fishermen warning : ফের দুর্যোগের আশঙ্কায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

author img

By

Published : Sep 23, 2021, 2:57 PM IST

south-24-parganas-issued-warning-to-fishermen-about-bad-weather-for-next-few-days

বৃহস্পতিবার মৎস্য দফতর ডায়মন্ডহারবার-সহ দক্ষিণ 24 পরগনার বিভিন্ন মৎস্য বন্দর ও উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করে ৷ বিভিন্ন জায়গায় মাইকিংও করা হয় ৷

ডায়মন্ড হারবার, 23 সেপ্টেম্বর : দুর্যোগের রেশ এখনও কাটেনি বাংলায় ৷ তার উপর নতুন করে জোড়া ঘূর্ণাবর্তের ভ্রূকুটি তৈরি হয়েছে ৷ তাই সেই বিপর্যয়ের সময়ে সকলকে সুরক্ষিত রাখতে এখন থেকেই তৎপরতা শুরু করেছে দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসন ৷

বৃহস্পতিবার মৎস্য দফতরের পক্ষ থেকে ডায়মন্ডহারবার-সহ দক্ষিণ 24 পরগনার বিভিন্ন মৎস্য বন্দর এবং উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করার কাজ শুরু হয়েছে ৷ বিভিন্ন জায়গায় মাইকিং চলছে ৷

আরও পড়ুন : Crocodile Rescued: ফলতায় জলাশয় থেকে উদ্ধার মিষ্টিজলের কুমির

দক্ষিণ 24 পরগনা-সহ মৎস্য আধিকারিক জয়ন্ত প্রধান বলেন, ‘‘বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আগামী 24 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । মৎস্য দফতরের নিষেধাজ্ঞা মেনে ইতিমধ্যেই বহু মৎস্যজীবীরা নিরাপদ আশ্রয় ফিরছেন ।’’

প্রসঙ্গত, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা জোড়া চাপে রবিবার মধ্যরাত থেকে সোমবার গভীর রাত পর্যন্ত ব্যাপক বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ ৷ টানা বৃষ্টির জেরে কলকাতা-সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন । বানভাসি পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায় ।

আরও পড়ুন : Bjp Candidate Death: ফলপ্রকাশের দিন আক্রান্ত বিজেপি প্রার্থীর মৃত্যু, সিবিআই তদন্ত দাবি পরিবারের

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর তৈরি হবে নিম্নচাপ ৷ গোটা দক্ষিণবঙ্গজুড়েই আকাশ আংশিক মেঘলা থাকবে । বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পশ্চিমে এই মুহূর্তে নিম্নচাপ দক্ষিণ-পূর্ব ঝাড়খণ্ডের কাছাকাছি অবস্থান করছে ।

সেই সঙ্গেই মৌসুমী অক্ষরেখা নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । একই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকে আবহাওয়ার আরও অবনতি হতে চলেছে ।

আরও পড়ুন : Waterlogging in Sonarpur : জমা জলে ঠাঁই ত্রাণশিবিরে, খোলা হল কমিউনিটি কিচেন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.