protesting teachers join trinamool congress : তৃণমূলে যোগ দিলেন প্রতিবাদী শিক্ষক-শিক্ষিকারা

author img

By

Published : Nov 21, 2021, 7:48 PM IST

protesting teachers join trinamool congress today

শিশুশিক্ষা কেন্দ্রের পাঁচ শিক্ষিকাকে বদলি নিয়ে শুরু হয়েছিল আন্দোলন ৷ সরকারের দৃষ্টি আকর্ষণ করতে বিষপান করে আত্মহত্য়ার চেষ্টা করেন তাঁরা ৷ সেই শিক্ষিকারা ও ঐক্যমঞ্চের অনেকেই এদিন তৃণমূলে (Trinamool Congress) যোগ দিলেন ৷

ডায়মন্ড হারবার, 21 নভেম্বর : কয়েকদিন আগেই শোনা গিয়েছিল তৃণমূলে (Trinamool Congress) যোগ দিতে চলেছেন প্রতিবাদী শিক্ষক নেতা মইদুল ইসলাম এবং বিষপান করে আত্মহত্যার চেষ্টা করা পাঁচ শিক্ষিকা । 48 ঘণ্টা পরই সেই জল্পনায় সিলমোহর পড়ল । রবিবার তৃণমূলে যোগ দিলেন তাঁরা ।

আজ ডায়মন্ড হারবারের একটি সিনেমা হলে ডায়মন্ড হারবার-1 ব্লক তৃণমূলের পক্ষ থেকে বিজয় সম্মিলনী আয়োজন করা হয় । সেখানেই তাঁরা তৃণমূলে আনুষ্ঠানিকভাবে শরিক হন ৷

আরও পড়ুন : Odd-Even Rule for Bengal Schools: স্কুলের পঠন-পাঠনে রদবদল, জোড়-বিজোড়় নীতিতে চলবে ক্লাস

এছাড়াও এদিন শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের রাজ্যের প্রত্যেক জেলা থেকে 15 জন করে মোট 300 জন এবং দক্ষিণ 24 পরগনার 2 হাজার সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন । ডায়মন্ড হারবারে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

তৃণমূলে যোগ দেওয়ার পর শিক্ষক নেতা মইদুল ইসলাম বলেন, “পেশাগতভাবে লড়াই করেছিলাম । আন্দোলন করেছি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে । সরকার বলেছে আন্দোলন নয়, আলোচনার মাধ্যমে আসতে । দাবি ন্যায্য হলে অবশ্যই দেখা হবে । হঠকারী আন্দোলন করেছিলাম তা বুঝেছি । বিজেপি (BJP), বামপন্থী ও অন্যান্য দলগুলি ফায়দা লুটেছে ।’’

আরও পড়ুন : TMC Joining: তৃণমূলে যোগ দিচ্ছেন বিকাশ ভবনের সামনে বিষ পান করা শিক্ষিকারা

তাঁর দাবি, ‘‘সংবাদমাধ্যমের সামনে পাশে থাকার কথা বললেও কাউকেই আমরা পাশে পাইনি । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ডাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত শক্ত করতে তৃণমূলে যোগ দিলাম । বুধ বা বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সময় দিয়েছেন । ওইদিন আলোচনা হবে ।” আন্দোলনকারী শিক্ষিকাদের গলাতেও একই সুর । পেশার স্বার্থে হঠকারী সিদ্ধান্তে আন্দোলন করেছিলেন বলেই দাবি তাঁদেরও ।

উল্লেখ্য, গত 18 অগস্ট শিশুশিক্ষা কেন্দ্রের পাঁচ শিক্ষিকাকে বহু দূরে বদলির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় । কলকাতা কিংবা উত্তর ও দক্ষিণ 24 পরগনার শিশুশিক্ষা কেন্দ্র থেকে সরিয়ে তাঁদের উত্তরবঙ্গে বদলি করে শিক্ষা দফতর । তার বিরুদ্ধে প্রতিবাদে নামে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ । শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি প্রত্যাহারের আবেদন জানিয়েও লাভ না হওয়ায় তাঁরা বিকাশ ভবনের সামনে অনশন শুরু করেন ।

protesting teachers join trinamool congress : তৃণমূলে যোগ দিলেন প্রতিবাদী শিক্ষক-শিক্ষিকারা

আরও পড়ুন : Bratya Basu-Kunal Ghosh : বিষ খাওয়া 3 শিক্ষিকা সঙ্কটজনক, সরকারি সুবিধের খতিয়ান দিলেন ব্রাত্য-কুণাল

গত 24 অগস্ট আন্দোলনরত ওই পাঁচ শিক্ষিকা বিকাশ ভবনের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন । তাঁদের মধ্যে পুতুল মণ্ডল-সহ 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালেও ভর্তি করা হয় । বর্তমানে সকলেই সুস্থ রয়েছেন ।

বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয় । তাঁদের বিরুদ্ধেই আইনভঙ্গের অভিযোগে মামলা দায়ের করে পুলিশ । অন্যদিকে প্রতিবাদে সরব হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির কাছে আদিগঙ্গায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন মইদুল ইসলাম । রবিবার সেই আন্দোলনকারীরাই যোগ দিলেন তৃণমূলে ।

আরও পড়ুন : Bikas Bhawan: বিকাশ ভবনের সামনে বিক্ষোভে বিষ খেলেন শিক্ষিকারা, হাসপাতালে পাঁচ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.