সিঙ্গুরে টাটা কম্পানি ফিরে আসুক : লকেট

author img

By

Published : May 25, 2019, 5:56 AM IST

Updated : May 25, 2019, 7:26 AM IST

জেতার পরেই সিঙ্গুরে টাটা কম্পানিকে ফেরানোর কথা বললেন হুগলি লোকসভা কেন্দ্রের জয়ী BJP প্রার্থী লকেট চট্টোপাধ্যায় । গতকাল রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠক করেন তিনি ।

কলকাতা, 25 মে : "আমি চাই সিঙ্গুরে টাটা কম্পানি ফিরে আসুক ।" রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে গতকাল একথা বলেন হুগলি লোকসভা কেন্দ্রের জয়ী BJP প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ।

লকেট বলেন, "টাটা কম্পানিকে টাটা বাই বাই করা হয়েছে । আমি চাই টাটা ফিরে আসুক । বেকাররা চাকরি পাক । সিঙ্গুরের প্রতিটি কৃষকের সঙ্গে কথা বলেছি। চোখের জল ছাড়া তারা কিছু পায়নি । মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যবহার করে মুখ্যমন্ত্রী হয়েছেন । কেউ আবার নেতা-মন্ত্রী হয়েছেন । সাংসদও হয়েছেন । যাদের উপর নির্ভর করে হয়েছেন, তাদের চোখের জল পড়ছে । সিঙ্গুরের মানুষ শিল্পের পক্ষে । চাষ ও শিল্প একই সঙ্গে রাখতে চাইছে সিঙ্গুরের বাসিন্দারা ।"

ভিডিয়োয় শুনুন লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কী বার্তা দিচ্ছেন ? প্রশ্নের উত্তরে তিনি বলেন, "মানুষের সঙ্গে যতটা বেইমানি করেছেন, তার ফল পেয়েছেন মুখ্যমন্ত্রী । আগামীদিনে খুব তাড়াতাড়ি সরকারটা বদলে যাবে । মুখ্যমন্ত্রী বদলের কথা বলে বদলা নিয়েছেন । তার প্রতিবাদ মানুষ করেছে । উনি মুখে গণতন্ত্রের জয় বলেন । আর রাজতন্ত্র পালন করছেন । তৃণমূলের যা অবস্থা 2021 সালের আগেই সরকার ভেঙে যাবে । অনেক নেতা-মন্ত্রী, সাংসদ, বিধায়ক যোগাযোগ করছে পার্টির সঙ্গে । তাঁরা নিজের দলের সঙ্গে যুক্ত হতে চাইছেন ।"

Last Updated :May 25, 2019, 7:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.