Nisith Pramanik : ত্রিপুরায় তৃণমূলের অস্বিত্ব নেই, ওখানে গিয়ে নাটক করছে ; আক্রমণ নিশীথের

author img

By

Published : Sep 10, 2021, 7:25 AM IST

Updated : Sep 10, 2021, 9:58 AM IST

বিমানবন্দরে নিশীথ প্রামাণিক

ভবানীপুরে উপনির্বাচন, আর মুর্শিদাবাদের দুটি কেন্দ্রে নির্বাচন ঘিরে রাজ্য রাজনীতি সরগরম ৷ কিন্তু এর জন্য বিজেপি পুরোপুরি তৈরি বলে জানালেন আত্মবিশ্বাসী নিশীথ প্রামাণিক ৷ আর ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই, সেখানে গিয়ে নাটক করছে তারা, কটাক্ষ বিজেপি নেতার ৷

শিলিগুড়ি, 10 সেপ্টেম্বর : "বিধানসভা উপনির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বিজেপি", বললেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ বৃহস্পতিবার দিল্লি থেকে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর পর উপনির্বাচন নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন দেশের কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা । রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গে তিনি পাল্টা সাংবাদিকদের প্রশ্ন করেন, "আপনাদের কাছ থেকে বারে বারে এই প্রশ্ন আসছে কেন ? তার মানে এমন কোনও ঘটনা ঘটছে বা গণতান্ত্রিক ব্যবস্থা যে ভাবে পশ্চিমবাংলায় থাকা উচিত, তেমন নেই ৷"

অন্যদিকে, তিনি জোর দিয়ে জানান যে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই ৷ তিনি বলেন, "আমার মনে হয়, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের কাছে জবাব দেওয়ার মতো কোনও ভাষা নেই ৷ যে ভাবে ভোট-পরবর্তী হিংসা হয়েছে, তার উত্তর নেই ৷ এই কারণে বার বার ত্রিপুরায় গিয়ে নাটকীয় ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে ৷" ভোট-পরবর্তী হিংসার ঘটনায় বারংবার তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল উঠছে বলে দাবি করেন তিনি ৷ এর জবাব দিতেই ত্রিপুরায় যাচ্ছে তৃণমূল কংগ্রেস, জানালেন বিজেপি নেতা নিশীথ প্রামাণিক ৷

শিলিগুড়িতে সাংবাদিকদের জানালেন বাংলার উপনির্বাচন, নির্বাচন নিয়ে সম্পূর্ণ প্রস্তুত বিজেপি

আরও পড়ুন : Srijeeb Biswas: ভবানীপুরের মানুষকে নিজের স্বার্থরক্ষায় ব্যবহার করেন মুখ্যমন্ত্রী, একান্তে বামপ্রার্থী শ্রীজীব বিশ্বাস

ত্রিপুরার সিপিএম কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ৷ এই ঘটনায় বিজেপির হাত আছে বলে অভিযোগ উঠেছে ৷ এই অভিযোগ নস্যাৎ করে তিনি বলেন, "অভিযোগ যে কেউ করতে পারে ৷ কিন্তু বাস্তব ঘটনা কী, সেটা দেখতে হবে ৷ বামেরা যা অভিযোগ করছে ত্রিপুরা নিয়ে, তা সত্যি নয়। আমরা ভাঙচুরের রাজনীতিতে বিশ্বাসী নই ।"

পশ্চিমবঙ্গে একটি কেন্দ্রে উপনির্বাচন আর মুর্শিদাবাদের দু'টি কেন্দ্রে নির্বাচনের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ সকলের নজর ভবানীপুর ৷ সেখানে উপনির্বাচনে প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই কেন্দ্র থেকে আগেও জিতেছেন তিনি ৷ তৃণমূলের শক্তিশালী ঘাঁটি হিসেবেই পরিচিত ভবানীপুর ৷ সেই উপনির্বাচন, নির্বাচন নিয়ে নিশীথ প্রামাণিক বলেন, "আমরা লড়াই করার জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত ৷" "কাউকে ছোট করছি না" বলে উল্লেখ করে তিনি জানান, বাংলায় ভোট-পরবর্তী হিংসার ঘটনায় সাধারণ মানুষ দেখেছে যে বাংলায় কী ভাবে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করা হয়েছে ৷ তাঁর বিশ্বাস, "এই গণতন্ত্রকে যারা বিপন্ন করেছে, সাধারণ মানুষ তাদের বিপক্ষে এবং গণতন্ত্রের পক্ষে রায় দেবে ৷ সাধারণ মানুষ গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করবে ৷" তাই বিজেপির জয় নিশ্চিত বলে জানান তিনি ৷

Last Updated :Sep 10, 2021, 9:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.