SMC Election 2022 : শিলিগুড়ি পৌরনিগমে তৃণমূলকে সমর্থন গোর্খা জনমুক্তি মোর্চার

author img

By

Published : Jan 12, 2022, 6:57 PM IST

Gorkhan Janmukti Morcha Support TMC in Siliguri Municipality Election

শিলিগুড়ি পৌরনিগমের ভোটে তৃণমূলকে সমর্থন গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkhan Janmukti Morcha Support TMC in Siliguri Municipal corporation Election) ৷ আজ সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি ৷ সেই সঙ্গে গোর্খা অধ্যুষিত এলাকাগুলিতে তৃণমূলের হয়ে প্রচারে নামার ইচ্ছে প্রকাশ করেছেন রোশন গিরি (Gorkhan Janmukti Morcha Support TMC) ৷

শিলিগুড়ি, 12 জানুয়ারি : শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে তৃণমূলকে সমর্থনের কথা জানালো গোর্খা জনমুক্তি মোর্চার ৷ পাশাপাশি জিটিএ নির্বাচনের আগে পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি জানিয়েছে জিজেএম (Gorkhan Janmukti Morcha Support TMC in Siliguri Municipality Election) ৷ বুধবার সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি ৷ শিলিগুড়ি তৃণমূল নেতৃত্ব যদি প্রচারের ডাকে, সে ক্ষেত্রে গোর্খা অধ্যুষিত ওয়ার্ডগুলিতে গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্ব তৃণমূলের হয়ে প্রচারও করবে বলে জানিয়েছেন তিনি (Gorkhan Janmukti Morcha Support TMC) ৷ এ দিন রোশন গিরি জানান, জিটিএ নির্বাচনের আগে পাহাড়ের চারটি পৌরসভার নির্বাচন হওয়া দরকার ৷

এদিন রোশন গিরি বলেন, পৌরনিগমের 47 টি আসনে গোর্খা জনমুক্তি মোর্চা তৃণমূল প্রার্থীদের সমর্থন করবে (Bengal Civic Poll 2022) ৷ যদি তৃণমূল নেতৃত্ব চায় সে ক্ষেত্রে মোর্চা নেতারা তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার চালাবে ৷ তবে, পৌরনিগমের মূলত গোর্খা অধ্যুষিত এলাকাগুলিতে গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করবেন ৷ প্রসঙ্গত, শিলিগুড়ি পৌরনিগমের (Siliguri Municipality Election) 47 টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি গোর্খা ভোট রয়েছে 2, 3, 4, 41, 42, 43 ও 46 নং ওয়ার্ডে ।

শিলিগুড়ি পৌরনিগমে তৃণমূলকে সমর্থন গোর্খা জনমুক্তি মোর্চার

আরও পড়ুন : SMC Election 2022 : জনসংযোগ বাড়াতে নিজের নির্বাচনী ওয়ার্ডে বাড়ি ভাড়া নিলেন গৌতম দেব

ফলে ওই ওয়ার্ডগুলিতে যদি গোর্খা জনমুক্তি মোর্চা তৃণমূলের সমর্থন প্রচার করলে, ওয়ার্ডগুলিতে শাসকদলকে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করা হচ্ছে ৷ তিনি এ দিন আরও বলেন, ‘‘আমরা এই মুহূর্তে জিটিএ নির্বাচনের পক্ষে নই ৷ আমরা চাই পাহাড়ে চারটি পৌরসভার নির্বাচন আগে হোক ৷ পৌরসভা নির্বাচন না হলে মানুষ বুনিয়াদি সুবিধা থেকে বঞ্চিত হবেন ৷ তবে, জিটিএ নির্বাচন হওয়ার আগে পাহাড়ে রাজনৈতিক সমাধান হোক, তার পর জিটিএ নির্বাচন হোক ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.