ার্টারে রাখার জন্য সুশান্ত রায় হাসপাতাল সুপারকে দিয়ে তাঁকে সেখান থেকে উঠে যেতে বলেন ৷

আরও পড়ুন : North Bengal OSD: উত্তরবঙ্গের ওএসডি সুশান্ত রায়ের বিরুদ্ধে চিকিৎসকদের উপর জুলুমের অভিযোগ

এ নিয়ে জলপাইগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠনের আধিকারিক অঙ্কুর দাস অভিযোগ করেন, প্রভাব খাটিয়ে সুশান্ত রায় তাঁর পুত্রবধূকে থ্যালাসেমিয়া বিভাগে পোস্টিং করিয়েছেন ৷ তৎকালীন নার্সিং সুপার প্রতিবাদ করাতে তাঁকেও বদলি করে দেওয়া হয় বলেও অভিযোগ ৷ এমনকি উনি অন্য কোনও বিভাগে ডিউটি করেন না ৷ কিন্তু, একজন জেনারেল নার্স কখনই একটি নির্দিষ্ট বিভাগে ডিউটি করতে পারেন না ৷ এটা হাসপাতালের নিয়মের বাইরে ৷ কিন্তু, সেখানে সুশান্ত রায় তাঁর প্রভাব খাটিয়ে সেটা করেছেন ৷

প্রসঙ্গত, এর আগে উত্তরবঙ্গের ওএসডি সুশান্ত রায়ের বিরুদ্ধে হাসপাতালের চিকিৎসকদের উপরেও নিজের প্রভাব খাটানোর অভিযোগ উঠেছিল ৷ অভিযোগ ছিল, সুশান্ত রায়ের কাজকর্মের প্রতিবাদ করলে চিকিৎসকদের নয় বদলি করে দেওয়া হয়েছে ৷ আর তা না হলে বহু চিকিৎসক স্বেচ্ছায় অবসর নিয়েছেন জলপাইগুড়ি সদর হাসপাতাল থেকে ৷ এমনই একাধিক অভিযোগ সুশান্ত রায়ের বিরুদ্ধে উঠেছে ৷ অন্যদিকে থ্যালাসেমিয়া বিভাগে সুশান্ত রায়ের পুত্রবধূর পোস্টিং নিয়ে সদর হাসপাতালের নার্সিং সুপার কাকলি সিনহাকে প্রশ্ন করা হলে, তিনি বিষয়টি এড়িয়ে যান ৷ আর ওএসডি সুশান্ত রায়কে প্রশ্ন করা হলে, তিনি ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে চাননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.