Waterlogging in Sonarpur : জমা জলে ঠাঁই ত্রাণশিবিরে, খোলা হল কমিউনিটি কিচেন

author img

By

Published : Sep 22, 2021, 6:24 PM IST

Water Logging in Sonarpur : community kitchen and flood center for affected people

একটানা বৃষ্টি থামলেও রাজপুর-সোনারপুর পৌরসভার অধিকাংশ এলাকা এখনও জলমগ্ন ৷ দুর্গতদের জন্য খোলা হয়েছে কমিউনিটি কিচেন ৷ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন তাঁরা ৷

সোনারপুর, 22 সেপ্টেম্বর : মুষলধারে একটানা বৃষ্টি কিছুটা কমলেও জলযন্ত্রণা কমেনি সোনারপুরের ৷ রাজপুর-সোনারপুর পৌরসভার (Rajpur Sonarpur Municipality) প্রায় প্রত্যেকটি ওয়ার্ডেই জমে রয়েছে বৃষ্টির জল ৷ ফলে চরম বিপাকে পড়েছেন পৌর এলাকার বাসিন্দারা ৷ অধিকাংশ বাড়ির ভিতরেই জল ঢুকে গিয়েছে ৷ নোংরা জমা জলে সাপ, ব্যাং ঘুরে বেড়াচ্ছে ৷ এমনকী, বৈঠকণ্ঠপুরে বিএলআরও কার্যালয়ের সামনে এবং রাজপুর-সোনারপুর পৌরসভার সোনারপুর শাখা কার্যালয়ে ঢোকার মুখেও জমে রয়েছে জল ৷ এই অবস্থায় দুর্গতদের বৈকণ্ঠপুরের একটি স্কুলে তুলে আনা হয়েছে ৷ খোলা হয়েছে ত্রাণশিবির ৷ সেখানে আশ্রিতদের জন্য করা হয়েছে রোজের খাওয়া-দাওয়ার ব্যবস্থাও ৷ 14 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর শান্তনু বসু জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই শিবির খোলা থাকবে ৷

আরও পড়ুন : Bhabanipur By Election: জমা জলের কারণে বাতিল ভবানীপুরে মমতার নির্বাচনী জনসভা

অন্যদিকে, 11 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর কৃষ্ণপদ মণ্ডল বুধবার জানান, ‘‘বিধায়ক লাভলি মৈত্রের নির্দেশে গত দু’দিন ধরে দুর্গতদের খাবার দেওয়া হচ্ছে ৷’’ বারুইপুর মহকুমাশাসক সুমন পোদ্দার বলেন, ‘‘এই বছর রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে ৷ তার জেরেই এই অবস্থা। প্রশাসন বিভিন্ন জায়গায় পাম্প বসিয়ে জল সরানোর কাজ শুরু করেছে ৷ পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে ৷’’ জেলাশাসক পি উল্গানাথান এই প্রসঙ্গে বলেন, দুর্গতদের কাছে পানীয় জল, খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। জেলায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই ৷’’

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণশিবির ও কমিউনিটি কিচেন চলবে ৷

জেলা প্রশাসন সূত্রে খবর, দক্ষিণ 24 পরগনা জেলার 10 হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ দুর্গতদের রান্না করা খাবার সরবরাহ করতে 75 টি কমিউনিটি চালু করা হয়েছে ৷ আপাতত যাঁরা বাড়িতে থাকতে পারছেন না, তাঁদের 70 টি ত্রাণকেন্দ্রে রাখার ব্যবস্থা করা হয়েছে ৷ উদ্ধারকাজে নামানো হয়েছে সিভিল ডিফেন্সের 400-রও বেশি সদস্যকে ৷ 15 টি স্পিড বোটে দুর্গতদের ত্রাণশিবিরে পৌঁছে দিচ্ছেন তাঁরা ৷

আরও পড়ুন : Waterlogging in Kolkata : রাত থেকে চলছে ঝমঝমিয়ে বৃষ্টি, জলের তলায় মহানগরী, বিপর্যস্ত জনজীবন

অন্যদিকে, মহেশতলা পৌরসভার 4, 5 ও 9 নম্বর ওয়ার্ডও জলবন্দি ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার নিকাশিনালাগুলি দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি। ফলে সেগুলি বন্ধ হয়ে গিয়েছে ৷ তার জেরে বৃষ্টি হলেই এলাকায় জল জমে যাচ্ছে ৷ দিনের পর দিন দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের ৷ এর প্রতিবাদে মঙ্গলবার রাস্তা অবরোধও করেন ভুক্তভোগীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.