কোরোনা আতঙ্কে সিকিমে বিদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা, পর্যটনে ক্ষতির আশঙ্কা

author img

By

Published : Mar 5, 2020, 9:04 PM IST

Updated : Mar 5, 2020, 10:57 PM IST

corona

আজ দুপুরে সিকিম সরকার একটি নির্দেশিকা জারি করে । নির্দেশিকায় জানানো হয়, বিদেশ থেকে যেসব মানুষ পর্যটক হিসেবে অথবা অন্যান্য কাজে সিকিমে আসবেন তাঁদের ক্ষেত্রে সিকিমে প্রবেশাধিকার সাময়িক বন্ধ থাকবে । এই নির্দেশিকা পাওয়ার পরেই চাপানউতোর শুরু হয় পর্যটন ব্যবসায়ীদের মধ্যে ।

শিলিগুড়ি, 5 মার্চ : কোরোনা আতঙ্কে বিদেশি পর্যটকদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করল সিকিম। সিকিম সরকারের তরফে আজ এই নিষেধাজ্ঞা জারি করা হয় । এদিকে এই সিদ্ধান্ত বাংলার পর্যটন ব্যবসায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন শিলিগুড়ির পর্যটন ব্যবসায়ীরা । বিদেশ থেকে যে পর্যটকরা শিলিগুড়ি হয়ে সিকিম যান তাও সাময়িকভাবে বন্ধ থাকবে ।

আজ দুপুরে সিকিম সরকার একটি নির্দেশিকা জারি করে । নির্দেশিকায় জানানো হয়, বিদেশ থেকে যেসব মানুষ পর্যটক হিসেবে অথবা অন্যান্য কাজে আসবেন, তাঁদের ক্ষেত্রে সিকিমে প্রবেশাধিকার সাময়িক বন্ধ থাকবে । এই নির্দেশিকা পাওয়ার পরেই চাপানউতোর শুরু হয় পর্যটন ব্যবসায়ীদের মধ্যে ।

corona
জারি করা নির্দেশিকা

শিলিগুড়িতে পর্যটন ব্যবসায়ী তন্ময় গোস্বামী বলেন, "আজ দুপুরে ওই নির্দেশিকা আমাদের কাছে এসেছে । এর জেরে পর্যটনে প্রভাব পড়বে । দার্জিলিং এবং তরাই ডুয়ার্সে পর্যটনের মরশুম আসছে । বহু আগে থেকেই একাধিক বুকিং ছিল । বেশ কয়েকজন বিদেশি পর্যটকের বুকিং ছিল । ফলে, এই নির্দেশিকার জেরে সাময়িক কালের জন্য তাঁরা সিকিমে যেতে পারবেন না । অন্য রাজ্য থেকে যেসব পর্যটক আসেন, তাঁদের মধ্যেও ভীতি সঞ্চার হয়েছে । ইতিমধ্যেই বেশ কিছু বুকিং বাতিল হয়েছে । আমরা আশা করছি, পরিস্থিতি উন্নত হলে দ্রুত এই নিষেধাজ্ঞা তুলে নেবে সিকিম সরকার ।"

পর্যটন ব্যবসায়ী তন্ময় গোস্বামী এই বিষয়ে কথা বললেন
Last Updated :Mar 5, 2020, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.