Imambara District Hospital: ইমামবাড়া হাসপাতালে দুষ্কৃতীকে গুলি, আতঙ্কিত রোগীরা

author img

By

Published : Aug 6, 2022, 2:06 PM IST

Updated : Aug 6, 2022, 4:12 PM IST

Imambara District Hospital News

চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে দুষ্কৃতীকে গুলি করে কয়েকজন দুষ্কৃতী (Imambara District Hospital) ৷ পুলিশ গোটা হাসপাতাল ঘিরে ফেলে । এই ঘটনায় আতঙ্কিত রোগীরা ৷

চুঁচুড়া, 6 অগস্ট: স্বাস্থ্যপরীক্ষার জন্য আনা দুষ্কৃতীকে গুলি করল কয়েকজন দুষ্কৃতী ৷ ঘটনাটি ঘটে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে (Imambara District Hospital) । ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷

আহত বিচারাধীন বন্দি তথা কুখ্যাত দুষ্কৃতীর নাম টোটোন বিশ্বাস । ঘটনাটি ঘটে শনিবার বেলা 12টা নাগাদ । হাসপাতালে তখন ভিজিটিং-আওয়ার চলছিল। হাসপাতালের আউটডোরে মানুষের লাইন । ইমারজেন্সিতেও রোগীদের ভিড় । তখনই হুগলি সংশোধনাগার থেকে হাসপাতালে মেডিক্যাল করতে আনা হয় কুখ্যাত দুষ্কৃতী টোটোন বিশ্বাসকে । প্রিজনভ্যান এসে দাঁড়ায় হাসপাতালের ইমারজেন্সি গেটের সামনে। আর একটি গাড়ি করে টোটনকে আনা হয় । চুঁচুড়া আদালতে হাজিরার আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনা হয়েছিল তাঁকে ।

স্থানীয় সূত্রে খবর, মাক্স পরে তিনজন আততায়ী ছিল হাসপাতালের ভিতরে । একটি হলুদ ব্যাগে করে আগ্নেয়াস্ত্র আনে । পরীক্ষা করার পর বেরিয়ে আসার সময় টোটনের পেটে গুলি করে । তারপরই টোটন প্রিজনভ্যানে উঠে যায় । গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে । রোগী ও রোগীর আত্মীয়রা আতঙ্কে ছুটে পালিয়ে যান ।

আরও পড়ুন: খাস কলকাতায় আগ্নেয়াস্ত্র-সহ ধৃত পশ্চিম মেদিনীপুরের দুষ্কৃতী

খবর পাওয়া মাত্রই হাসপাতালে আসেন সিপি চন্দননগর কমিশনারেট অমিত পি জাভালগি, ডিসি হেড-কোয়ার্টার নিধি রানি, ডিসি চন্দননগর বিদিত রাজ ভুন্দেশ, এসিপি সদর মৌমিতা দাস ঘোষ, আইসি চুঁচুড়া অনুপম চক্রবর্তী-সহ পুলিশে পদস্ত আধিকারিকেরা । খুন, রাহাজানি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে টোটোন বিশ্বাসের নামে । মাদক পাচার সংক্রান্ত অভিযোগে গত বছর তিনেকের বেশি সময় সে রয়েছে জেলে । আগেও একবার রবীন্দ্রনগরে ঢুকে তাকে খুনের চেষ্ঠা চালিয়েছিল কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস । বর্তমানে সেও জেলে বন্দি ।

Last Updated :Aug 6, 2022, 4:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.