Toy Train Ride in Darjeeling: কমেছে চাহিদা, তিনটি টয়ট্রেনের জয়রাইড বাতিল করল ডিএইচআর

author img

By

Published : Jan 22, 2023, 8:33 PM IST

Toy Train

ছুটির মরশুম শেষের পাশাপাশি কমেছে জয়রাইডের চাহিদা (Toy Train Ride in Darjeeling) ৷ তাই তিনটি টয়ট্রেনের জয়রাইড বাতিল করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ৷ শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে রেলের তরফে ৷

তিনটি টয়ট্রেনের জয়রাইড বাতিল করল ডিএইচআর

দার্জিলিং, 22 জানুয়ারি: শেষ হতে চলেছে শীতের মরশুম । অনেকটাই কমেছে পাহাড়ে পর্যটকের সংখ্যা । আর তাই চাহিদা কমে আসায় শনিবার থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত টয়ট্রেনের তিনটি জয়রাইড বাতিল করে দিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর) । তার মধ্যে দু'টো স্টিম ও একটি ডিজেল ইঞ্জিনের জয়রাইড রয়েছে । শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয় ডিএইচআর কর্তৃপক্ষের তরফে (DHR cancels three toy train joyrides in Darjeeling) ।

উৎসবের মরশুমে দেশ-বিদেশের পর্যটকদের ভিড় এবার উপচে পড়েছিল শৈলরানিতে । পাহাড়ে এলে সকল পর্যটক একবার হলেও টয়ট্রেন চড়তে চান । তাই যারা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেনে চড়ার সুযোগ পান, তাদের হাতে থাকে জয়রাইডে চড়ার সুযোগ । দার্জিলিং থেকে ঘুম, ঘুম থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেনের জয়রাইড উপভোগ করা যায় । পর্যটকের সংখ্যার নিরিখে প্রথমে দু'টো চালু হলেও চাহিদা বাড়তে থাকায় জয়রাইডেরও সংখ্যা বাড়িয়ে দেয় ডিএইচআর ।

ক্রিসমাস-নতুন বছর, সবমিলিয়ে উৎসবের মরশুমে আটটি জয়রাইড চালাচ্ছিল ডিএইচআর । কিন্তু ঠান্ডা বাড়ার সঙ্গে উৎসবের মরশুম শেষ হতেই বাড়ি ফিরতে শুরু করেছে পর্যটকরা । তাই তিনটি জয়রাইড বাতিল করে দিচ্ছে ডিএইচআর । বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে , শনিবার থেকে স্টিম জয়রাইড ট্রেন নম্বর 52544 ও 52594-সহ ডিজেল জয়রাইড ট্রেন নম্বর 52590 বাতিল করা হল ৷ আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত ট্রেনগুলি বাতিল করা হয়েছে ।

এ বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "আবহাওয়া খারাপ থাকার কারণে ট্রেন চালাতে সমস্যা হচ্ছে । তাই আপাতত এই তিনটি টয়ট্রেন বাতিল করা হল । ডিএইচআর-এর ডিরেক্টর একে মিশ্র বলেন, "এখন আর অত চাহিদা নেই জয়রাইডের ৷ তাই তিনটি ট্রেন বাতিল করা হল ৷ আবার পর্যটক বাড়লে ফেব্রুয়ারি থেকে পুনরায় সব টয়ট্রেন চালু হবে ৷"

আরও পড়ুন: টয়ট্রেনে বাড়তি জয়রাইড, চালু ইভনিং স্পেশাল ! উৎসবের জন্য তৈরি দার্জিলিং

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.