BJP agitation in Silliguri: শিলিগুড়িতে বিজেপির মিছিলে উত্তেজনা, বিক্ষোভ বিধায়কদের

author img

By

Published : Nov 30, 2021, 6:20 PM IST

BJP Rally Excitement in Silliguri

শিলিগুড়ি পৌরনিগমে প্রশাসক বোর্ডের বিরুদ্ধে বিজেপির স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি শহর (BJP agitation in Silliguri)। পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয় বিজেপি কর্মী-সমর্থকদের ৷ বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা ৷

শিলিগুড়ি, 30 নভেম্বর : দ্রুত শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচনের দাবিতে এবং পৌর পরিষেবায় ব্যর্থতার অভিযোগে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের বিরুদ্ধে বিজেপির স্মারকলিপি প্রদান কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি শহর (BJP agitation in Silliguri)। মঙ্গলবার বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক শাখার তরফে শিলিগুড়ি পৌরনিগমে একটি স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। শহরে ক্রমাগত ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এদিনের মিছিলে প্রতীকী প্রতিবাদ হিসেবে মশারি নিয়ে মিছিল করেন বিজেপি কর্মী-সমর্থকরা। মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ, মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক তথা শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির আহ্বায়ক আনন্দময় বর্মন, ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় এবং ফাঁসিদেওয়ার বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু ।

এদিন মিছিলটি শিলিগুড়ি মহাত্মা গান্ধি চক থেকে শুরু করে শিলিগুড়ি পুরনিগম পর্যন্ত যায়। কিন্তু পুরনিগমের আগেই বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেডে করে মিছিলটি আটকে দেয়। বিজেপি কর্মী-সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয়। এরপর করোনাবিধি মেনে 10 জনকে স্মারকলিপি প্রদান করার জন্য অনুমতি দেওয়া হয় পুলিশের তরফে। কিন্তু অভিযোগ, করোনাবিধির নামে বিধায়কদের হেনস্থা করা হয় । স্মারকলিপি প্রদানে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। এরপরই পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়করা।

আরও পড়ুন: তৃণমূল যোগের জল্পনা বাড়তেই 'গদ্দার' নান্টু পালের নামে পোস্টার

স্মারকলিপি প্রদান কর্মসূচি বাতিল করে কাছারি রোডে গান্ধি মূর্তির পাদদেশে প্রতিবাদস্বরূপ অবস্থান বিক্ষোভে (agitation) বসে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। বিধায়ক শংকর ঘোষ অভিযোগ করে বলেন, "আমরা নির্বাচিত জনপ্রতিনিধি। আর আমাদেরকেই পুলিশ হেনস্থা করছে। যারা নির্বাচনে হেরে গিয়েছে তারা আজ পুরনিগম চালাচ্ছে। ন্যূনতম নাগরিক পরিষেবা দিতে পারছে না এই পুরবোর্ড। আগামী পুরসভা নির্বাচনে শিলিগুড়ির মানুষ তাদের যোগ্য জবাব দেবে।" আরেক বিধায়ক আনন্দময় বর্মন বলেন, " পুলিশ আজ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। করোনাবিধির নামে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে বারে বারে হেনস্থা করা হচ্ছে। পুর প্রশাসকরা বড় বড় গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে শহরে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। এর যোগ্য জবাব নির্বাচনে শিলিগুড়ির মানুষ দেবেন। আগামীদিনে আমাদের এর থেকে বড় আন্দোলন হবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.