SMC Election 2022 : শংকর ঘোষকে সামনে রেখে শিলিগুড়ি দখলের স্বপ্ন বিজেপির

author img

By

Published : Dec 30, 2021, 6:57 AM IST

Updated : Dec 30, 2021, 8:25 AM IST

SMC Election 2022

গতকাল শিলিগুড়ি পৌরনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি ৷ গেরুয়া শিবির শিলিগুড়ি পৌরনিগম দখল করলে কে হবেন মেয়র ? উঠে আসছে একদা অশোক ভট্টাচার্যের সঙ্গী তথা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নাম (BJP MLA Shankar Ghosh may be mayor if BJP wins SMC Election 2022) ৷

শিলিগুড়ি, 30 ডিসেম্বর : শিলিগুড়ি পৌর নির্বাচনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করল গেরুয়া শিবির । বুধবার রাতে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে আসন্ন নির্বাচনের প্রার্থী তালিকা জানানো হয় । উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা, রাজ্য বিজেপির সহ-সভাপতি রথীন্দ্র বোস, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় এবং ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু (BJP MLA Shankar Ghosh may be mayor if BJP wins SMC Election 2022) ।

প্রার্থী তালিকায় স্পষ্ট, উত্তরবঙ্গের এই শহরের পৌর নির্বাচনে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষকেই মেয়র প্রজেক্ট করে পৌরনিগম দখল করতে চাইছে বিজেপি । এবারও নিজের 24 নম্বর ওয়ার্ড থেকেই বিজেপি প্রার্থী হচ্ছেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ । পাশাপাশি শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রাজু সাহা 15 নম্বর ওয়ার্ড-সহ দলীয় একাধিক নেতৃত্বকে এবারের বিজেপির প্রার্থী তালিকায় জায়গা দেওয়া হয়েছে । 47 জনের মধ্যে মোট 19 জন মহিলাকে প্রার্থী করা হয়েছে ।

বাইশের 22 জানুয়ারি শিলিগুড়ি পৌর নির্বাচন, শিলিগুড়িতে ফিরবে বিজেপি, আত্মবিশ্বাসী রাজু বিস্তা, শংকর ঘোষ

আরও পড়ুন : SMC Election 2022 : শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, টিকিট না পেয়ে ক্ষোভ কর্মীর

তবে শিলিগুড়ি বিধানসভা নির্বাচনের মতো শিলিগুড়ি পৌর নির্বাচনেও গুরু-শিষ্যের লড়াই । একদিকে শিলিগুড়ি পৌর নির্বাচনে 6 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন মেয়র তথা বাম বিধায়ক অশোক ভট্টাচার্য, অন্যদিকে 24 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন শিলিগুড়ির বর্তমান বিজেপি বিধায়ক ৷ যিনি একসময় অশোক ভট্টাচার্যের ছায়াসঙ্গী ছিলেন ৷ গুরু-শিষ্যের লড়াই এখন শিলিগুড়ি পৌর নির্বাচনের মূল আকর্ষণের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে ৷

সাংসদ রাজু বিস্তা বলেন, "গত পাঁচ বছর ধরে তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্ট একে অপরের বিরুদ্ধে দোষারোপ করে সময় কাটিয়ে দিয়েছে । ফলে শিলিগুড়ির কোনও উন্নয়ন হয়নি । কিন্তু এবার শিলিগুড়ির মানুষ এই পৌরনিগমের পরিবর্তন চাইছে । আমরা আশাবাদী, এবার শিলিগুড়ি মানুষ বিধানসভা নির্বাচনের মতো শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনেও বিজেপিকে দু'হাত ভরে আশীর্বাদ করবে ।"

আরও পড়ুন : Bengal Civic Poll 2022 : শিলিগুড়িতে 35 আসনে প্রার্থী ঘোষণা বামেদের, তালিকায় নতুন মুখ 27

বিধায়ক শংকর ঘোষ বলেন, "আমি দলের কাছে কৃতজ্ঞ, আমাকে ফের শিলিগুড়ি পৌর নির্বাচনে প্রার্থী করা হয়েছে ৷ মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি । মেয়র কে হবে সেটা ঠিক করবে শীর্ষ নেতৃত্ব ৷ কিন্তু আমি মানুষের জন্য কাজ করব ।"

অন্যদিকে এদিনের সাংবাদিক বৈঠকেই দু'বারের প্রাক্তন সিপিএম কাউন্সিলর শালিনী ডালমিয়া বিজেপিতে যোগদান করেন (Shalini Dalmia joins BJP in Siliguri) । শুধু তাই নয়, তাঁকে এবারের নির্বাচনে 4 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করছে বিজেপি ।

Last Updated :Dec 30, 2021, 8:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.