Balurghat : ক্রেতা সেজে উদ্ধার প্রাচীন অষ্টধাতুর মূর্তি, গ্রেফতার 2

author img

By

Published : Aug 8, 2021, 6:17 PM IST

s

ক্রেতা সেজে বালুরঘাটের ছিন্নমস্তাপল্লি এলাকার একটি বাড়িতে হানা দেন পুলিশকর্মীরা ৷ উদ্ধার করেন মূর্তিগুলি ।

বালুরঘাট, 8 অগস্ট : প্রাচীন অষ্টধাতুর মূর্তি, ওই মূর্তির ব্রোঞ্জের রেপ্লিকা ৷ এইসঙ্গে আরও দুটি ধাতুর মূর্তি উদ্ধার করল বালুরঘাট থানার পুলিশ । ইতিহাসবিদদের অনুমান, অষ্টধাতুর মূর্তিটি চোদ্দ শতকের । মূর্তির গঠনশৈলিতে বৌদ্ধ সংস্কৃতির প্রভাব রয়েছে ৷ লক্ষাধিক টাকার প্রাচীন মূর্তি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে বালুরঘাটে ।

এদিন রীতিমতো নাটকীয় কায়দায় প্রাচীন মূর্তিগুলি উদ্ধার করে বালুরঘাট থানার পুলিশ ৷ ক্রেতা সেজে বালুরঘাটের ছিন্নমস্তা পল্লি এলাকার একটি বাড়িতে হানা দেন পুলিশকর্মীরা ৷ উদ্ধার করেন মূর্তিগুলি । ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে । ধৃতেরা বাবা ও ছেলে । নাম প্রমোদ বর্মণ (62) এবং ষষ্ঠী বর্মণ (27)। ধৃতদের বাড়ি বালুরঘাট থানার বাদামাইল এলাকায় । কাজের সূত্রে তাঁরা বালুরঘাটের ছিন্নমস্তাপল্লিতে ভাড়া থাকতেন ।

প্রাচীন অষ্টধাতুর মূর্তি উদ্ধার বালুরঘাটে

দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার রাহুল দে জানান, খবর পেয়ে ক্রেতা সেজে ওই বাড়িতে গিয়ে মূর্তি উদ্ধার করে পুলিশ । ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে । মূর্তির পুরাতাত্ত্বিক বিষয়ে জানতে ইতিহাসবিদদের সাহায্য নেওয়া হবে ।
আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে উদ্ধার 20 কেজি ওজনের মূর্তি

জেলার ইতিহাসবিদ সুকুমার সরকার বলেন, "অষ্টধাতুর মূর্তিটি রাধা মূর্তি। গঠনশৈলীতে বৌদ্ধ শিল্পের ছোঁয়া রয়েছে । এর মূল্য অনেক হতে পারে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.