ED Raids Shantanu's Resort: শান্তনুর হুগলির রিসর্টে হানা, তালা ভেঙে ঢুকল ইডি

author img

By

Published : Mar 18, 2023, 12:16 PM IST

Updated : Mar 18, 2023, 3:20 PM IST

Etv Bharat

নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু করল ইডি (ED) ৷ এমনকি তার স্ত্রীর নামে থাকা সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে ইডি ৷

নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

চুঁচুড়া, 18 মার্চ: নিয়োগ দুর্নীতি মামলায় এবার শান্তনু বন্দ্য়োপাধ্য়ায় ও তাঁর স্ত্রীর নামে থাকা যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল ইডি। শনিবার সকালে আচমকা ফের একবার শান্তনু বাড়ি থেকে শুরু করে রেস্টুরেন্ট (Resturant)-সহ একাধিক জায়গায় হানা দেন ইডির আধিকারিকরা। বিশাল কেন্দ্রীয় বাহিনীর (Central Force) দল নিয়ে বলাগর ও চুঁচুড়ায় একই সঙ্গে যায় ইডির আধিকারিকরা ৷ কার্যত তালা ভেঙে বাড়িতে ঢোকেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷

ব্যান্ডেলে বালির মোড় সংলগ্ন এলাকায় শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা ব্যানার্জীর নামে বেশ কয়েক বছর আগে আনুমানিক 30 লক্ষ (30 Lakhs) টাকায় কেনা হয় একটি দোতলা বাড়ি আছে। শান্তনু ব্যানার্জী গ্রেফতার হতেই এই ধরনের একের পর এক তার বিপুল সম্পত্তির হদিস মিলেছে। নামে-বেনামে একাধিক বাড়ি, জিরাট বাসস্ট্য়ান্ড সংলগ্ন ধাবা, রেস্টুরেন্ট, হোম-স্টে (Home Stay), বাগান বাড়ি এবং চন্দননগরে ফ্ল্য়াটেরও সন্ধান মিলেছে।

এদিন সকালে বলাগড়ের চাঁদরায় ইডি'র প্রায় 6 জনের একটি দল আচমকা একটি রিসর্টের সামনে আসেন ৷ সেখানে রিসর্টের মেইন গেটের তালা ভেঙে ভেতরে ঢোকেন তারা। এমনকী উপরের ঘরের দরজাতেও লাথি মেরে তালা ভাঙেন ৷ শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের রিসোর্ট বলে এলাকায় পরিচিত এর যে সব ঘরগুলি তালা বন্ধ অবস্থায় ছিল, এদিন ইডি আধিকারিকরা সেই সবকটি ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকে তল্লাশি চালায়।

অন্য়দিকে, ইডির আরও একটি দল চুঁচুড়া জগুদাসপারায় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে ঢোকে। এর আগেই শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল ইডি, তবে তিনি এখনও হাজিরা দেননি বলে খবর ৷ পাশাপাশি এখনও পর্যন্ত শান্তনুর স্ত্রীর কোন খোঁজও মেলেনি। গত কয়েকদিন আগেই ব্যান্ডেলে পোস্টার পরে প্রিয়াঙ্কা নিখোঁজ। মাত্র কয়েকদিন আগেই গ্রেফতার হয়েছেন তৃণমূলের এই প্রাক্তন নেতা । তার কিছু দিন আগে গ্রেফতার হন তৃণমূলের আরেক প্রাক্তন নেতা কুন্তল ঘোষ। এই কুন্তলকে জেরা করেই শান্তনুর সন্ধান মিলেছে।

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের

Last Updated :Mar 18, 2023, 3:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.