Aleida Guevara in Hooghly: জনগণই শেষ কথা, ঐক্যবদ্ধ থাকার বার্তা চে-কন্যা আলেইদা গুয়েভারার

author img

By

Published : Jan 21, 2023, 8:27 PM IST

Aleida Guevara

রাজ্যে এসেছেন চে গুয়েভারার মেয়ে আলেইদা (Aleida Guevara) ৷ শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি ৷ এরপর শনিবার আলেইদা ও তাঁর মেয়ে উত্তরপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন ৷

ঐক্যবদ্ধ থাকার বার্তা চে কন্যা আলেইদা গুয়েভারার

উত্তরপাড়া(হুগলি), 21 জানুয়ারি: "সরকার আসে সরকার যায় । বিপ্লবী জনগণ একই থাকে । তাই তাদের পারস্পরিক বন্ধুত্ব ও সংহতি বেশি প্ৰয়োজন ।" উত্তরপাড়ায় এসে সমর্থক ও মানুষের জন্য এমনটাই বললেন চে কন্যা আলেইদা গুয়েভারা (Aleida Guevara)। শনিবার বাম সংগঠনের পক্ষ থেকে চে-এর সমর্থকরা সংবর্ধনা দেন তাঁকে । বালি খাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে উত্তরপাড়া গণভবনে নিয়ে যাওয়া হয় । উপস্থিত ছিলেন শমিক লাহিড়ী, অঞ্জন বেরা, দেবব্রত ঘোষ-সহ বাম নেতৃত্ব । কিউবা নিবাসী চে-কন্যা পেশায় একজন শিশু চিকিৎসক । তাঁর মেয়ে এস্তেফানিয়া মাচিন গুয়েভারা একজন অর্থনীতির অধ্যাপক ।

শুক্রবার তাঁরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে ছাত্র-ছাত্রীদের সঙ্গে মিলিত হন । গণভবনের মঞ্চে অল ইন্ডিয়া পিস এন্ড সলিডিটারি অরগানাইজেশানের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় । দোভাষীর মাধ্যমে বিশ্ব শান্তি ও ঐক্যের বার্তা দেন আলেইদা ৷ একটি গানও করেন তিনি । চিকিৎসক আলেইদা (Che daughter Aleida Guevara in Hooghly) বলেন, "উত্তরপাড়া শহরকে ভালোবাসা ও আলিঙ্গন জানাই । ঐক্যবদ্ধ থাকাই সত্যি । নতুন বাস্তবকে সামনে আনার জন্য এটা খুব প্ৰয়োজন । বাবা চে'র একটাই বক্তব্য, "জনগণ শেষ কথা । সকলকে বিজয়ের দিকে এগিয়ে যেতে হবে ।"

তিনি আরও বলেন, "চে'র ছবি শুধু জামার উপর ছাপিয়ে দিলে হবে না ৷ তাঁর আদর্শকে মেনে চলতে হবে । চে'র জীবনাদর্শ নিজের জীবনে পালন করাটাই বড় কথা । এই আদর্শ ভালো ৷ এটা শুধু কল্পনার মধ্যে রাখলে চলবে না । পৃথিবীটাকে আরও ভালো করতে হবে । চে'র বিশ্বদীক্ষা নিজের জীবনে পালন করতে হবে । ঐক্যের অভাবটা আমাদের ঘাটতি । রাষ্ট্রের একটা শক্তি আছে কিন্তু জনগণের শক্তি তার থেকেও বেশি। ধর্মীয় বিভাজন ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে । পারস্পরিক সম্পর্কে আমি আমার সংস্কৃতিকে শিশুর মধ্যে রোপণ করতে পারি । আমাদের আরও কাজ করতে হবে ।"

Aleida Guevara
চে-কন্যা আলেইদা গুয়েভারাকে সংবর্ধনা

এদিন বাম নেতা শ্রুতিনাথ প্রহরাজ বলেন, "চে'র আদর্শকে তুলে ধরাই একমাত্র লক্ষ্য । এর সঙ্গে ভোটের সংকীর্ণতাকে জড়াতে চাই না।" ভারতে চে-কে বাঁচিয়ে রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি । কেরল ও হায়দ্রাবাদ-সহ গোটা ভারত ঘুরছেন তাঁরা । বিপুল সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান তিনি ৷

আরও পড়ুন: 'চে গুয়েভারার ছবি টি-শার্টে এঁকে বিপ্লবী হওয়া যায় না !' বার্তা আলেইদার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.