Eklavya Model Residential School: জেলা ও রাজ্যের মধ্যে সেরা স্কুল হিসাবে মর্যাদা দেওয়ার লক্ষ্যে অবিচল একলব্য মডেল স্কুল

author img

By

Published : Jul 15, 2022, 9:50 PM IST

Eklavya Model Residential School

বংশীহারী একলব্য মডেল আবাসিক স্কুল পরিদর্শন করলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক। জেলা ও রাজ্যের মধ্যে সেরা মডেল আবাসিক স্কুলের মর্যাদা দেবার লক্ষে এগিয়ে চলছে বংশীহারীর একলব্য মডেল আবাসিক স্কুল (Eklavya Model Residential School in South Dinajpur)। শুক্রবার স্কুল পরিদর্শনে এসে এমনটাই বললেন দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণ।

বংশীহারী, 15 জুলাই: বংশীহারী ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের কুয়ারসই গ্রামে 2013 সাল থেকে একলব্য মডেল আবাসিক স্কুলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চলছে পঠন-পাঠন (Eklavya Model Residential School in South Dinajpur)। এরমধ্যেই জেলার একটা বড় পরিসরে এই স্কুল যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। এদিন স্কুলটি পরিদর্শন করেন জেলাশাসক বিজিন কৃষ্ণ ৷

একলব্য মডেল আবাসিক স্কুলের ছাত্র-ছাত্রীরা এই ইংরেজি মাধ্যম স্কুলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে হস্টেলে থেকে পড়াশোনা করছে। এদিন জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকদের নিয়ে স্কুলটি পরিদর্শন করেন জেলাশাসক।

স্কুলের পঠন-পাঠন, ক্লাসরুম, ছাত্র ও ছাত্রীদের হস্টেল, সুপারের কোয়াটার, ল্যাব রুম, সিসি ক্যামেরা কন্ট্রোল রুম, টয়লেট, টিচার্স কমানো রুম, হস্টেলের কিচেন, ডাইনিং, খাবার মেনু চাট, ফাস্ট এইড রুম, লাইব্রেরী, কম্পিউটার ল্যাব, বিশুদ্ধ পানীয় জলের মেশিন পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন করেন। এছাড়াও নতুন বিল্ডিং এর কাজকর্ম খতিয়ে দেখেন। পুরনো বিল্ডিংয়ের যেসব মেঝে বা টয়লেটের প্লাস্টার উঠে গিয়েছে সেগুলিও দেখেন।

বংশীহারী একলব্য মডেল আবাসিক স্কুল পরিদর্শন করলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক

আরও পড়ুন : স্কুলের বেহাল দশার অভিযোগ পেয়ে হানা অগ্নিমিত্রার

ছাত্র-ছাত্রীদের হস্টেল সরোজমিনে খতিয়ে দেখেন। ছাত্র ও ছাত্রীদের হস্টেলের মাঝে গ্রিল দিয়ে আলাদা করার নির্দেশ দেন। এছাড়াও ছাত্র-ছাত্রীদের স্কুল ইউনিফর্মের বিষয়ে স্কুলকে সজাগ হতে বলেন। এর পাশাপাশি হস্টেল সুপারের কাছ থেকে কোনও সমস্যা থাকলে তা জানতে চান। এমনকী জেলাশাসক স্কুলের প্রধানকে খুঁটিনাটি সমস্যা যেখানে রয়েছে তার একটা লিস্ট তৈরি করতে বলেন। দ্রুত সেগুলি পর্যবেক্ষণ করে সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন স্কুল কর্তৃপক্ষকে। এদিনের স্কুল পরিদর্শনে জেলাশাসকের সঙ্গে ছিলেন, গঙ্গারামপুর মহকুমা শাসক পি, প্রমথ। জয়েন্ট বিডিও অরিত্র দোলুই। বংশীহারী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গণেশ প্রসাদ-সহ জেলা ও মহকুমার অন্যান্য আধিকারিকগণ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.