Kapil muni Temple: এগিয়ে আসছে সাগর, কপিলমুনি মন্দিরের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

author img

By

Published : Sep 12, 2021, 9:15 PM IST

Updated : Sep 12, 2021, 9:29 PM IST

kapilmuni temple is in threat because of gangasagar erosion

গঙ্গাসাগরের ভাঙন (Gangasagar Erosion) যে ভাবে বাড়ছে তাতে নতুন কপিলমুনির আশ্রম (Kapil Muni's Temple) রক্ষা করাটাই বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে ৷ কেন্দ্রীয় ছাড়পত্র না-মেলাতেই কাজ শুরু করা যাচ্ছে না বলে অভিযোগ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার (Bankim Hazra)৷

সাগর, 12 সেপ্টেম্বর: একটু একটু করে এগিয়ে আসছে সমুদ্র । সমুদ্রের এই আগ্রাসন কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের । গঙ্গাসাগরে (Gangasagar Erosion) কপিলমুনির প্রাচীন মন্দিরটি অনেক আগেই বিলীন হয়ে গিয়েছে গভীর সমুদ্রে । নতুন কপিলমুনির মন্দিরের (Kapil Muni's Temple) ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ক্রমশ জোরদার হচ্ছে ।

গঙ্গাসাগরে দিবারাত্র পাড় ভাঙার শব্দ । থেকে থেকেই ভাঙনের ভয়ঙ্কর হুঙ্কার আসছে সাগরের কাছ থেকে । সাগরের ভাঙন সমস্যা দীর্ঘদিনের । সমাধান হয়নি । ফলে নতুন করে পাড় ভাঙছে গঙ্গাসাগরে । সঙ্কটে পড়েছে কপিলমুনির নতুন মন্দির । ভাঙন রুখতে না-পারলে সমুদ্রে বিলীন হয়ে যাবে এই মন্দিরও ৷ জৌলুস হারাবে সুপ্রাচীন তীর্থভূমি গঙ্গাসাগর ।

সাগর ভাঙনে বিচলিত জেলা প্রশাসন ভাঙন রোধে পরিকল্পনা নিয়েছে প্রায় তিন বছর ধরে । এখনও সেই পরিকল্পনার বাস্তবায়ন করা গেল না কেন, তা নিয়ে বড়সড় প্রশ্ন তৈরি হচ্ছে প্রশাসনের অন্দরেই । গঙ্গাসাগরের ভাঙনপ্রবণ প্রায় এক কিলোমিটার দীর্ঘ উপকূল বরাবর সারিবদ্ধ ভাবে নারকেল গাছ পুঁতেছিল প্রশাসন । তারও একাংশ সম্প্রতি ভাঙনের কবলে পড়েছে । এই ঘটনা প্রশাসনের শঙ্কা বাড়িয়েছে ।

আরও পড়ুন: Independence Special : বার্মার ব্রিটিশ কারাগারে একাকী মৃত্যুবরণ শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের

প্রশাসনিক সূত্র জানাচ্ছে, প্রতি বছর গঙ্গাসাগরে 100-200 ফিট এলাকা সমুদ্রগর্ভে তলিয়ে যাচ্ছে । 2019 সালে গঙ্গাসাগরের ভাঙন ঠেকাতে তৎপর হয় সরকার । গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্যদ এবং রাজ্যের পৌর দফতর যৌথ ভাবে এই নিয়ে কাজ শুরু করে । সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা (Bankim Hazra) বলেন, ‘‘গঙ্গাসাগরের মন্দিরকে রক্ষা করতে বদ্ধপরিকর রাজ্য সরকার ৷ ইতিমধ্যেই মাস্টার প্ল্যান তৈরি হয়েছে ৷ ঘূর্ণিঝড় যশে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সাগর বিধানসভার বিস্তীর্ণ অঞ্চল । প্রশাসনিক অনুমোদন-সহ সবই প্রস্তুত । কিন্তু কেন্দ্রের তরফে অনুমতি পাওয়া যাচ্ছে না । রাজ্যের পরিবেশ দফতর প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছে । কেন্দ্রের ছাড়পত্র পেলেই কাজ শুরু করা সম্ভব ।’’

সঙ্কটে কপিল মুনির মন্দিরের ভবিষ্যৎ

দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ড. পি উলগানাথান বলেন, ‘‘ঘূর্ণিঝড় আমফান ও যশের কারণে এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । ইতিমধ্যেই সাগর বেলাভূমির মাটি তলদেশ থেকে সরতে শুরু করেছে ৷ এটাই প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে । কেন্দ্রের কাছ থেকে সিআরজেড ছাড়পত্র এসে গেলে তা পরিবেশ দফতরে পাঠানো হবে । তার পরে অর্থ মঞ্জুর হয়ে গেলে কাজ শুরু করতে দেরি হবে না ।’’

আরও পড়ুন: Bhatkunda Murder Case : পঞ্চায়েত প্রধানের ছেলে খুনে আটক চার, টেন্ডারের সমস্যার জেরেই খুন ?

যদিও কপিলমুনির মন্দির সাগরের জলে বিলীন হয়ে যাওয়া নিয়ে ঐতিহাসিকদের ভিন্নমত রয়েছে । 1862 সালের উইলসন সাহেব গঙ্গাসাগর প্রসঙ্গে যে প্রবন্ধ লেখেন, তাতে এই মন্দিরের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘‘সুপ্রাচীন মন্দির একটি বট গাছ এবং তার নিচে রাম হনুমানের মূর্তি ছিল ৷ পুণ্যার্থীরা মন্দিরের গায়ে নামধাম লিখে রাখত ৷ মন্দিরের পিছনে ছিল একটি কুয়ো ৷ তার নাম ছিল নীলকুণ্ড ৷ পুণ্যার্থীরা সেই কুয়োর জল পান করতেন ৷’’ সাহেবের লেখা এই প্রবন্ধে কপিলমুনির মন্দিরের এই বর্ণনা উঠে এসেছে ।

আরও পড়ুন : Crime : আসানসোলে স্বর্ণঋণ সংস্থায় ডাকাতি, লুট 12 কেজি সোনা

ঐতিহাসিকদের মতে, আনুমানিক 430 খ্রীস্টাব্দে রানি সত্যভামা প্রথম কপিলমুনির মন্দির তৈরি করেন ৷ সেই মন্দির সমুদ্রের করাল গ্রাসে বিলীন হয়ে যায় । দ্বিতীয় মন্দিরটি 1500 খ্রীস্টাব্দে তৈরি করা হয় ৷ এরপর প্রায় ছ'টি মন্দির সমুদ্র গর্ভে বিলীন হয়ে গিয়েছে ৷ 1973 সালে প্রায় লক্ষাধিক টাকা ব্যয়ে নতুন মন্দিরটি তৈরি করা হয় । স্থানীয়দের মতে, সাগর যে ভাবে ক্রমাগতভাবে আগ্রাসী মনোভাব নিয়ে এগিয়ে আসছে, এই মন্দিরটিরও সমুদ্র গর্ভে বিলীন হয়ে যেতে বেশি দেরি হবে না ।

জানুয়ারি মাসের মকর সংক্রান্তিতে এই সাগর পূণ্যভূমিতে রাজ্য-সহ দেশ-বিদেশের বহু পূণ্যার্থীর সমাগম হয় । কেন্দ্র ও রাজ্য সরকার উভয়েই সাগরের ভাঙন রক্ষায় এগিয়ে এলে তবেই মন্দিরটি রক্ষা করা যেতে পারে বলে মত স্থানীয়দের ৷

Last Updated :Sep 12, 2021, 9:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.