Budge Budge Explosion: বজবজ বিস্ফোরণ-কাণ্ডে পুলিশের বাজেয়াপ্ত বারুদে আগুন, ঘটনার তদন্তে সিআইডি

author img

By

Published : May 22, 2023, 6:08 PM IST

Budge Budge Explosion Case ETV BHARAT

গতকাল রাতে বজবজ এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় 37 টন বেআইনি বাজি ও বারুদ বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ আজ দুপুরে উদ্ধার হওয়া সেই বারুদের একটি ড্রামে আগুন লেগে যায় ৷ দমকলের একটি ইঞ্জিন সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

বজবজ, 22 মে: বজবজে বেআইনি বাজি কারখানা থেকে উদ্ধার বারুদের ড্রামে আগুন ৷ পুলিশের দাবি থানার পাশে খোলা মাঠে রাখা হয়েছিল বাজেয়াপ্ত বারুদের ড্রাম ৷ তাদের অনুমান তীব্র রোদে বারুদ গরম হয়ে তাতে আগুন ধরে যায় ৷ দমকলে খবর দেওয়া হলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে বারুদের ড্রামে জল দিয়ে তা নেভানোর চেষ্টা করে ৷ তবে, বারুদে ঠাসা ড্রাম থেকে অনবরত ধোঁয়া বেরোতে থাকে ৷ জল দেওয়ার কারণে বিস্ফোরণের ঝুঁকি এড়ানো গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ অন্যদিকে, সোমবার সকালে নন্দরামপুর দাস পাড়ায় বিস্ফোরণস্থলে যায় সিআইডি ৷

গতকাল রাতে বজবজ নন্দরামপুর দাস পাড়ায় বেআইনি বাজিকারখানায় বিস্ফোরণের জেরে নাবালিকা-সহ তিনজনের মৃত্যু হয়েছে ৷ বাকি 2 জনও মহিলা বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় রাতভর মহেশতলা ও বজবজ থানার পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় 37 টন বেআইনি বাজি ও বারুদ বাজেয়াপ্ত করেছে ৷ এদিন দুপুরে সেই উদ্ধার হওয়া বেআইনি বারুদের একটি ড্রামে আগুন ধরে গিয়েছে ৷ কিন্তু, কীভাবে পুলিশের তত্ত্বাবধানে থাকা বাজেয়াপ্ত বারুদে আগুন লাগল ? উঠছে প্রশ্ন ৷

পুলিশের তরফে দাবি করা হয়েছে, তীব্র রোদের মধ্যে টিনের ড্রামে ওই বারুদ মজুত ছিল ৷ সেই তাপেই নাকি বারুদ গরম হয়ে আগুন ধরে যায় ৷ তারপরেই ওই এলাকাটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় ৷ খবর দেওয়া হয় দমকলে ৷ একটি ফায়ার টেন্ডার বজবজ থানায় গিয়ে ওই বারুদের ড্রামে লাগা আগুন নেভায় ৷ তবে, ড্রামটি বারুদ ভরতি থাকায় ধোঁয়া বেরতে থাকে ৷ সেই ধোঁয়া নিয়ন্ত্রণে আনতে দমকলকে বেগ পেতে হয় ৷ কিন্তু, রোদের তাপে বারুদে আগুন লেগে যাওয়ার যে দাবি পুলিশ করছে, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷

অন্যদিকে, এদিন সকালে নন্দরামপুর দাসপাড়ায় বিস্ফোরণ স্থলে যায় সিআইডি ৷ সেখানে দীর্ঘক্ষণ ঘটনাস্থল ঘুরে দেখেন তদন্তকারীরা ৷ ফরেনসিক দলও সেখানে যায় ৷ আধিকারিকরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ৷ তবে, পুলিশের তরফে বিস্ফোরণস্থলের অনেক আগেই সংবাদমাধ্যমকে আটকে দেওয়া হয় ৷ তদন্তকারীদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি পুলিশের তরফে ৷ গতকাল রাতের ঘটনায় এখনও পর্যন্ত 34 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ যা নিয়ে স্থানীয়দের অভিযোগ, পুলিশ রাতভর বাড়ি বাড়ি ঢুকে অত্যাচার করেছে ৷ ঘুম থেকে তুলে অনেক নিরাপরাধ লোকজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে ৷ তবে, সংবাদমাধ্যমের সামনে তাঁরা মুখ খুলতে চাইছেন না ৷

আরও পড়ুন: বজবজে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের পর রাতভর তল্লাশি, আটক একাধিক

বেআইনিভাবে মজুত বাজি বিস্ফোরণে মৃতদের দেহ কাটাপুকুর মর্গে পাঠানো হয়েছে ৷ ঘটনায় মৃত মা ও মেয়ে জয়শ্রী ঘাঁটি এবং পম্পা ঘাঁটিকে গতকাল রাতেই বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৷ রাতভর তাঁদের দেহ হাসপাতালের মর্গে ছিল ৷ অন্যদিকে, বিস্ফোরণে আহত আরেক মহিলা যমুনা দাসের বজবজ ইএসআই হাসপাতালে মৃত্যু হয়েছে ৷ তাঁর দেহ কাটাপুকুর মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ এই তিনজনের দেহ কেউ নিতে আসেনি বলে পুলিশ সূত্রে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.