Gold Smuggling in Siliguri: জুতোর সোলে সোনা পাচারের ছক বানচাল, গ্রেফতার 2

author img

By

Published : Sep 6, 2022, 8:20 AM IST

Gold Smuggling

জুতোর সোলে সোনা পাচারের ছক বানচাল ৷ দু'কোটি টাকার সোনা-সহ দুই জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব (Central Intelligence Revenue Department) বিভাগের আধিকারিকরা ৷

শিলিগুড়ি, 6 সেপ্টেম্বর: জুতোর সোলে সোনা পাচারের ছক বানচাল করে দিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ (Gold Smuggling Attempt Foiled) । গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার মাঝরাতে শিলিগুড়ি জংশন এলাকার সিকিম ন্যাশনালাইজ ট্রান্সপোর্টে (Sikkim Nationalize Transport) অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব বিভাগের আধিকারিকরা (Central Intelligence Revenue Department) ।

গোয়েন্দা বা পুলিশের চোখে ধুলো দিতে সোনা পাচারের নিত্য নতুন ছক কষে চলে পাচারকারীরা । কখনও বা বেল্টে, আবার কখনও গাড়ির সিটে করে পাচারের চেষ্টা টলে । আর এবার দু'কোটি টাকার সোনা-সহ দুই জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব বিভাগের আধিকারিকরা ৷ ধৃতরা হল তলামুথাঙ্গা ও ডাল সুয়ান খাই । দু'জনেই মায়ানমারের বাসিন্দা ।

সোনা পাচারের ছক বানচাল করল কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব বিভাগের আধিকারিকরা

জানা গিয়েছে, ইন্দো-মায়ানমারের মোরেহ সীমান্ত পার করে সোনা ভারতে প্রবেশ করে। সেখানে হাতবদল হয়ে এই দুই জনের কাছে পৌঁছয় সোনা। এরপর তারা সড়কপথে শিলিগুড়ি পৌঁছয় । শিলিগুড়ি থেকে সোনা নাগপুরে পাচার করার পরিকল্পনা ছিল । গোপন সূত্রে খবরের ভিত্তিতে দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই জুতোর সোলের ভেতর থেকে বেরিয়ে আসে 29টি সোনার বিস্কুট । প্রতিটি সোনার বিস্কুটের ওজন 166 গ্রাম । উদ্ধার হওয়া সোনার মোট ওজন 4 কিলো 814 গ্রাম । যার আনুমানিক বাজার মূল্য 2 কোটি 42 লক্ষ 99 হাজার 628 টাকা ।

আরও পড়ুন: সোনা পাচারকাণ্ডে অভিযুক্তদের আদালতে পেশ, চাবি না পেয়ে বাক্সের তালা ভাঙার নির্দেশ বিচারপতির

ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব বিভাগের আধিকারিকরা দুই অভিযুক্তকে গ্রেফতার করে । ধৃতদের রাতেই শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে জামিনের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক ।

প্রসঙ্গত, এরকমই এক অভিনব পদ্ধতিতে সোনা পাচারের ঘটনা ঘটেছিল গত বছর ৷ আয়নার ফ্রেমে ভরে কুয়েত থেকে সোনা পাচারের (Gold Smuggling) চেষ্টা হয়েছিল সেবার ৷ শুধু তাই নয়, লোহার হাতুড়ির ভেতরে সোনা নিয়েও পাচারের চেষ্টা হয়েছে অতীতে ৷ সেই সোনা আবার এসেছিল দুবাই থেকে ৷ উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য ছিল 66.34 লাখ টাকা ৷ ওই ঘটনাতেও 2 জনকে গ্রেফতার করা হয়েছিল ৷ এবার উদ্ধার হল 2 কোটি 42 লক্ষ 99 হাজার 628 টাকার সোনা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.