Youth Death: ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হুগলির যুবকের

author img

By

Published : Sep 21, 2022, 11:03 PM IST

Youngman Died

রাজ্যে থেকে মুখ ফিরিয়েছে বিশ্বকর্মা ৷ তাই পরিবারে মুখে অন্ন তুলে দিতে রাজ্য থেকে অনেকেই ভিন রাজ্যে পাড়ি দেন (Mysterious Deat of a Youth) ৷ যেমন হুগলির চণ্ডীতলার বাসিন্দা সাহেব মালিক সোনার কাজ করতে পাড়ি দিয়েছিলেন মহারাষ্ট্রে ৷ দেড় মাস পর ফিরল নিথর দেহ ৷ এলাকায় শোকের ছায়া ৷

হুগলি, 21 সেপ্টেম্বর: কিছু টাকা বেশি রোজগারের আশায় পরিবারকে সুখে রাখতে সোনার কাজ করতে মহারাষ্ট্রে পাড়ি চণ্ডীতলার যুবকের ৷ কিন্তু টাকা তো দুরস্ত। দেড় মাস পর বাড়ি ফিরল তাঁর নিথর দেহ (Mysterious Deat of a Youth)। মৃতের নাম সাহেব মালিক (26)। বৃহস্পতিবার চণ্ডীতলার লক্ষণপুরের বাড়িতে মৃত যুবকের দেহ ফিরতেই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে ৷

পরিবার সূত্রে খবর, দেড় মাস আগে স্থানীয় একজনের সঙ্গে মহারাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন ওই যুবক । মহারাষ্ট্রের আপুরায় সোনার কাজ করতে যায় সে। আজ সকালে মৃতদেহ নিয়ে গ্রামে আসেন দুই ব্যক্তি ৷ গ্রামবাসীরা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। সন্তোষজনক উত্তর না পেয়ে তাদের আটকে রাখেন গ্রামবাসীরা। মৃত্যুরকারণ জানতে ইতিমধ্যেই ময়না তদন্তের আর্জিও জানিয়েছেন গ্রামবাসীরা ৷ এদিকে যুবকের অস্বাভাবিক মৃত্যুতে গ্রামবাসীরা 26 সি রোড অবরোধ করেন ৷ যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

স্থানীয় গ্রামবাসী বাপ্পা ঘোষ বলেন, ‘‘কি হয়েছে জানি না। যাঁরা কাজে নিয়ে গিয়েছিল তাদের জিজ্ঞাসা করলে কখনও বলছে হার্ট-অ্যাটাকে মৃত্যু হয়েছে, আবার কখনও বলছে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ৷’’

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হুগলির যুবকের

আরও পড়ুন: অসমে অবৈধ কয়লাখনিতে বিষাক্ত গ্যাসে তিন শ্রমিকের মৃত্যু

এই প্রসঙ্গেই অ্যাম্বুলেন্স চালক সাইনাত কাশিনাথ মানে বলেন, ‘‘মৃতদেহটি কলকাতায় পৌঁছে দিতে বলেছিলেন তাঁর মালিক । মহারাষ্ট্রের হিঙ্গোলী জেলা হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে আসেন তিনি । অ্যাম্বুলেন্সে মোট চারজন ছিল । স্থানীয় দুইজন ছিল। তারা এখানে পৌঁছানোর পর বাইক নিয়ে মৃতের বাড়ি দেখিয়ে দিয়ে চলে গিয়েছেন ৷’’

তবে এলাকাবাসীর সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, ওই যুবকের মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৷ সেখানে ময়না তদন্ত হয়েছে ৷ রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ৷ তবে পরিবারের পক্ষ থেকে অস্বাভাবিক মত্যুর অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.