Belur Math: বেলুড় মঠ দর্শনের সময়সূচি ফের বদলের সিদ্ধান্ত মঠ কর্তৃপক্ষের

author img

By

Published : Sep 15, 2021, 12:43 PM IST

বেলুড় মঠ

রাজ্য করোনা সংক্রমণ প্রতিদিনই প্রায় সাতশোর ঘরে ৷ দীর্ঘ দিন বন্ধ রাখার পর 18 অগস্ট বেলুড় মঠ খুলে যায় ৷ বেলুড় মঠ প্রবেশের সময়সূচি পরিবর্তন করা হয় ৷ ফের প্রবেশের সময়সূচিতে পরিবর্তন আনতে চলেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ ৷

বেলুড়, 15 সেপ্টেম্বর : কখনও কম, কখনও বেশি ৷ রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ অনেকটা এরকমই ৷ করোনা পরিস্থিতিতে দীর্ঘ সময় বেলুড় মঠ বন্ধ ছিল ৷ 18 অগস্ট ভক্ত ও দর্শনার্থীদের জন্য খোলা হয় বেলুড় মঠের দরজা । এরপরে চলতি মাসের 1 তারিখ থেকে বেলুড় মঠ দর্শনের সময়সূচির পরিবর্তন করে বেলুড় মঠ কর্তৃপক্ষ । এবার আবার নতুন করে সময় বদলের সিদ্ধান্ত নিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ ।

আগামী 22 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত নতুন সময়সূচির কথা জানিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ । নতুন সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 11টা অবধি ও বিকেলে 4 টে থেকে 5.15 মিনিট পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠ ৷

আরও পড়ুন : Belur Math : ঐতিহ্য ও কোভিডবিধি মেনে বেলুড় মঠে পালিত হল জন্মাষ্টমী

অন্যদিকে, আগামী 1 অক্টোবর থেকে সকালে 8 টা থেকে বেলা 11 টা পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠ ৷ অর্থাৎ সকালের সময়ে কোনও পরিবর্তন হয়নি ৷ কিন্তু বিকেলে 3.30 মিনিট থেকে 5.15 মিনিট পর্যন্ত খোলা থাকছে বেলুড় মঠ ৷ বিকেলে খোলার সময় আধ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে ৷

যদিও আগের নির্ধারিত সমস্ত কোভিড বিধিনিষেধ বজায় থাকবে বলেই বেলুড় মঠ সূত্রের খবর । সমস্ত ভক্ত ও দর্শনার্থীদের জন্য 2টি কোভিড টিকা নেওয়ার সার্টিফিকেট অথবা 72 ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর (RT-PCR) টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখিয়ে ঢোকা যাবে বেলুড় মঠে । আপাতত এই সময়সূচি বহাল থাকলেও পরিস্থিতি অনুযায়ী ফের বদল হতে পারে সময়সূচি, জানিয়েছে মঠ কর্তৃপক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.