Biman Bose on Mamata Banerjee: পিতৃপক্ষে পুজো উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিমান বসুর

author img

By

Published : Sep 22, 2022, 10:32 PM IST

Biman Bose on Mamata Banerjee

আজ থেকে পুজো উদ্বোধন শুরু হয়ে গিয়েছে তিলোত্তমায় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই শহরের একাধিক পুজোর উদ্বোধন করেন ৷ দেবীপক্ষের আগে পুজো উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর (Biman Bose on Mamata Banerjee) ৷

হুগলি, 22 সেপ্টেম্বর: আজ পুজো উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Biman Bose on Mamata Banerjee)। একই সঙ্গে তিনি এদিন জানান পুজো শুরু হয়ে গেল। পিতৃপক্ষে দেবীর উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন সিপিআইএমের চেয়ারম্যান বিমান বসু ৷ বৃহস্পতিবার প্রয়াত সিপিআইএম প্রাক্তন সাংসদ রূপচাঁদ পালের স্মরণসভায় চুঁচুড়া রবীন্দ্রভবনে আসেন তিনি । যেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের সরকারের কার্যকলাপ নিয়েও আক্রমণ করেন।

ডিএ সরকারি কর্মচারীদের অধিকার সেই নিয়েই মুখ খোলেন, সিপিআই নেতা। তিনি বলেন, ‘‘মাননীয় বিচারপতিরা যা বলেছেন সেটা দেওয়া উচিত।ডিএ তাদের অধিকার ৷ এটা থেকে তাদের বঞ্চিত করা যায় না। তথাপি শুনতে পাচ্ছি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা করছে । সরকার ভালো ভালো কিছু কথা বললেও, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না । এটা খুবই হাস্যকর । আবার এই সরকার নাকি বলছে, তারা জনতার পক্ষে, বাংলার মানুষের পক্ষে।’’

পিতৃপক্ষে পুজো উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিমান বসুর

আরও পড়ুন: কংগ্রেস আমলের পর তৃণমূল আমলে দুর্নীতি হচ্ছে, অভিযোগ বিমানের

এই সভা থেকই বিমান বসু আরও উল্লেখ করেন, রাজনীতিতে চোর শব্দ নিয়ে চর্চা খুব। তিনি আরও বলেন, ‘‘সাধু তো নয় চোর তো ৷ চোর যদি চুরি করে তাহলে বলতে হবে সাধু । যারা সিঁধ কাটে তাদের কি সাধু বলতে হবে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.