Piyali Basak: মাকে আশ্বস্ত করে, বিপদসংকুল মাকালু ও অন্নপূর্ণা শৃঙ্গ জয়ের জন্য পাড়ি দিলেন পিয়ালী
Published: Mar 16, 2023, 10:39 PM


Piyali Basak: মাকে আশ্বস্ত করে, বিপদসংকুল মাকালু ও অন্নপূর্ণা শৃঙ্গ জয়ের জন্য পাড়ি দিলেন পিয়ালী
Published: Mar 16, 2023, 10:39 PM
পৃথিবীর দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা ও পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু পর্বত (Makalu and Annapurna Peaks) আরোহণে পাড়ি দিলেন চন্দননগরের পিয়ালী বসাক ৷ বিনা অক্সিজেনে পাড়ি দিতে চলেছেন তিনি ৷ কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে আর্থিক সাহায্যের আবাদন জানিয়েছেন পিয়ালী ও তাঁর পরিবার ৷
চন্দননগর, 16 মার্চ: লড়াই কঠিন হলেও এবারও বিনা অক্সিজেনে পাড়ি দিতে চলেছেন মাকালু ও অন্নপূর্ণার মতো কঠিনতম শৃঙ্গগুলি (Piyali Ready to Conquer Makalu and Annapurna Peaks)। চন্দননগরের পিয়ালী বসাক উচ্চতার সঙ্গে লড়াই তাঁর ছোটবেলা থেকেই। তার উপর অক্সিজেন ছাড়া শৃঙ্গ জয় করে দৃষ্টান্ত করছেন। সেটা সকলেরই জানা ৷ তাই হাজারও আর্থিক প্রতিবন্ধকতা থাকা সত্বেও তাঁর জয় করার ইচ্ছাশক্তিকে ভর করে পিয়ালী বারবার এগিয়ে চলেছে। বৃহস্পতিবার চন্দননগর থেকে রক্সৌল-মিথিলা এক্সপ্রেসে বিকেল 4টে 42 মিনিটে তাঁর ট্রেন ছাড়ে। আগামিকাল তিনি পৌঁছবে।
পৃথিবীর দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা (8091 মিটার/26800 ফিট ) ও পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু (8481 মিটার/27825 ফিট) পর্বত আরোহণ করবেন তিনি। বিনা অক্সিজেনে দু'টি সামিট করবেন পিয়ালী সময় লাগবে দু'মাস। এরমধ্যে তুষার ঝড় ও বিপদসংকুল পাহাড়ি রাস্তা তো রয়েছেই।পর্বত আরোহণর পদে পদে বিপদ, পরিবারে বাবা অসুস্থ। সেই সঙ্গে আগের পর্বত আরোহণের ঋণের বোঝা কোনওভাবেই বিচলিত করে না পিয়ালীকে। বেশ কিছু সংস্থা আশ্বাস দিলেও কেন্দ্রীয় বা রাজ্য সরকারের তরফে এবারেও কোনও প্রতিশ্রুতি পাননি তিনি ৷ একটাই আশা মানুষের ক্রাউড ফান্ডিং তাঁর কাছে ভরসা। পিয়ালী চান মানুষ যদি তাঁর পাশে থাকে সমস্ত প্রতিবন্ধকতা পার করে আসবেন তিনি ৷
আরও পড়ুন: এভারেস্টের পর এবার লক্ষ্য বিনা অক্সিজেনে মাকালু ও অন্নপূর্ণা জয়, পিয়ালীর স্বপ্নের পথে কাঁটা সেই অর্থ
চন্দননগর কাঁটাপুকুরের বাড়ি থেকে আজ অসুস্থ বাবা ও মা তাঁকে স্টেশনে ছাড়তে যান ৷ চন্দননগরের বহু মানুষ তাঁকে সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। পিয়ালী বলেন, "আমার আশা আবহাওয়া যদি সঙ্গ দেয় নিশ্চিত মাকালু ও অন্নপূর্ণা শৃঙ্গ জয় করব। মোট 31 লক্ষ টাকা প্রয়োজন। পশ্চিমবঙ্গ সরোজ গার করপোরেশন 2 লক্ষ 2 হাজার টাকা দিয়েছে। আরও এক লক্ষ টাকা ক্রাউড ফান্ডিং উঠেছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছি। ঝুঁকি নিয়েও দেশের মুখ উজ্জ্বল করছি। টাকা না-পেলে মাঝ পথে থেকে ফিরিয়ে দেবে। 19 মার্চ থেকে যাত্রা শুরু হবে। নেপালের সংস্থা আমাকে আগামী 3 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে। যাতে বাকি টাকা জোগাড় হতে পারে। তুষার ঝড়ের আগেই সামিট শেষ করতে হবে আমাকে ৷" পিয়ালীর মা স্বপ্না বসাক বলেন, "যাওয়ার সময় চিন্তা হলেও আশা করি সামিট শেষ করুক। এটা কতটা ঝুঁকিপূর্ণ সেটা যারা করে তারাই জানে। এবারে যদি সকলে এগিয়ে আসে তাহলে পিয়ালীর সামিট সফল হবে।"
