Siliguri Road Accident: পড়ুয়াকে পিষে দিল তেলের ট্যাঙ্কার, প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ স্থানীয়দের

author img

By

Published : Nov 24, 2022, 3:48 PM IST

Etv Bharat

দিদির সঙ্গে স্কুটি চেপে স্কুল থেকে বাড়ি ফিরছিল বছর দশের খুদে পড়ুয়া অঙ্কিত ৷ মাঝপথে দুর্ঘটনার জেরে মৃত্যু হয় তার (Siliguri Road Accident)৷ বেহাল রাস্তার ফলেই এই দুর্ঘটনা বলে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

শিলিগুড়ি, 24 নভেম্বর: স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার জেরে মৃত্যু হল বালকের । আহত হয়েছেন দু'জন ৷ বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহর সংলগ্ন ডাবগ্রাম-ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার জাবরাভিটার অন্তর্গত ভিআইপি রোড এলাকায়(Locals Protest for Road Accidental Death of School Student)৷

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত ওই বালকের নাম অঙ্কিত রায়(10)। স্কুটিতে চেপে দিদির সঙ্গে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তেলের ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় অঙ্কিতের । আহত হয় অঙ্কিতের দিদি ও স্কুটিতে থাকা এক বন্ধু ৷ আহত দু'জনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানোর পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় হয়েছে ।

আরও পড়ুন : 26 বসন্ত পেরিয়েই থামল লেখনী ! দুর্ঘটনায় প্রয়াত ইটিভি ভারতের সাংবাদিক

খবর পেয়েই ঘটনাস্থল ঘিরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মাঝরাস্তায় বাঁশ, টায়ার ফেলে পথ অবরোধ শুরু করেন । দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি পুলিশ কমিশনার ডিসিপি (ট্রাফিক) অভিষেক গুপ্তা ও ডিসিপি (সদর) জয় টুডু ।

পথ দুর্ঘটনায় পড়ুয়ার মৃত্যু ঘিরে বিক্ষোভ শিলিগুড়িতে

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ বেহাল দশা ভিআইপি রোডের । তারপরও এই রাস্তা দিয়ে দ্রুত গতিতে ট্রাক ও ট্যাঙ্কার চলাচল করে ৷ যার জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটে ৷ তাই এই বালককে প্রাণ হারাতে হল । তাঁদের দাবি দ্রুত রাস্তা সংস্কার করতে হবে । এছাড়াও এই পথে যান চলাচলের ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণ করতে হবে ।

এই বিষয়ে ট্রাফিক ডিসিপি অভিষেক গুপ্তা জানান, ওই পথে নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা লাগানো হতে পারে । এছাড়াও যান চলাচলের ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণেও আগামীতে ব্যবস্থা নেওয়া হবে ।

আরও পড়ুন : নিরাপদ দূরত্বে থাকা সত্ত্বেও ধাক্কা মেরে পড়ুয়াদের উড়িয়ে দিল গাড়ি, আশঙ্কাজনক 3

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.