বংশীহারীতে বাড়ছে ড্রাগন ফল চাষ ; লিভারে উপকারী, বলছেন চিকিৎসকরা

author img

By

Published : Feb 9, 2020, 11:23 PM IST

dragon

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ডোহুয়া কুড়ি এলাকার প্রাক্তন এক সেনা কর্মী আবদুল মনিম মিয়া এই ড্রাগন ফলের চাষ প্রথম শুরু করেন । ড্রাগন ফল রাজ্যের বিভিন্ন জায়গায় যাচ্ছে । যদিও বাজারে ফলের চাহিদা অনেক তবে পরিমাণ মতো যোগান দিতে পারছেন না । বংশীহারী ব্লক থেকে NRGS- এর মাধ্যমে বিভিন্ন স্কিম তৈরি করে এই ফল চাষ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে ।

বংশীহারী, 9 ফেব্রুয়ারি : ড্রাগন ফলের চাষ নিয়ে আগ্রহ বাড়ছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে এবং চাষ করে চাষিরা লাভবান হচ্ছেন । দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ডোহুয়া কুড়ি এলাকার প্রাক্তন এক সেনাকর্মী আব্দুল মনিম মিয়া এই ড্রাগন ফলের চাষ প্রথম শুরু করেন । 2010 সালে একটি কর্মসংস্থান কাগজ দেখে প্রাক্তন সেনা কর্মী এই ফল চাষ করার জন্য উদ্যোগী হন । আবদুল মনিম মিয়া নদিয়ার রানাঘাট থেকে ড্রাগন ফলের চারা নিয়ে আসেন । এরপর থেকে মনিম মিয়া প্রচুর ডাগন ফল চাষ করেন এবং প্রচুর টাকা উপার্জন করছেন ।

এই ড্রাগন ফল রাজ্যের বিভিন্ন জায়গায় যাচ্ছে । যদিও বাজারে ফলের চাহিদা অনেক তবে পরিমাণ মতো যোগান দিতে পারছেন না । বংশীহারী ব্লক থেকে NRGS- এর মাধ্যমে বিভিন্ন স্কিম তৈরি করে এই ফল চাষ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে । পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের দ্বারা মানুষের মধ্যে কীভাবে এই চাষ বাড়ানো যায় তা চেষ্টা করা হচ্ছে । রশিদপুর হাসপাতালের চিকিৎসকরা লিভার এবং শরীর সুস্থ রাখতে এই ফল খাওয়ার পরামর্শ দিচ্ছেন । ড্রাগন ফলে অনেক অ্যান্টি অক্সিডেন্ট আছে যা লিভার ভাল রাখে । বিভিন্ন দূষিত পদার্থ শরীর থেকে বের করে দেয় এই ড্রাগন ফল ।

abdul
আবদুল মনিম মিয়া এই ড্রাগন ফলের চাষ প্রথম শুরু করেন

এই বিষয়ে প্রাক্তন সেনাকর্মী আবদুল মুনিম মিয়া জানান, 2012 সালে কর্মসংস্থান পেপারে একটা বিজ্ঞাপন দেখি । সেই বিজ্ঞাপন দেখে আমি চাষ শুরু করি । 2012 সালে এই কাজ প্রথম করলেও 2014 সালে গাছে ফল আসে । রানাঘাটে গিয়ে ট্রেনিং নিয়ে এবং ওইখান থেকে গাছটি নিয়ে এসে তারপর কাজ শুরু করি । এই ড্রাগন ফল সমস্ত রোগী খেতে পারেন । ডায়াবিটিস, কলেস্ট্রল, উচ্চ রক্তচাপ, ডেঙ্গি সহ বিভিন্ন রোগের জন্য ড্রাগন ফল খুবই উপকারী ।

কীভাবে হচ্ছে ড্রাগন ফল চাষ ?

বংশীহারী ব্লকের NRGS প্রকল্পের প্রজেক্ট অফিসার আমিনুল ইসলাম জানান, বংশীহারী ব্লকের ড্রাগন ফল চাষের জন্য অনেক কৃষক তৈরি করতে পেরেছি আমরা । যাঁরা ড্রাগন ফল চাষ করে স্বনির্ভর হচ্ছেন তাঁদের মধ্যে আবদুল মনিম মিয়া, তাঁর বিবি সহ বাবলু মাহাত সহ প্রচুর কৃষক এই চাষ করার জন্য উদ্যোগী হচ্ছেন ।

এই বিষয়ে রশিদপুর স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার ইয়ার আলি বলেন, "ড্রাগন ফলে অ্যান্টি অক্সিডেন্ট আছে তা লিভার ভালো রাখে । বিভিন্ন দূষিত পদার্থ শরীর থেকে বের করে দেয় এই ড্রাগন ফল । লিভার ভালো রাখতে চাইলে তাহলে প্রতিদিন ড্রাগন ফল খান ।"

Intro:লিভার কে ভালো রাখতে এবং বিভিন্য রোগের উপশম ঘটাতে ডাক্তার রা ড্রাগন ফ্রুট খাওয়ার পরামর্শ দিচ্ছেন ।।Body:লিভার কে ভালো রাখতে এবং বিভিন্য রোগের উপশম ঘটাতে ডাক্তার রা ড্রাগন ফ্রুট খাওয়ার পরামর্শ দিচ্ছেন ।।Conclusion:লিভার কে ভালো রাখতে এবং বিভিন্য রোগের উপশম ঘটাতে ডাক্তার রা ড্রাগন ফ্রুট খাওয়ার পরামর্শ দিচ্ছেন ।।

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.