Mamata Banerjee: রবিবার পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্য়মন্ত্রী

author img

By

Published : Sep 3, 2021, 4:31 PM IST

visits North Bengal

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আগে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ে উত্তরবঙ্গ সফর ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা ৷ মুখ্য়মন্ত্রীর নতুন প্রকল্প ঘোষণার দিকে তাকিয়ে উত্তরবঙ্গবাসী ৷

শিলিগুড়ি, 3 সেপ্টেম্বর: তৃতীয়বার রাজ্য়ে ক্ষমতায় আসার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 5 সেপ্টেম্বর অর্থাৎ রবিবার উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে মমতার পাঁচদিনের সফর রয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রায় একবছর পর উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় যাওয়ার কথা রয়েছে মুখ্য়মন্ত্রীর। সচিবালয়ে থেকেই কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং-সহ উত্তরের আট জেলার পুলিশ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি।

আরও পড়ুন: BJP North Bengal Meeting : কেন্দ্রীয় নেতৃত্বের ডাকা বৈঠকে অনুপস্থিত বিজেপির 5 বিধায়ক

মুখ্যমন্ত্রীর সফরের আগে তৎপরতা তুঙ্গে রয়েছে প্রশাসনিক আধিকারিকদের মধ্যে। ইতিমধ্যে উত্তরকন্যাকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। পাশাপাশি উত্তরকন্যা সংলগ্ন কাঞ্চনবাড়ি ময়দানে আয়োজিত দুয়ারে সরকার শিবির পরিদর্শনেও যাওয়ার কথা রয়েছে তাঁর। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য দেবাশিস প্রামাণিক বলেন, "তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই প্রথম উত্তরবঙ্গ সফর। ইতিমধ্যে সেইমতো পদক্ষেপ নেওয়া হয়েছে।"

আরও পড়ুন: Assam CM: দিদিকে অসমে রেড কার্পেটে স্বাগত জানাব, শিলিগুড়িতে বললেন অসমের মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর সফরের আলাদা রাজনৈতিক গুরুত্ব রয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। সম্প্রতি দুই কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা ও নিশিথ প্রামাণিক উত্তরবঙ্গে শহিদ সম্মান যাত্রা করেছেন। তার পরই তৃণমূল সুপ্রিমোর উত্তরবঙ্গ সফর মূলত কর্মীদের চাঙ্গা রাখতে বলে ধারণা রাজনৈতিক মহলের একাংশের। এছাড়া মুখ্যমন্ত্রীর সফরের পরই ফের উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। l তার আগে মমতা উত্তরবঙ্গের জন্য নতুন কোনও প্রকল্প ঘোষণা করেন কি না, সেদিকে তাকিয়ে থাকবেন উত্তরবঙ্গের মানুষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.