Teachers Arrest চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার পার্শ্বশিক্ষক দম্পতি

author img

By

Published : Aug 24, 2022, 10:31 PM IST

Teachers Arrest

প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার নাম করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল এক পার্শ্বশিক্ষক ও তার স্ত্রীর বিরুদ্ধে (Para Teacher Arrested for Fraud Case)। পুলিশ তাদের গ্রেফতার করেছে ৷

কুশমণ্ডি, 24 অগস্ট: কুশমণ্ডি ব্লকে সরলা এলাকায় চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ উঠল সরলা ভুপেন্দ্রনাথ সরকারি উচ্চ বিদ্যালয়ে পার্শ্বশিক্ষক দীপক দাসের বিরুদ্ধে (Para Teacher Arrested for Fraud Case)। কুশমণ্ডি ব্লকে সরলা এলাকার বেশ কয়েকজনকে অঙ্গনওয়াড়ির ভুয়ো নিয়োগপত্র এবং গ্ৰুপ ডি চাকরির ভুয়ো নিয়োগপত্র দেওয়ার নাম করে 9 লক্ষ 60 হাজার টাকা তোলে বলে অভিযোগ ৷ এই টাকা অ্যাকাউন্টের মাধ্যমে যেত সরলা স্কুলের শিক্ষক দীপক দাসের কাছে ৷ এছাড়াও নির্মল রায় দীপক সরকার, ইয়েস রায়কে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে টাকা দিত গ্ৰামবাসীরা ৷ মঙ্গলবার রাতে কুশমণ্ডি থানায় লিখিত অভিযোগে করে গ্রামবাসীরা ৷ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ । বুধবার বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতে দু'জনকেই তোলা হয় । পুরো বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কুশমণ্ডি থানার পুলিশ ।

নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে যেতেই আর অভিযুক্তদের ওপর আর ভরসা রাখতে পারছেন না চাকরিপ্রার্থীরা । এই ঘটনার পর কুশমণ্ডি থানায় অভিযোগ করলে পুলিশ শিক্ষক-সহ তার স্ত্রীকে গ্রেফতার করেছে । চাকরিপ্রার্থীদের দাবি, চাকরি নয়, ফেরত চাই টাকা । অভিযোগ, বছর চারেক আগে প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার নাম করে একাধিক চাকরিপ্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন স্থানীয় এক শিক্ষিকার স্বামী । টাকা দিয়েও চাকরি না পেয়ে একাধিকবার চাকরিপ্রার্থীরা তার বাড়িতে এসে টাকার দাবি করলেও প্রতিবারই চাকরি হয়ে যাবে বলে প্রতিশ্রুতি মিলেছে । রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল হেফাজতে যেতেই ভরসা হারাতে শুরু করেছেন চাকুরিপ্রার্থীরা । তাই এবারে প্রকৃত শংসাপত্র ও টাকা ফেরতের দাবি নিয়ে এদিন সরলা স্কুলে হাজির হয় চাকরিপ্রার্থীরা ।

আরও পড়ুন : এবার পার্থর থেকে কোনও লেভি না নেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল

রাজেশ সরকার নামে এক চাকরিপ্রার্থী জানান, চাকরি দেবার নাম করে 2 বছর আগে উঠল সরলা ভুপেন্দ্রনাথ সরকার উচ্চ বিদ্যালয়ের পার্শ্বশিক্ষক দীপক দাস গ্রুপ ডি চাকরির জন্য 2 লক্ষ টাকা নেয় । গত 2 বছর থেকে আমাকে বিনা কারণে অনেকবার ঘুরিয়েছে । আমাকে ভুয়ো নিয়োগপত্র দেয় এবং বলে এ মাসের 24 তারিখ জয়েন করবার জন্য, কিন্তু সেই তারিখ পার হয়ে গেলেও কোনও প্রকার যোগাযোগ না করায় আমি বুঝতে পারি আমার সঙ্গে প্রতারণা করেছে ওই শিক্ষক। আমরা শিক্ষকের কঠোর শাস্তি চাই ।

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ

এই বিষয়ে আরও এক বাসিন্দা পার্থ নাথ সরকার জানান, সরলা ভুপেন্দ্রনাথ সরকার উচ্চ বিদ্যালয়ের পাশে আমাদের বাড়ি । এলাকার তিনজনের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে প্রথম অবস্থায় 1 লক্ষ টাকা এবং বিভিন্ন সময় তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে বিভিন্ন সময় যা বলেছিল তাই পাঠিয়েছি । স্কুলের পাশের এলাকার লোকজন টাকা দেওয়ায় বিভিন্ন সমস্যায় পড়েছিল । গ্রামের বাসিন্দাদের দাবি, তাদের সমস্ত টাকা ফেরত দেওয়া হোক, প্রথম অবস্থায় আমাদের ভুয়ো জয়েনিং লেটার দেয় এবং তাদের গ্রামের কাউকে দেখাতে বারন করেছিল । আমাদের কাজ না হওয়ায় লোকজন বলে সমস্ত কাগজপত্র তাদের ভুয়ো দিয়েছে । আমরা চাই শিক্ষক-সহ তার স্ত্রীর কঠোর শাস্তি হোক ।

আরও পড়ুন : পার্থর নিরাপত্তারক্ষীর আত্মীয়দের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ হাইকোর্টের

এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দিপাঞ্জন ভট্টাচার্য জানান, কুশমণ্ডি ব্লকের একটি স্কুলের শিক্ষক দম্পতিকে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় এবং বুধবার বুনিয়াদপুর মহকুমা আদালতে পাঠানো হলে 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত 5 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.