TMC Leader Death: পথ দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের

author img

By

Published : Mar 18, 2023, 10:20 AM IST

Balagarh TMC Leader

বলাগড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য তরুণ সেনের (Member of Trinamool Panchayat Samiti Tarun Sen) ৷ ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন ৷ বর্তমানে তিনি কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন ৷

বলাগড়, 18 মার্চ: পথ দুর্ঘটনায় মৃত্যু হল বলাগড়ের তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য তরুণ সেনের (55) । তিনি অটোয় বলাগড় থেকে জিরাট ফিরছিলেন তিনি বলে জানা গিয়েছে । এসটিকেকে রোডে পুনুই মোড়ের কাছে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোর । সেই অটোতে তাঁর স্ত্রী কাকলি সেনও ছিলেন । দু'জন গুরুতর জখম হন এই পথ দুর্ঘটনায় । অটো চালকও আহত হন । তাঁদের উদ্ধার করে জিরাটে আহম্মদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানকার চিকিৎসকরা তরুণ সেনকে মৃত ঘোষণা করেন (Tarun Sen dies in road accident in Balagarh) । আহত তাঁর স্ত্রী ও অটো চালকের চিকিৎসা চলছে হাসপাতালে ।

কংগ্রেস থেকে রাজনীতিতে হাতে খড়ি তরুণের । সিপিএম আমলে বিরোধীদের হয়ে লড়াই করেছেন তিনি বলাগড়ে । 2008 সালে বাম আমলে বলাগড় থেকে জেলা পরিষদের সদস্য হিসাবে তৃণমূলের হয়ে জয় আনেন । এরপর মাঝে কিছুদিন বাদ গেলেও 2018 সালে আবার বলাগড় পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে নির্বাচিত হয় তিনি । দুর্ঘটনায় গুরুতর আহত তরুণের স্ত্রীকে প্রথমে চুঁচুড়া পরে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । তৃণমূল নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলাগড় জুড়ে (TMC Leader Death) ।

বলাগড়ে রাজনৈতিক নেতারা এই দুর্ঘটনার কথা শুনে ছুটে যান হাসপাতালে । তৃণমূলের প্রবীণ নেতা অসীম রায় তাঁর এই আকস্মিক মৃত্যুতে মর্মাহত । তিনি বলেন, "অনেকদিন একসঙ্গে রাজনীতি করেছি । বলাগড়ে সিপিআইএমের নানা অত্যাচারে এক যোগে আন্দোলন করেছি বহুবার । তৃণমূলের দুঃসময় জেলা পরিষদের সদস্য হয়ে বহু মানুষের উপকার করেছেন তরুণ । তাঁর শেষ যাত্রায় থাকব ।"

বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী জানান, বিধানসভা নির্বাচনে তাঁর সঙ্গে তরুণ সেনের পরিচয় । তাঁর মৃত্যু সংবাদ শুনে তিনি গভীরভাবে শোকাহত হয়েছেন । তিনি অন্য একটি অনুষ্ঠানে গিয়েছেন । ফিরে তরুণের পরিবারের সঙ্গে দেখা করবেব বলে জানিয়েছেন । তিনি বলেন, "নির্বাচনের সময় সমস্ত কাগজপত্র সামলে ছিলেন তরুণ । উনি না-থাকলে আমি খুব সমস্যায় পড়তাম । মানুষ হিসাবে যতটুকু জানি, ভালো মানুষ ছিলেন । কৃষাণ খেত মজুর সেলের বলাগরের সভাপতি ছিলেন । সেই কারণে আমাকে বিভিন্ন অনুষ্ঠানে ডাকতেন ৷ আমিও যেতাম । তাঁর আত্মার শান্তি কামনা করি ।"

আরও পড়ুন: ব্যস্ততাতেও নজরে দলের তৃণমূল স্তর, বৈঠকে নেতাদের হাঁড়ির খবর ফাঁস মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.