South Dinajpur : স্বাধীনতার 3দিন পর ভারতে অন্তর্ভুক্তি, 18 অগস্ট স্বাধীনতা দিবস পালন বালুরঘাটবাসীর

author img

By

Published : Aug 19, 2021, 8:26 AM IST

People of Balurghat celebrate Independence Day on 18th August in South Dinajpur

18 অগস্ট স্বাধীনতা দিবস পালিত হল বালুরঘাটে ৷ দ্বিজাতির তত্ত্বের কারণে, গোটা ভারতের থেকে তিনদিন পর স্বাধীনতা পেয়েছিল বালুরঘাট ৷ ওইদিন ভারতের সঙ্গে যুক্ত হয় তৎকালীন পশ্চিম দিনাজপুর ৷ অর্থাৎ, আজকের দক্ষিণ দিনাজপুর ৷

বালুরঘাট, 19 অগস্ট : 15 অগস্ট ভারতের স্বাধীনতা দিবস হলেও, 1947 সালের 18 অগস্ট স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন বালুরঘাটবাসী ৷ ভারত স্বাধীন হওয়ার তিন দিন পর অর্থাৎ, 18 অগস্ট দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাট স্বাধীন হয়েছিল । সীমান্ত কমিশনের সিদ্ধান্তের পর, 18 অগস্ট সরকারিভাবে বালুরঘাটকে ভারতের অন্তর্ভুক্ত করা হয় । প্রত্যেক বছর এই দিনটি সাড়ম্বরে উদযাপন করে বালুরঘাটবাসী । এ বছরও সাড়ম্বরে পালিত হল এই দিনটি ৷

পাশাপাশি, অন্যান্যবারের মতো, এ বছরেও জেলা বিজেপির পক্ষ থেকে বালুরঘাট হাইস্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে দিনটি উদযাপন করা হয় ৷ এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী, বিজেপির জেলা সভাপতি বিনয় কুমার বর্মন, প্রাক্তন সভাপতি শুভেন্দু সরকার, সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য নেতারা ৷ এ দিন বিকেলে এই প্রথম হিন্দু সংহতির তরফে দিনটি সাড়ম্বরে উদযাপন করা হয় বালুরঘাট হাইস্কুল মাঠে ৷

আরও পড়ুন : বালুরঘাটের জল সমস্যা মেটাতে একাধিক পদক্ষেপ মন্ত্রী সাবিনার

বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন জানান, 1947 সালের 15 অগস্ট দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমাদের দেশ স্বাধীন হয় ৷ কিন্তু, তৎকালীন পশ্চিম দিনাজপুর, বর্তমানের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও মালদার কিছু অংশ তখনও পূর্ব পাকিস্তানে থাকবে না ভারতে থাকবে সেটা ঠিক হয়নি ৷ 18 অগস্ট পশ্চিম দিনাজপুর, মালদা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয় ৷ বালুরঘাটবাসী তথা দক্ষিণ দিনাজপুরবাসী স্বাধীনতার স্বাদ পায় তিনদিন পর ৷ সেই কারণে প্রতিবছর আমরা এখানে 18 অগস্ট জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.