Siliguri electrical problem : বিদ্যুতের লাইনে বিস্ফোরণ, দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল গোটা গ্রাম

author img

By

Published : May 12, 2022, 10:58 PM IST

Siliguri electrical problem news

হাই ভোল্টেজের কারণে উড়ে গেল প্রায় দুশোরও বেশি বাড়ির বিদ্যুতের লাইন । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির পাচঁকোলগুড়ি এলাকায় (Siliguri electrical problem)। ঘটনার পর বিদ্যুৎ বিভাগকে খবর দেওয়া হয় । আর তাঁরা ঘটনাস্থলে এলে বিদ্যুৎ বিভাগের কর্মীদের ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায় এলাকাবাসী ।

শিলিগুড়ি, 12 মে : আচমকা বিদ্যুতের লাইনে গোলযোগ । হাই ভোল্টেজের কারণে উড়ে গেল প্রায় দুশোরও বেশি বাড়ির বিদ্যুতের লাইন (Siliguri electrical problem)। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির পাচঁকোলগুড়ি এলাকায় । হাই ভোল্টেজের কারণে নষ্ট হয়েছে প্রত্যেক বাড়ির সমস্ত ইলেকট্রনিক্সের সামগ্রী ৷ বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল গোটা এলাকা । হাই ভোল্টেজের কারণে আগুন লেগে যায় বাড়িগুলির মিটার বক্স থেকে বিদ্যুতের লাইনে । ঘটনার পর বিদ্যুৎ বিভাগকে খবর দেওয়া হয় । আর তারা ঘটনাস্থলে পৌঁছতেই বিদ্যুৎ বিভাগের কর্মীদের ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায় এলাকাবাসী । ঘটনায় উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানার পুলিশ ।

জানা গিয়েছে, এদিন দুপুর নাগাদ পাঁচকোলগুড়ি এলাকায় থাকা প্রায় দুশোর বেশি বাড়িতে আচমকা বিদ্যুতের লাইনে আগুন লেগে যায় । লাইন দিয়ে বিস্ফোরণ ঘটতে থাকে মিটারের বক্সগুলিতে ৷ প্রত্যেকের বাড়িতে থাকা টিভি, ফ্রিজ, ফ্যান থেকে শুরু করে সমস্ত ইলেকট্রনিক্সের সামগ্রী নষ্ট হয়ে যায়। বহু বাড়িতে বিদ্যুতের লাইন থেকে আগুন ছিটকে পড়ে । যার ফলে বেশ কয়েকজন এলাকাবাসী জখমও হন । তবে ঘটনাটি কীভাবে এবং কেন ঘটল তা নিয়ে এখনও ধন্দে বিদ্যুৎ বিভাগের আধিকারিক থেকে কর্মীরা ৷

শিলিগুড়ির ফুলবাড়িতে বিদ্যুতের লাইনে বিস্ফোরণ

আরও পড়ুন : শালতোড়ায় বিদ্যুতের টাওয়ারে চড়ে বসা ব্যক্তিকে উদ্ধার করল প্রশাসন

তবে আধিকারিকদের একাংশের অনুমান, ওই এলাকা দিয়ে এক লক্ষ দশ হাজার ভোল্টের হাইটেনশন বিদ্যুতের লাইন গিয়েছে । ওই তারগুলো বহুদিন ধরেই নির্ধারিত উচ্চতার অনেকটাই নীচে চলে এসেছে । কোনওভাবে ওই তারের সঙ্গে বাড়িগুলিতে বন্টনের সাধারণ বিদ্যুতের লাইনের তারের সঙ্গে লেগে যায় । ফলে কম ভোল্টেজের বিদ্যুতের লাইনে হাই ভোল্টেজের কারেন্ট ঢুকে পড়ে । আবার একাংশের মতে, এলাকায় অনেক গাছ রয়েছে । হাইটেনশনের বিদ্যুতের তার নীচে চলে আসায় কোনওভাবে গাছের সঙ্গে হাইটেনশনের তার লেগে যায় । যার জেরে এরকম হয়ে থাকতে পারে ।

ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছায় ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা করাতি । তিনি বলেন, "ভয়ানক ঘটনা । কীভাবে ঘটল তা এখনও জানা যায়নি । তবে এই এলাকার শতাধিক বাড়ির বিদ্যুতের লাইনে আগুন ধরে যায় । সমস্ত বাড়ির ইলেকট্রনিক্সের সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে । বেশ কয়েকটা বাড়ির মিটার বক্সে বিস্ফোরণের পর আগুন লেগে যায় । আমি জেলা পরিষদ ও প্রশাসনকে জানিয়েছি । যাদের ক্ষতি হয়েছে তাঁদের যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় ।"

আরও পড়ুন : লোডশেডিং হলে ভরসা মোমবাতি ! রায়গঞ্জের হাসপাতালে বিকল্প বিদ্যুতের অভাবে বিপাকে রোগীরা

এলাকাবাসী সঞ্চিতা প্রসাদ বলেন, "আচমকা মিটার বক্সে বিস্ফোরণের পর আগুন লেগে যায় । গোটা এলাকায় প্রত্যেকের বাড়িতে একই ঘটনা ঘটেছে । সমস্ত ইলেকট্রনিক্সয়ের সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে । আমাদের ক্ষতিপূরণ দিতে হবে । "

আর এক এলাকাবাসী সঞ্জু দাস বলেন, "গোটা এলাকার বিদ্যুৎ চলে গিয়েছে । সবার ক্ষতি হয়েছে । আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত ।" গ্রামবাসী লক্ষ্মী পাল বলেন, "আচমকা মিটার বক্সে বিস্ফোরণ ঘটে । আমি মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই । সমস্ত লাইনে আগুন জ্বলছিল ।" যদিও এই ঘটনার দায় বিদ্যুৎ বিভাগের পাওয়ারগ্রিড ও বিদ্যুৎ বিভাগ কেউই নিতে চাইছে না বলে অভিযোগ উঠেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.