Hooghly Accident: মালবাহী গাড়ির রেষারেষিতে মৃত 2, আহত বেশ কয়েকজন

author img

By

Published : Mar 13, 2023, 1:49 PM IST

Updated : Mar 13, 2023, 1:57 PM IST

Etv Bharat

হুগলির শ্রীরামপুরে পথ দুর্ঘটনার জেরে প্রাণ গেল দু'জনের (Road Accident in Hooghly) ৷ এই দুর্ঘটনায় ঘটনায় আহত বেশ কয়েকজন ৷

পথ দুর্ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীর বক্তব্য

হুগলি, 13 মার্চ: দু'টি মালবাহী গাড়ির রেষারেষিতে পথ দুর্ঘটনা (Accident in Hooghly)। মৃত্যু হল দু'জনের ৷ আহত বেশ কয়েকজন ৷ সোমবার বেলায় ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুর থানার অধীন পিয়ারাপুর বাঙিহাটি দিল্লি রোডে । মৃতদের নাম শঙ্কর মালিক (42), জয়ন্ত মাঝি (45)৷
বাঙিহাটি বারোমন্দির তলার বাসিন্দা এরা । আহতদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি লরি ও ডাম্পার দিল্লি রোডে যাওয়ার সময় মাঝে একটি মারুতি ওমনি গাড়ি ঢুকে যায় । নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারায় দুটি মালবাহী গাড়ির মধ্যে পড়ে মারুতি গাড়িটি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয় । সেই গাড়িতে যে সমস্ত আরোহী ছিল তাঁরাও আহত হন এই । এরপর লরিটি তিনটি বাইককে চাপা দিয়ে ইটের পাজায় আটকে যায় । স্থানীয়রা জানান, ডানকুনির দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল লরিটি । এই ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় ৷

দীর্ঘক্ষণ ধরে অবরোধ শুরু হয় দিল্লি রোডে । ক্রেন নিয়ে লরি সরানোর চেষ্টা করে পুলিশ । ঘটনাস্থলে চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় । স্থানীয় মানুষের অভিযোগ পুলিশ বেপরোয়াভাবে রাস্তায় টাকা তোলে । সেই কারণে এই দুর্ঘটনা । ট্রাফিক ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দেয় ।

এই ঘটনায় একজন সিভিক ভলান্টিয়ারকে মারধর করার অভিযোগ ওঠে । স্থানীয় সূত্রে খবর, গত একমাসে সাতজনের মৃত্যু হয়েছে এখানে দুর্ঘটনায় । আজ ফের দুর্ঘটনা ৷ কারণ চারটি বাইক দুর্ঘটনার কবলে পড়ে । মারুতি ভ্যানের চালক ও আরোহীরা না থাকায় কারওর ক্ষয়ক্ষতি হয়নি । এদের মধ্যে একটি শিশু গুরুতর আহত হয়েছে ।

এই বিষয়ে প্রত্যক্ষদর্শী সনাতন মাঝি পুলিশি ব্যবস্থার গাফিলতির অভিযোগ করে বলেন, "নো এন্ট্রি করে রাখে পুলিশ । আবার 50 থেকে 100 টাকা দিলেই ছেড়ে দেওয়া হয় গাড়ি । রাস্তায় কাজ করে না সিভিক ভলান্টিয়াররা । এক কোণে বসে গেম খেলে সময় কাটান তাঁরা ।" রতন পালের কথায়, "একজন সিভিক ভলান্টিয়ার রাস্তায় থাকে বাকিরা গেম খেলতে ব্যস্ত থাকে । জনবহুল এই রাস্তা একজন সামলাতে পারে না । তাঁদের গাফিলতিতেই এত বড় দুর্ঘটনা ঘটল ।"

আরও পড়ুন : সহকর্মীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু যুবকের

Last Updated :Mar 13, 2023, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.