Asit on Sisir: 'চোরের মতো পালিয়ে না বেড়িয়ে সত্যিটা স্বীকার করুন', শিশিরকে খোঁচা অসীতের

author img

By

Published : Sep 28, 2022, 9:53 AM IST

Asit Mazumdar attacks Sisir Adhikari on Privilege Committee letter issue

শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ নিয়ে তৃণমূলের আবেদনের প্রেক্ষিতে শিশির অধিকারীকে (Sisir Adhikari) লোকসভার প্রিভিলেজ কমিটি চিঠি পাঠিয়েছে বলে সূত্রের খবর (Lok Sabha Privilege Committee Issued Letter) ৷ এ প্রসঙ্গেই এবার শিশির রাষ্ট্রপতি নির্বাচনে কাকে ভোট দিয়েছেন তা জানতে চাইলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (Asit Mazumdar) ৷

হুগলি, 28 সেপ্টেম্বর: শোনা যাচ্ছে, শিশির অধিকারী (Sisir Adhikari) কোন দলে অবস্থান করছেন, তা জানতে চেয়ে প্রিভিলেজ কমিটির তরফে তাঁকে একটি চিঠি পাঠানো হয়েছে (Lok Sabha Privilege Committee Issued Letter) ৷ যেখানে প্রিভিলেজ কমিটির সামনে হাজির হয়ে তাঁকে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে হবে ৷

এ প্রসঙ্গেই এবার শিশির অধিকারীকে বিঁধলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (TMC MLA Asit Mazumdar) ৷ তিনি বলেন, "শিশিরবাবু ছাড়াও দিব্যেন্দু অধিকারী আছেন ৷ তাঁরা রাষ্ট্রপতি নির্বাচনে কাকে ভোট দিলেন, সেটা আগে বলুন । সৎ সাহস থাকলে স্বীকার করুন । তাঁরা চোরের মতো পালিয়ে বেড়াচ্ছে কেন ? একদিকে বলছেন আমি বিজেপিতে যাইনি অন্যদিকে আমাদের দলের নির্দেশ এড়িয়ে ভোট দিচ্ছেন ! শিশির বাবু কাকে ভোট দিলেন রাষ্ট্রপতি নির্বাচনে সেটা আগে বলুন ।"

রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকেও (Sukanta Majumdar) এদিন কটাক্ষ করতে ছাড়েননি চুঁচুড়ার বিধায়ক । তিনি সুকান্তকে উদ্দেশ্য করে বলেন, "কিছুদিন আগেও চুঁচুড়ার ঘড়ি মরে বিজেপির সভায় সুকান্ত মজুমদার বলেছেন, পিসি চোর, ভাইপো চোর তৃণমূলের সবাই চোর । এরা তো বহুরূপী কখন কি বলে, এরা নিজেরাই জানে না ।"

আরও পড়ুন: তৃণমূলের বিষয় নয়, লোকসভার প্রিভিলেজ কমিটি চিঠি দিয়েছে, শিশির প্রসঙ্গে মত উত্তম বারিকের

তৃণমূল বিধায়ক আরও বলেন, "বিজেপির ভালো লোক আছে, খারাপ লোকও আছে ৷ সমস্ত সংগঠনেরও একই বিষয় । মিঠুন চক্রবর্তী তো নিজেই তৃণমূলে ছিলেন । রাজ্যসভার সাংসদ ছিলেন । নিজেদের ঠিক নেই, অন্যের বিচার করছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.