Suicide in Lockup: লকআপে আত্মহত্যার চেষ্টা, 10 দিন পর অবশেষে মৃত্যু যুবকের; শুরু বিভাগীয় তদন্ত

author img

By

Published : Nov 22, 2022, 12:10 PM IST

Youth attempted suicide in Siliguri police lockup, finally dies after 10 days

শিলিগুড়িতে পুলিশ লকআপে (Siliguri police lockup) থাকা যুবক গলায় পায়জামার দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যার (Suicide in Lockup) চেষ্টা করেছিলেন । দশদিন চিকিৎসা চলার পর অবশেষে তাঁর মৃত্যু হল ৷ এই ঘটনায় আইসি-সহ চার পুলিশ কর্মীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত ।

শিলিগুড়ি, 22 নভেম্বর: শত চেষ্টা করেও হল না প্রাণরক্ষা । পুলিশ লকআপে আত্মহত্যার (Suicide in Lockup) চেষ্টা করেছিলেন এক যুবক । 11 দিন ধরে লড়াই চলার পর অবশেষে মৃত্যু হল তাঁর (Prisoner died by suicide)৷ মৃতের নাম বিবেক ছেত্রী । তিনি দার্জিলিঙের বাসিন্দা হলেও শিলিগুড়ির গুরুংবস্তি এলাকায় থাকতেন বলে প্রাথমিক ভাবে খবর মিলেছে ।

এ দিকে, যুবকের মৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট কর্তৃপক্ষ । ইতিমধ্যেই ওই ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগে প্রধাননগর থানার চার পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন স্বয়ং পুলিশ কমিশনার। যুবকের মৃত্যুর পর এ বার সরাসরি আইনগত পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন কমিশনার অখিলেশ চতুর্বেদীর । মঙ্গলবার ওই যুবকের দেহের ময়নাতদন্ত হবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷

চলতি মাসে 11 নভেম্বর প্রধাননগর থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে । পুলিশ সূত্রে খবর, চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল । গত 12 নভেম্বর ভোরে ওই যুবক লকআপেই নিজের পায়জামার দড়ি গলায় জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে খবর । বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি ওই যুবককে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতাল ও পরে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় । এতদিন সেখানেই চলছিল চিকিৎসা । যদিও শেষ রক্ষা হয়নি । এ দিন তাঁর মৃত্যু হয় ।

পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, "চিকিৎসাধীন অবস্থায় এ দিন ওই যুবকের মৃত্যু হয়েছে । দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।" তিনি আরও জানান, এই ঘটনায় আইসি-সহ চার পুলিশ কর্মীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে ।

আরও পড়ুন: প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস, আত্মহত্যা যুবকের, দোষারোপ বন্ধুদের

জানা গিয়েছে, প্রধাননগর থানার আইসি অনির্বাণ ভট্টাচার্য, ওসি দীপঙ্কর গোস্বামী-সহ সেই সময় কর্তব্যরত দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিভাগীয় তদন্ত করছেন স্বয়ং ডেপুটি পুলিশ কমিশনার জয় টুডু ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.