BPGM : পাহাড়ে অনিত থাপার নতুন দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার আত্মপ্রকাশ

author img

By

Published : Sep 9, 2021, 6:44 PM IST

anit thapa announced his party bgpm in darjeeling

অনিত থাপার নতুন রাজনৈতিক দলের নাম ‘ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা’ বা ‘বিজিপিএম’ । বৃহস্পতিবার দার্জিলিংয়ের জিমখানায় মহাসমারোহে পাহাড়ের ওই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে ।

দার্জিলিং, 9 সেপ্টেম্বর : ইটিভি ভারতের খবরেই সিলমোহর । অনিত থাপার নতুন রাজনৈতিক দলের নাম ‘ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা’ বা ‘বিজিপিএম’ । বৃহস্পতিবার দার্জিলিংয়ের জিমখানায় মহাসমারোহে পাহাড়ের ওই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে । নতুন রাজনৈতিক দল বিজিপিএমের সূচনা করেন অনিত থাপা ও দলের নতুন কেন্দ্রীয় কমিটি ।

এদিন অনিত থাপার ‘ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা’-র সূচনাকে কেন্দ্র করে সাজোসাজো রব ছিল পাহাড়জুড়ে । দার্জিলিংয়ে মূল অনুষ্ঠানের আয়োজন হলেও পাহাড়ের ম্যাল, মিরিক, কার্শিয়াংয়ে জায়ান্ট স্ক্রিনে অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা ছিল । নতুন রাজনৈতিক দলের মধ্যে দিয়ে পাহাড়ে এক নয়া সমীকরণের সূচনা হল ।

আরও পড়ুন : Ajoy Edwards: বিধায়ক নীরজ জিম্বাকে 'কিম জং' বলে কটাক্ষ অজয় এডওয়ার্ডের

দলের নতুন সভাপতি করা হয়েছে অমর লামাকে । আর অনিত থাপা থাকছেন সাধারণ সম্পাদক । এছাড়াও অলোক কান্তমণি থুলুং, কেশব রাজ পোখরেল, শিরিং দাহালরা ঠাঁই পেয়েছেন কেন্দ্রীয় কমিটির মূল কার্যকরী কমিটিতে । মোট 60 জনের কেন্দ্রীয় কমিটি এদিন ঘোষণা করা হয় ।

নতুন রাজনৈতিক দলের পাশাপাশি এদিন দলের নতুন পতাকা ও প্রতীকও প্রকাশ করা হয় । পতাকার রং উপরে হলুদ, মাঝখানে ধূসর এবং নীচে রুবি লাল রাখা হয়েছে । প্রতীকে রয়েছে হিমালয়ের চূড়ায় উদীয়মান সূর্য, পাহাড়ের গা বেয়ে বয়ে যাওয়া একটি নীল নদ, একটি চা-পাতা, একটি বন এবং নীচে দু’টি কুকুরি ।

আরও পড়ুন : Anit Thapa : মোর্চা থেকে পদত্যাগ অনিত থাপার, নতুন দল সম্ভবত ‘গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা’

পতাকার প্রতীকী অর্থ হিসেবে বলা হয়েছে, শীর্ষে হলুদ রংয়ের অর্থ বিশুদ্ধতা, ত্যাগ, মানবতা, শুভ এবং সহনশীলতার প্রতীক । মাঝখানে ধূসর রং নিরপেক্ষতা, বুদ্ধি, নমনীয়তা এবং ধৈর্য্যর প্রতীক । নীচে রুবি লাল রং অর্থাৎ সাহসিকতা, স্বাধীনতা এবং সামাজিক পরিবর্তনের প্রতীক ।

এদিনের অনুষ্ঠানে মঞ্চে দেখা গিয়েছে এক ঝাঁক রাজনৈতিক নেতা, সমাজসেবী, প্রাক্তন আমলা-সহ বিশিষ্ট ব্যক্তিদের । নতুন রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় জর্জ বাজার, হিলকার্ট রোডে রয়েছে । এখন থেকে ওই কার্যালয়েই বসবেন অনিত থাপা । নতুন দলের আত্মপ্রকাশের পাশাপাশি এদিন দলের সংবিধান সম্পর্কেও দলীয় নেতা, কর্মী ও সমর্থকদের অবগত করা হয় ।

আরও পড়ুন : Toy Train : প্রায় দেড় বছর পর চালু শিলিগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা

প্রসঙ্গত, 2017 সালে পৃথক রাজ্যের দাবিতে সশস্ত্র আন্দোলনের ফলে গা ঢাকা দেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং ও সেকেন্ড ইন কমান্ড রোশন গিরি । পাহাড়ের রাশ চলে যায় অনিত থাপা ও বিনয় তামাংয়ের হাতে । প্রথমে বিনয় তামাংকে এবং পরে অনিত থাপাকে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান করে রাজ্য সরকার । কিন্তু তাঁরা খুব একটা সুবিধা করে উঠতে পারেননি ।

এরই মাঝে বিমল গুরুংয়ের প্রত্যাবর্তন । তিনিও অবশ্য পাহাড়ে ফিরে ক্ষমতায় ফেরার কথা জানালেও পরাজয়ের মুখ দেখেন । প্রথমে বিধানসভা উপনির্বাচন এবং তারপর লোকসভা ও বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হয় দুই মোর্চাই । পরাজয়ের পর নিজেকে মোর্চা থেকে গুটিয়ে নেন বিনয় তামাং । দলকে অস্বস্তিতে ফেলে দলীয় পতাকা ও প্রতীক ফেরত দিয়ে দেন বিমল গুরুংকে ।

আরও পড়ুন : Akhil Bharatiya Gorkha League : বিজেপি সাংসদ রাজু বিস্তারের কুশপুতুলে জুতোর মালা পরিয়ে পাহাড় ঘোরালো এবিজিএল

এতে আইনি জটিলতা শুরু হওয়ায় নতুন দল গঠনের পথই বেছে নেন অনিত থাপা । সেইমতো এদিন পাহাড়ে নতুন দল গঠনের সঙ্গে সঙ্গে নয়া সমীকরণ শুরু হল । সামনে পঞ্চায়েত, পুরসভা ও জিটিএ নির্বাচন রয়েছে । সেগুলোতে অনিত থাপার নতুন রাজনৈতিক দল কী ভূমিকা পালন করবে এখন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিকমহল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.