Madan Mitra: মদন মিত্র মাতাল ! শুভেন্দু সংক্রান্ত মন্তব্যের জেরে তোপ বিজেপি নেতার

author img

By

Published : Sep 18, 2022, 4:15 PM IST

Umesh Rai slams Madan Mitra over his Suvendu Adhikari related comment

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম না করে মাত্র '10 মিনিটেই তাঁর ঘটি, বাটি মুড়িয়ে তাঁকে ফেরত পাঠিয়ে দেওয়ার' হুমকি দিয়েছিলেন তৃণমূল নেতা তথা বিধায়ক মদন মিত্র (Madan Mitra) ৷ তারই জবাবে মদনকে মাতাল বলে কটাক্ষ করলেন বিজেপি-এর রাজ্য সম্পাদক উমেশ রাই (Umesh Rai) ৷

হাওড়া, 18 সেপ্টেম্বর: এবার তৃণমূল নেতা তথা বিধায়ক মদন মিত্রকে (Madan Mitra) সটান মাতাল বলে কটাক্ষ করলেন বিজেপি-এর রাজ্য সম্পাদক উমেশ রাই (Umesh Rai) ৷ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম না করে মাত্র '10 মিনিটেই তাঁর ঘটি, বাটি মুড়িয়ে তাঁকে ফেরত পাঠিয়ে দেওয়ার' হুমকি দিয়েছেন মদন মিত্র ! তারই প্রেক্ষিতে বিজেপি নেতার এই কটাক্ষ ৷

উল্লেখ্য, গত 13 সেপ্টেম্বর বিজেপি-এর নবান্ন অভিযানের (BJP Nabanna Abhijan) সময় মহিলা পুলিশকর্মীর সঙ্গে বিবাদে জড়ান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই সময় ওই পুলিশকর্মীর উদ্দেশে তিনি বলেন, "ডোন্ট টাচ মাই বডি ৷ আই অ্য়াম আ মেল ৷" এ নিয়ে এখনও ঠাট্টা, তামাশা, সমালোচনা, পালটা যুক্তি পেশ চলছেই ৷ সেই প্রসঙ্গেই শনিবার মদন বলে বসেন, যে নেতা এমন মন্তব্য করেছেন, '10 মিনিটেই তাঁর ঘটি, বাটি মুড়িয়ে তাঁকে ফেরত পাঠিয়ে দেবেন' তিনি ! শুধু দল একবার অনুমতি দিলেই হল ! মদনের দাবি, দল তাঁকে মানুষের পাশে থাকতে বলেছে বলেই শান্ত রয়েছেন তিনি !

আরও পড়ুন: মঞ্চ থেকে মমতা খোঁজ নিতেই কি অবসরের জল্পনা ওড়ালেন মদন !

রবিবার মদনের এই মন্তব্য নিয়েই উমেশ রাইকে প্রশ্ন করা হয় ৷ জবাবে তিনি বলেন, মদন মিত্র মাতাল ! তাই তাঁর কথার কোনও মূল্য নেই ! এই প্রসঙ্গে অর্জুন সিংয়ের উদাহরণও টেনে আনেন উমেশ ৷ তিনি বলেন, একটা সময়, অর্জুন যখন বিজেপি-তে ছিলেন, তখন তাঁকেও হুমকি দিয়েছিলেন মদন মিত্র ৷ আবার পরে সেই অর্জুনের ছেলের কাছেই ভোটে হারতে হয়েছিল তাঁকে ৷ তারও পরে অর্জুন সিং যখন তৃণমূল কংগ্রেসে ফিরে যান, তখন মদন তাঁকে মালা পরিয়ে বরণ করে নেন !

উমেশের সাফ কথা, মদন কখন কী বলেন, নিজেই জানেন না ৷ এমনকী, তিনি যদি একবার মমতা বন্দ্যোপাধ্য়ায়কে মা বলেন, তো পরে তাঁকে দানবও বলতে পারেন ! তাই মদন মিত্রের কথা তাঁরা ধর্তব্যের মধ্যে আনেন না বলেই দাবি করেছেন উমেশ ৷ যদিও বিজেপি বিষয়টিকে পাত্তা না দিলেও এ নিয়ে আলোচনা কিন্তু বন্ধ হয়নি ৷ বরং তা শুরু হয়েছে নতুন করে ৷ সম্প্রতি বার্ধক্যজনিত কারণে রাজনীতি থেকে অবসর সংক্রান্ত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন মদন ৷ এদিকে, শনিবার প্রসূন বন্দ্যোপাধ্য়ায় দাবি করেছেন, মদন মিত্রই রাজ্য়ের সেরা ক্রীড়ামন্ত্রী ছিলেন ! অথচ, আজ সেই তিনিই রাজ্য মন্ত্রিসভায় নেই ! তাতে নাকি ভারী অবাক হয়েছেন প্রসূন ! ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, এমন ঘটনায় একের পর এক দুর্নীতির অভিযোগে কোণঠাসা শাসকদলের বিড়ম্বনা আরও বাড়ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.