HC Orders Paresh Adhikary : হাইকোর্টের নির্দেশ, ট্রেনে জেনারেল টিকিট কেটে রাতেই কলকাতা ছুটলেন মন্ত্রী

author img

By

Published : May 17, 2022, 10:00 PM IST

minister Paresh ranjan Adhikary

অভিযোগ, (Allegation against State minister Paresh Ranjan Adhikary) পরেশ অধিকারী প্রভাবশালী হওয়ায় তাঁর প্রভাব খাটিয়েই তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী নিয়ম বহির্ভূতভাবে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় শিক্ষকের চাকরি পেয়েছেন ৷

জলপাইগুড়ি, 17 মে : কলকাতা হাইকোর্টের নির্দেশ ৷ মঙ্গলবার রাত 8টার মধ্যেই কলকাতায় সিবিআই দফতরে হাজিরা দিতে দিতে হবে রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী তথা মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশচন্দ্র অধিকারীকে ৷ এই খবর পাওয়ার পরেই ট্রেনে করে তড়িঘড়ি কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন মন্ত্রী ৷ মন্ত্রীর প্রভাবেই তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী নিয়ম বহির্ভূতভাবে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় শিক্ষকের চাকরি পেয়েছেন, এই অভিযোগ উঠেছে (Allegation against State minister Paresh Ranjan Adhikary) ৷ এই মামলার শুনানিতেই এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় রাত 8টার মধ্যেই কলকাতায় সিবিআই দফতরে হাজির হতে হবে পরেশচন্দ্র অধিকারীকে ৷

এদিন মেখলিগঞ্জে এক মহামিছিলে থাকাকালীন পরেশ অধিকারী এই খবর পান ৷ খবর পেয়েই মেয়েকে অঙ্কিতাকে সঙ্গে নিয়ে তিনি মেখলিগঞ্জ থেকে সোজা জলপাইগুড়ি রোড ষ্টেশনে চলে আসেন ৷ 7টা 11 মিনিটে এদিন জলপাইগুড়ি রোড ষ্টেশনে আসেন তিনি ৷ তবে এই হাজিরার বিষয়ে প্রশ্ন করা হলে অঙ্কিতা কোনও মন্তব্য করতে চাননি । সংবাদ মাধ্যমের সঙ্গে মন্ত্রী কথাও বললেও তাঁর মেয়ে গাড়ির ভেতরেই বসিয়ে ছিলেন । ষ্টেশনে পদাতিক এক্সপ্রেস ঢোকার সঙ্গে সঙ্গেই অঙ্কিতাকে গাড়ি থেকে নামিয়ে ট্রেন ধরার জন্য যান পরেশ অধিকারী । জেনারেল টিকিট কেটেই এইচ-1 বগিতে উঠে বসেন মন্ত্রী পরেশ অধিকারী । টিকিট কনফার্ম হয়নি বলেও তিনি জানান ৷

আরও পড়ুন : অবৈধভাবে মেয়েকে চাকরি, মমতার মন্ত্রীকে আজই সিবিআইয়ে হাজিরার নির্দেশ হাইকোর্টের

স্টেশনে পরেশ অধিকারী বলেন, "আমি খবর পেয়েই কলকাতায় যাচ্ছি । হাতে সময় খুব কম ছিল, তাই জেনারেল টিকিট কেটে উঠে পরেছি । দেখা যাক কনফার্ম হয় কি না । আমি শুনেছি হাইকোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই দফতরে হাজির হতে । আমি এখন উত্তরবঙ্গে, রাত আটটার মধ্যে কলকাতায় যাব কী করে ? আমি আগে কলকাতা যাই তারপর সিবিআই দফতরে হাজিরার বিষয়টি নিয়ে কথা হবে । এটা কোর্টের বিষয় তাই এখন কিছুই বলা যাবে না । যখন আমার মেয়ে চাকরি মেয়ে পেয়েছে তখন আমি মন্ত্রীও ছিলাম না । আমি বিধায়কও ছিলাম না । কেন আমাকে প্রভাবশালী বলা হচ্ছে জানি না । আমার সঙ্গে মেয়ে যাচ্ছে । আমি আদালতের নির্দেশ না দেখে কিছুই বলতে পারব না । যা কিছু বলা হচ্ছে এক তরফা বলা হচ্ছে, এর আমি জবাব দেব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.