Mithun Chakraborty Slams TMC: বিজেপিকে একবার সুযোগ দিন, কথা দিচ্ছি একটাও কাঁচা বাড়ি থাকবে না : মিঠুন

author img

By

Published : Jan 23, 2023, 8:08 AM IST

ETV Bharat

হুগলির চণ্ডীতলার জনসভা থেকে তৃণমূলকে একহাত নেওয়ার পাশাপাশি বিজেপিকে পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতায় নিয়ে আসার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানালেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty at Hooghly)৷

হুগলির জনসভায় মিঠুনের বক্তব্য

হুগলি, 23 জানুয়ারি: "ঘর বাথরুম পুরো খেয়ে নিচ্ছে ৷ বিজেপিকে ভোট দিলে পাকা বাড়ি হবে । একটাও কাঁচা বাড়ি থাকবে না ৷" রবিবার হুগলির চণ্ডীতলার জনসভা থেকে তৃণমূলকে এভাবে আক্রমণ করে বিজেপির জন্য আমজনতার সমর্থন চাইলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty Speech at Hooghly Meeting)৷ এদিন তিনি বলেন, "লোকসভা পর্যন্ত যেতে হবে না পঞ্চায়েতে বিজেপিকে একবার নিয়ে আসুন । মিঠুন চক্রবর্তী কথা দিচ্ছে যাদের কাঁচা বাড়ি আছে তাদের পাকা বাড়ি করে দেখাব । এত দিন বলা হচ্ছিল প্রধানমন্ত্রী কোথায় টাকা দিচ্ছেন । এটা প্রধানমন্ত্রীর যোজনা নয় । জেনে রাখুন এক লক্ষ টাকার মধ্যে 60 হাজার টাকা কেন্দ্র দেয় । এমনকি আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষদের বাথরুমের জন্য 12 হাজার টাকা দেওয়া হয় । এরা ঘর ও বাথরুম সবই তুলে নিয়ে চলে গিয়েছে । খাব তো পুরো খাব । আমি কথা দিচ্ছি যখন কথা রাখব । একবার বিজেপিকে ভোট দিয়ে দেখুন । কাজ না হলে আবার তুলে ফেলে দেবেন । 60 শতাংশ টাকা কেন্দ্র দেয়, যেটা অনেকটা । যারা যারা বাড়ি পেয়েছেন দেখবেন সেগুলি অর্ধেক হয়ে পড়ে আছে । কারণ ওখান থেকে তো আবার 25 শতাংশ খাওয়া হয়ে গিয়েছে । তাই বাড়ি এখনও পুরোপুরি তৈরি হয়নি ৷"

চণ্ডীতলার মশাটের এই জনসভায় এদিন কার্যত জনতার দরবার বসান মিঠুন চক্রবর্তী । মঞ্চে বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, "দর্শকদের মধ্য়ে কার কী বলার আছে বলুন ৷" এরপর অনেকেই হাত তোলেন । মিঠুন তাঁদের কাছে মাইক্রোফোন এগিয়ে দিতে বলেন । এর মধ্যে এক বিজেপি কর্মী উঠে বলেন, "বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি আপনি বলছেন আপনার পকেটে নাকি তৃণমূলের অনেক বিধায়ক আছেন । তাঁরা কবে সামনে আসবে ?"

এই বিষয়ে মিঠুন বলেন, "আগে বলেছিলাম 23টা এখন সেটা বেড়েছে । দিল্লি থেকে নির্দেশ আসার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু এরমধ্য়েই একজন নিজেই বলে ফেলেছেন । আমি পালটা মার দেওয়ার কথা বলব না কারণ আমি হিংসার বিরুদ্ধে । কিন্তু মার খেতে খেতে এমন একটা সময় এসে যায় যে দেওয়ালে পিঠ ঠেকে যায় । তাই ধৈর্য ধরতে হবে । আর বিজেপিকে একবার ক্ষমতায় নিয়ে আসতে হবে ৷"

আরও পড়ুন : 'মিঠুন আমার সঙ্গে যোগাযোগ রাখছেন', দাবি ফিরহাদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.