সোশাল মিডিয়ার ভুল ধরে অ্যামেরিকার সংস্থার পুরস্কার পেল কিশোর

author img

By

Published : Oct 2, 2019, 5:09 PM IST

অবসর সময়ে ইউটিউবে ওয়েবসাইট সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিয়ো দেখাই নেশা সৌরজিতের । সোশাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার আগে সেখানে বাগ আছে কিনা তা খুঁজে দেখে সে ৷ এর আগে একাধিক সংস্থার ওয়েবসাইটের ত্রুটি খুঁজে চিহ্নিত করেছে সৌরজিৎ ।

শিলিগুড়ি, 2 অক্টোবর : সোশাল মিডিয়া ট্যাম্বলারের ত্রুটি ধরিয়ে দিয়ে পুরস্কার পেল এক কিশোর ৷ সে দশম শ্রেণীর এক পড়ুয়া । শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার বাসিন্দা সৌরজিৎ মজুমদার নামে এই কিশোরকে 250 ডলার পুরস্কার দিয়েছে আমেরিকার ওই সংস্থা । এর আগে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও বাগ পেয়েছিল সৌরজিৎ ৷ সেই বাগ সম্পর্কে বিশ্ববিদ্যালয়কে সতর্ক করে প্রশংসা পেয়েছিল সৌরজিৎ ।

অবসর সময়ে ইউটিউবে ওয়েবসাইট সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিয়ো দেখাই নেশা সৌরজিতের । সোশাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার আগে সেখানে বাগ আছে কিনা তা খুঁজে দেখে সে ৷ এর আগে একাধিক সংস্থার ওয়েবসাইটের ত্রুটি খুঁজে চিহ্নিত করেছে সৌরজিৎ ।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তার নজরে আসে ট্যাম্বলারে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কেউ চাইলে তাঁদের দেওয়া শর্তগুলো না মেনেও অ্যাকাউন্ট খুলতে পারছেন ব্যবহারকারী । এই ত্রুটি ওই সংস্থাকে জানায় সৌরজিৎ । সে ট্যাম্বলার কর্তৃপক্ষকে জানায়, শর্ত না মেনে যদি অ্যাকাউন্ট খোলা যায়, সেক্ষেত্রে পরে কোনওরকম আইনি জটিলতা তৈরী হলে কর্তৃপক্ষ ব্যবহারকারীকে কিছুই বলতে পারবে না । ট্যাম্বলারের ডেভেলপার সৌরজিতের সঙ্গে যোগাযোগ করে বাগ চিহ্নিত করেন ৷ এরপর তাঁকে 250 ডলারের চেকও পাঠায় ওই সংস্থা ।

সৌরজিৎ বলেছে, " কম্পিউটারের বেসিক কোর্স স্কুল শিখেছি৷ এছাড়া সবটাই ইউটিউব দেখে শিখেছি ৷ এর আগে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাইটে বাগ ছিল ৷ ওদের সাইটের অ্যাকাউন্ট হ্যাক করা যাচ্ছিল ৷ ওদের জানিয়েছিলাম । কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আমাকে চিঠি পাঠিয়ে ধন্যবাদ জানিয়েছিল ৷ "

Intro:সোশালমিডিয়া ট্যাম্বলারের ত্রুটি ধরিয়ে দিয়ে পুরষ্কৃত দশম শ্রেণীর ছাত্র। শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার বাসিন্দা সৌরজিৎ মজুমদারকে 250 ডলার পুরস্কার দিয়েছে আমেরিকার ওই সংস্থা। এর আগে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি ওয়েবসাইটেও বাগ খুঁজে পেয়ে তা চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়কে জানিয়ে সেখান থেকে প্রশংসা পেয়েছিল সৌরজিৎ।


Body:সৌরজিৎ জানান, দশম শ্রেণীর পড়ি। পড়ার ফাঁকে ল্যাপটপ নিয়ে নানা ধরণের ভিডিও দেখাই নেশা। সোশ্যাল মিডিয়ায় একাউন্ট খোলার আগে সেই একাউন্টে ব্যাগ বা ত্রুটি আছে কিনা তা খুঁজে দেখতে ভালো লাগে। এর আগে একাধিক নামি ওয়েবসাইটে ত্রুটি খুঁজে চিহ্নিত করেছি।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমার নজরে আসে ট্যাম্বলারে একাউন্ট খোলার ক্ষেত্রে কেউ চাইলে তাদের দেওয়া শর্তগুলো আকসেপ্ট না করেও একাউন্ট খুলতে পারছেন। ফলে আমি এই ত্রুটি ওই সংস্থাকে মেইল করে জানাই। ওদের বলেছিলাম শর্ত না মেনেই যদি একাউন্ট খোলা যায়, সেক্ষেত্রে পরে কিছু হলে কর্তপক্ষ আকাউন্ট হোল্ডারকে কিছুই বলতে পারবেন না। ওদের ডেভেলপারের আমার সাথে যোগাযোগ করে সব শুনে ব্যাগ চিহ্নিত করে আমাকে জানান। এরপর আমায় 250 ডলারের চেকও পাঠায় ওই সংস্থা। গতকালই ওই চেক আমি ভাঙিয়েছি। ভারতীয় তাকে 17 হাজার 750 টাকা পেয়েছি।

সৌরজিৎ জানান, কম্পিউটারের বেসিক কোর্স স্কুলে করানো হয়। এছাড়া কিছু শিখিনি। বাকি সবটাই নিজস্ব আগ্রহে।
সৌরজিৎ বলেন, এর আগে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি সাইট এ ত্রুটি থাকায় অনেক আকাউন্ট হ্যাক করা সম্ভব ছিল। তা ওদের জানিয়েছিলাম।
সৌরজিৎ এর বাবা পুলিশকর্মী কল্যাণ মজুমদার জানান দশম শ্রেণী উত্তীর্ণ হলে ওকে কম্পিউটার কোর্স এ ভর্তি করিয়ে দেব। ওর এই সাফল্যে আমরাও গর্বিত।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.