BGSP Criticise State and Center : জিটিএ নির্বাচন অগণতান্ত্রিক, পাহাড় সমস্যার সমাধান ইস্যুতে অমিত শাহকে হুঁশিয়ারি

author img

By

Published : May 11, 2022, 4:42 PM IST

BGSP Leader SP Sharma Criticise State and Center Over Hill Issues

রাজ্যের জিটিএ নির্বাচন ঘোষণা নিয়ে সরব ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের সভাপতি এসপি শর্মা (BGSP Leader SP Sharma Criticise State Government Over GTA Election) ৷ রাজ্যের জিটিএ নির্বাচন অগণতান্ত্রিক বলে দাবি করলেন তিনি ৷ পাশাপাশি, পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান ইস্যুতে অমিত শাহকে হুঁশিয়ারি দিতেও শোনা গেল তাঁকে (BGSP Leader SP Sharma Criticise Center Over Permanent Political Solution) ৷

শিলিগুড়ি, 11 মে : একদিকে জিটিএ নির্বাচন ও অন্যদিকে পাহাড়ের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান ৷ দুই ইস্যুতে কেন্দ্র ও রাজ্য দু’পক্ষকেই নিশানা করলেন রাজনীতির ময়দানে নবাগত ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের সভাপতি এসপি শর্মা ৷ তাঁর দাবি, রাজ্য সরকারের জিটিএ নির্বাচন ঘোষণা করা অগণতান্ত্রিক (BGSP Leader SP Sharma Criticise State Government Over GTA Election) ৷ অন্যদিকে, পাহাড়ের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের নামে পাহাড়বাসীর সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকার প্রতারণা করছে বলেও নিশানা করেন তিনি ৷

এ দিন শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন এসপি শর্মা ৷ কেন্দ্র ও রাজ্যকে একহাত নেওয়ার পাশাপাশি পাহাড় সমস্যা নিয়ে অমিত শাহকে হুঁশিয়ারিও দিয়ে রাখলেন তিনি ৷ জানালেন, আগামী 15 জুনের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দার্জিলিংয়ের সাংসদকে প্রতিশ্রুতি মতো পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য পদক্ষেপ নিতে হবে (BGSP Leader SP Sharma Criticise Center Over Permanent Political Solution) ৷ আর তা না-করলে তাঁদের কুশপুতুলে জুতোর মালা পরিয়ে পাহাড়ে ঘোরাবে ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ (Bharatiya Gorkha Suraksha Parishad) ৷

সম্প্র‍তি জুন মাসের তৃতীয় সপ্তাহে জিটিএ নির্বাচন (GTA Election) করা যেতে পারে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার ৷ রাজ্য নির্বাচন কমিশনকে সে কথা জানানো হয়েছে নবান্নের তরফে ৷ তার পর থেকেই দ্বিধাবিভক্ত পাহাড়ের রাজনৈতিক দলগুলি ৷ এ দিকে, স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিতে 2021 সালের 1 অগস্ট অনশনে বসেছিলেন এসপি শর্মা ৷ তখন তিনি অখিল ভারতীয় গোর্খা লিগের সভাপতি ছিলেন ৷ কিন্তু, চলতি বছরের এপ্রিল মাসে নতুন রাজনৈতিক দল তৈরি করেন এসপি শর্মা ৷ নাম দেন ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ ৷

আরও পড়ুন : Darjeeling political parties on GTA Election: জুনেই জিটিএ নির্বাচনের প্রস্তাব রাজ্যের, দ্বিধাবিভক্ত পাহাড়ের রাজনৈতিক দলগুলি

অমিত শাহর উত্তরবঙ্গ সফর চলাকালীন পাহাড় ও শিলিগুড়ি জুড়ে তাঁর বিরুদ্ধে পোস্টার লাগিয়েছিল ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ ৷ কিন্তু, তার পরেও পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে সেরকম কোন সদুত্তর পাননি এসপি শর্মারা ৷ যার জেরে এ বার আন্দোলন আরও তীব্র করার উদ্যোগ নিয়েছে ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ ৷

জিটিএ নির্বাচন নিয়ে রাজ্যকে নিশানা এসপি শর্মার

এসপি শর্মা এ দিন বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থায়ী রাজনৈতিক সমাধানের উদ্যোগ নেবেন ৷ কিন্তু, তা না করে উলটে জিটিএ নির্বাচন করতে চলেছেন ৷ এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক ৷ জিটিএ তৈরি করার পর পাহাড়ে কিছু নেতার সমস্যার সমাধান হয়েছে ৷ কিছু নেতার লাভ হয়েছে ৷ কিছু নেতার বিরুদ্ধে থাকা কিছু মামলা বন্ধ হয়েছে ৷ কিন্তু, পাহাড়বাসীর কোনও লাভ হয়নি ৷ অনেক পাহাড়বাসীর বিরুদ্ধে এখনও মামলা চলছে ৷ বিদ্যুতের বিল মুকব হয়নি ৷’’

আরও পড়ুন : Amit Shah on North Bengal : উত্তরবঙ্গের সঙ্গে বঞ্চনা করছেন মমতা, শিলিগুড়িতে বললেন অমিত শাহ

পাশাপাশি কেন্দ্রের সমালোচনা করে বলেন, ‘‘অমিত শাহ জানিয়েছেন এখনও তারা পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান খুঁজছেন ৷ 2009 সাল থেকে একই সমাধান খুঁজে চলেছেন ৷ কিন্তু, এখনও পাননি ৷ আমরা অনেক অপেক্ষা করেছি ৷ আর অপেক্ষা করব না ৷ 15 জুনের মধ্যে কেন্দ্র সরকার পদক্ষেপ না করলে, আমরা ১৬ জুন সাংসদ রাজু বিস্তা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুলে জুতোর মালা পরিয়ে সারা পাহাড়ে বিক্ষোভ মিছিল বের করব ৷ কালিম্পং থেকে শুরু হবে ৷ তার পর দার্জিলিং, কার্শিয়াং, মিরিকেও একইভাবে বের করা হবে কুশপুতুল নিয়ে মিছিল ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.