Bangladesh Violence : বুদ্ধজীবী থেকে মমতাজীবী হয়েছেন বাংলার বুদ্ধজীবীরা, কটাক্ষ বিজেপির রাজুর

author img

By

Published : Oct 18, 2021, 9:08 PM IST

bjp leader raju banerjee slams bengali intellectual over bangladesh violence issue

বাংলাদেশের হিংসা নিয়ে ভারতীয় জনতা পার্টি দু’দিন ধরে কর্মসূচি করছে । আজও বিজেপির পার্টি অফিস থেকে চুঁচুড়া ঘড়ির মোড় পর্যন্ত মিছিল করে হয় । জেলাশাসককে ডেপুটেশনও দেওয়া হয় ।

হুগলি, 18 অক্টোবর : বাংলাদেশে হিংসার প্রতিবাদ মিছিল থেকে বঙ্গের-বুদ্ধিজীবীদের বিরুদ্ধে সরব হলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কটাক্ষ, ‘‘বাংলার বুদ্ধিজীবীরা আগে বুদ্ধজীবী ছিল । এখন মমতাজীবী হয়ে গিয়েছেন ।’’ তাঁর দাবি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে তবেই বাংলার বুদ্ধিজীবীদের মান-সম্মান থাকবে ৷

একই সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেছেন ৷ তাঁর বক্তব্য, ‘‘হাথরস নিয়ে রাস্তায় নেমেছিল তৃণমূল ৷ তাহলে এখন মাননীয়া এবং ভাইপো চুপ কেন ? উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ ওপার বাংলা এপার বাংলার আত্মিক যোগ আছে শুনেছি ৷ ওপার বাংলার মানুষের জন্য চোখের জল তো ফেলুন ।’’

আরও পড়ুন : Siliguri Protest : বাংলাদেশে হিংসার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল

তাঁর অভিযোগ, ‘‘তৃণমূল ভোটের রাজনীতি করে । ওঁরা রোহিঙ্গাদের সমর্থন করেন, যাঁরা সন্ত্রাসের সঙ্গে যুক্ত । মুখ্যমন্ত্রীও সরাসরি সমর্থন করছেন । সেই কারণেই উগ্রপন্থীদের জায়গা হয়ে উঠছে বাংলা ।’’

Bangladesh Violence : বুদ্ধজীবী থেকে মমতাজীবী হয়েছেন বাংলার বুদ্ধজীবীরা, কটাক্ষ বিজেপির রাজুর

ইটাহারে বিজেপি কর্মী খুনের ঘটনা প্রসঙ্গে রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘উত্তর দিনাজপুরে একটার পর একটা ঘটনা ঘটেছে । কাউকে গ্রেফতার করা হয়নি । উল্টে ওর বাবা এবং ভাইকে গ্রেফতার করে নেওয়া হয়েছে । মিঠুনকে খুন করা হয়েছে ৷ বিধায়ককে খুন করা হয়েছে । সমস্ত জায়গায় ঘটনা ঘটছে ৷ কিন্তু কোনও তদন্ত নেই । পুলিশ সুপার হয়তো বলবে, গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে । পুলিশি সব ঠিক করে দিচ্ছে ।’’

আরও পড়ুন : Bangladesh Violence: হাসিনার কাছে বাংলাদেশের হিংসা নিয়ে কড়া পদক্ষেপের দাবি তুলল ইসকনের মার্কিন কার্যালয়

তাই তাঁর বক্তব্য, ‘‘সেই কারণেই আমরা বারবার বলছি এখানে কোনও আইনশৃঙ্খলা নেই । গুন্ডাদের শাসন ব্যবস্থা তৈরি হয়েছে ৷ যার নেতৃত্ব দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ।’’

উল্লেখ্য, বাংলাদেশের হিংসা নিয়ে ভারতীয় জনতা পার্টি দু’দিন ধরে কর্মসূচি করছে । আজও বিজেপির পার্টি অফিস থেকে চুঁচুড়া ঘড়ির মোড় পর্যন্ত মিছিল করে হয় । জেলাশাসককে ডেপুটেশনও দেওয়া হয় ।

আরও পড়ুন : Itahar Murder : ইটাহারে যুব মোর্চার সহ-সভাপতি খুনে গ্রেফতার 1

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.