Subrata Mukherjee: চা শ্রমিক আন্দোলনের মূল কারিগর সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়ে শোকাহত উত্তরবঙ্গ

author img

By

Published : Nov 5, 2021, 7:40 PM IST

Updated : Nov 5, 2021, 8:39 PM IST

North Bengal tributes Subrata Mukherjee for his work for tea workers

বাংলার রাজনীতিতে সংগঠিত চা শ্রমিক (Tea Workers) আন্দোলনের মূল কারিগর ছিলেন সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। উত্তরের রাজনীতিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মত বিভিন্ন দলের নেতাদের ।

শিলিগুড়ি, 5 নভেম্বর: তখন কেন্দ্রে কংগ্রেসের সরকার । আর রাজ্যে চলছে বাম জমানা । সেই সময় উত্তরের চা-বাগান শ্রমিকদের (Tea Workers) জন্য জাতীয়তাবাদী সংগঠিত শ্রমিক আন্দোলন একা হাতে গড়ে তুলেছিলেন সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। তখনও তিনি কংগ্রেস পরিচালিত শ্রমিক সংগঠন আইএনটিইউসির রাজ্য সম্পাদক ।

চা বাগান শ্রমিকদের জন্য কেন্দ্রের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনকে নিয়ে ঐক্যবদ্ধ সংগ্রাম শুরু করেছিলেন । যার ফলে উত্তরের রাজনীতিতে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের অবদান অপরিসীম । বরাবরই উত্তরের রাজনীতি তাঁর কাছে ছিল হাতের তালুর মতো চেনা । চা বাগানের শ্রমিক সংগঠনের আন্দোলন গড়ে তুলতে প্রত্যেক জেলায় সফর করেছিলেন তিনি । এরপর কলকাতার মেয়র থেকে হলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । দলমত নির্বিশেষে মানুষের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ । আজ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ উত্তরের রাজনৈতিক মহল ।

আরও পড়ুন: Agnidev on Subrata Mukherjee : সত্যজিৎ রায় সিরিয়ালটি দেখতেন সুব্রতদার অভিনয় দেখার জন্য : অগ্নিদেব

স্মৃতিচারণা করতে গিয়ে সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বললেন, "আমার সঙ্গে ব্যক্তিগতভাবে খুব ভাল সম্পর্ক ছিল সুব্রতর । আমি যখন সরকার পক্ষের মন্ত্রী, তখন ও বিরোধী পক্ষের ৷ আবার ও যখন সরকার পক্ষের মন্ত্রী, তখন আমি বিরোধী পক্ষের ছিলাম । আমরা পাঁচ বছর একসঙ্গে কাজ করেছি । খুব বর্ণময় এবং খোলামেলা চরিত্র ছিল তাঁর । তাঁর প্রয়াণে বাংলা রাজনীতিতে একটা অপূরণীয় ক্ষতি হল ।"

আরও পড়ুন: Sudipa on Subrata Mukherjee: নাম একই, বাবার মৃত্যুর পর সুব্রতদা বলেছিলেন, আমি তো আছি : সুদীপা

প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা প্রাক্তন কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার বলেছেন, "বাম জমানায় প্রিয়রঞ্জন দাশমুন্সি এবং সুব্রত মুখোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়েই আমাদের জাতীয় কংগ্রেসে যোগদান । 1973 সাল থেকে 1998 সাল পর্যন্ত আমরা একসঙ্গে কংগ্রেস করেছি । সুব্রত মুখোপাধ্যায় একজন দক্ষ সংগঠক এবং স্বাধীনচেতা মনোভাবের মানুষ ছিলেন। রাজনীতিতে একটা যুগের অবসান হল । প্রিয়, সোমেন এবং সুব্রত জুটির সেই যুগ আর থাকল না ।"

সুব্রত-স্মরণ

আরও পড়ুন: Subrata Mukherjee : "আমার প্রিয় সুব্রতদা...", একদা সতীর্থের প্রয়াণে শোকবার্তা অধীরের

আইএনটিটিইউসির প্রবীণ নেতা তথা শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য অলক চক্রবর্তীর কথায়, "প্রায় দুই দশকেরও বেশি আমরা একসঙ্গে শ্রমিক আন্দোলনে কাজ করেছিলাম । আমার জন্য সুব্রত মুখোপাধ্যায়ের ছিল অবারিত দ্বার । বাংলার চা শ্রমিকদের জন্য জাতীয়তাবাদী ঐক্যবদ্ধ সংগঠিত শ্রমিক আন্দোলনের একপ্রকার জনক বলা যেতে পারে সুব্রত মুখোপাধ্যায়কে । তাঁর হাত ধরেই বাংলার রাজনীতিতে সংগঠিত শ্রমিক আন্দোলনের সূচনা হয়েছিল । উত্তরবঙ্গের রাজনীতিতে তাঁর ভূমিকা ছিল অপরিসীম । যা কোনওদিন ভোলার নয় ।"

আরও পড়ুন : Subrata Mukherjee : কলকাতার মহানাগরিক পদে সুব্রত তৈরি করেছিলেন একাধিক দৃষ্টান্ত

Last Updated :Nov 5, 2021, 8:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.