Infiltration from Bangladesh: অনুপ্রবেশের অভিযোগে 4 বাংলাদেশিকে ধরল বিএসএফ, সাহায্য করে গ্রেফতার 3 ভারতীয়

author img

By

Published : Sep 23, 2022, 9:24 PM IST

4-bangladeshi-nationals-arrested-by-bsf-in-connection-with-infiltration

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢোকার (Infiltration from Bangladesh) অভিযোগে গ্রেফতার চারজন ৷ তিনজন ভারতীয়কে তাদের সাহায্য করার অভিযোগে গ্রেফতার করেছে বিএসএফ ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ভারত-বাংলাদেশ সীমান্তে (India Bangladesh Border) ৷

জলপাইগুড়ি, 23 সেপ্টেম্বর : কাজের সন্ধানে ভারতে ঢুকে গ্রেফতার চার বাংলাদেশের (Bangladesh) মহিলা নাগরিক । বাংলাদেশের নাগরিককে এদেশে অবৈধভাবে ঢোকানোর অভিযোগে গ্রেফতার তিন ভারতীয় (Indian Citizen) । জলপাইগুড়ি জেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত (India Bangladesh Border) থেকে চারজন বাংলাদেশের নাগরিক-সহ ওই তিন জন ভারতীয়কে গ্রেফতার করেছে বিএসএফ (BSF) ৷ রাধাবাড়ি সেক্টরের 15 নম্বর ব্যাটেলিয়ানের পাঠানপাড়া বিওপির বিএসএফ কর্মীরাই ওই সাতজনকে গ্রেফতার করেছেন ৷

বিএসএফ সূত্রে খবর, ধৃত বাংলাদেশের নাগরিকরা হলেন, ইতি আখতার (22), সামিরা গাজি(22), মারিয়া আফরিন মিম (24) ও আর একজন নাবালিকা ৷ ইতির বাড়ি বাংলাদেশের খুলনা জেলার কালীগঞ্জে ৷ সামিরা যশোর জেলার সালভা বাজারের বাসিন্দা ৷ মারিয়া আফরিন মিম ও ওই নাবালিকা, দুজনেই বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বরদ্দি এলাকার বাসিন্দা ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, যে তিনজন ভারতীয় বাংলাদেশের নাগরিকদের অবৈধভাবে কাঁটাতারহীন এলাকা দিয়ে ভারতে ঢুকতে সাহায্য করেছিল, তাদেরকেও গ্রেফতার করা হয়েছে । ধৃত ভারতীয়দের একজন আরতি রায় ৷ 42 বছরের এই মহিলা জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জ খারারপাড়া এলাকায় থাকেন । দ্বিতীয়জন বিপিন কিশোর খাওয়া ও তৃতীয়জন রথীন্দ্র রায় ৷ বছর 20-র বিপিন ও 22 বছরের রথীন্দ্র জলপাইগুড়ির সাতকুড়া এলাকার চড়কডাঙ্গার বাসিন্দা ৷

বিএসএফের 15 নম্বর ব্যাটেলিয়ান সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের চারজন মহিলা নাগরিক অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারহীন এলাকা দিয়ে ভারতে ঢুকেছিল (Infiltration from Bangladesh) । গোপন সূত্রে খবর পেয়েই বিএসএফ চারজনকে ধরে ফেলে । ধৃত চারজন মহিলা বিএসএফের কাছে স্বীকার করেছে যে তারা মুম্বইতে (Mumbai) কাজের সন্ধানে যাচ্ছিলে । ধৃত চারজন বাংলাদেশের নাগরিক ও তিনজন ভারতীয়কে বিএসএফের পক্ষ থেকে কোতয়ালি থানার হাতে তুলে দেওয়া হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন : চিতাবাঘ ও রেড পান্ডার চামড়া উদ্ধার, গ্রেফতার নেপালের 3 বাসিন্দা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.