Asit Mazumdar: ভিডিয়ো কল ধরতেই স্ক্রিনে নগ্ন নারী! সেক্সটরশনের শিকার খোদ তৃণমূল বিধায়ক

author img

By

Published : Sep 15, 2022, 6:56 AM IST

Updated : Sep 15, 2022, 7:44 AM IST

Asit Mazumdar

সেক্সটরেশনের শিকার চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (Chinsurah TMC MLA Asit Mazumdar) ৷ ভিডিয়ো কল রিসিভ করতেই স্ক্রিনে ভেসে ওঠে নগ্ন মহিলার ছবি (Asit Mazumdar gets Sextortion Call) ৷ চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন তিনি ৷

হুগলি, 15 সেপ্টেম্বর: সেক্সটরশনের শিকার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার । দিনদুয়েক আগে অসিত মজুমদারের মোবাইলে একটি ভিডিয়ো কল আসে । তা রিসিভ করতেই মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে এক মহিলার নগ্ন ছবি । যদিও তাঁর বুদ্ধিমত্তায় চক্রের ফাঁদে পা দেননি তিনি । একই নম্বর থেকে পরপর তিনবার ফোন পাওয়ার পরেই চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন তিনি ।

সূত্রের খবর, ঘটনার সূত্রপাত গত 12 সেপ্টেম্বর ৷ চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের কাছে একটি ভিডিয়ো কল আসে ৷ সেই কল রিসিভ করতেই স্ক্রিনে ভেসে ওঠে নগ্ন মহিলার ছবি ৷ ব্যাপার বুঝতে পেরেই কলটি কেটে দেন বিধায়ক ৷ এরপর সেই নম্বর থেকে তিন বার কল আসে ৷

ঘটনা অন্যদিকে মোড় নেয় পরের দিন ৷ দিল্লি পুলিশের অফিসার পরিচয় দিয়ে একজন হোয়াটসঅ্যাপ ভয়েস কল করেন তাঁকে । বিধায়ক তাঁকে বলেন হোয়াটসঅ্যাপ নয়, মোবাইলে কল করতে । তিনি (পড়ুন প্রতারক) বিধায়ককে মেসেজ করে জানায় তাঁর সেক্স কলের ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে ৷ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ছড়িয়ে দেওয়া হবে তাঁর কীর্তি । বিধায়ক বলেন, ‘‘আপনি পুলিশ নন বোঝা গিয়েছে । ব্ল্যাকমেল করে লাভ নেই ।’’ তারপরেই চুঁচুড়া থানা, চন্দননগর পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন অসিত মজুমদার ।

আরও পড়ুন: দীপক ঘোষের বই দেখালে সামলাতে পারবেন তো ? মমতাকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর

পাশপাশি সাধারণ মনুষকে সতর্ক করতে একটি সাংবাদিক বৈঠকও করেন ৷ এই বৈঠকে তিনি জানান, তাঁকে ব্ল্যাকমেল করে টাকা হাতানোর চেষ্টা করা হচ্ছিল ৷ তিনি তা বুঝতে পেরেই সাইবার সেলে অভিযোগ দায়ের করেছন ৷ বিধায়ক জানান, তাঁকে ভিডিয়ো কল করে অনেকেই এলাকার অভাব-অভিযোগের কথা জানান । তাই ভিডিয়ো কল রিসিভও করেন তিনি । তবে এবার থেকে সতর্ক হয়ে কল রিসিভ করবেন । পাশাপাশি সাধারণ নাগরিককেও সাবধানে থাকার পরামর্শ দেন ৷

Last Updated :Sep 15, 2022, 7:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.