Corruption Allegation : 100 দিনের কাজে টাকা আত্মসাতের অভিযোগ, তুঙ্গে কাজিয়া

author img

By

Published : Sep 1, 2021, 4:30 PM IST

corruption allegations in MGNREGA projects at Basanti

দক্ষিণ 24 পরগনার বাসন্তী ব্লকের উত্তর মোকামবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় 100 দিনের কাজে টাকা আত্মসাতের অভিযোগ ৷ বিজেপি-র অভিযোগ, জবকার্ডধারীদের টাকা আত্মসাৎ করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান ৷ পাল্টা তৃণমূলের দাবি, পূর্বতন বিজেপি প্রশাসনই দুর্নীতির জন্য দায়ী ৷ ফাঁপরে উপভোক্তারা ৷

বাসন্তী, 1 সেপ্টেম্বর : 100 দিনের কাজ করেও মিলছে না পারিশ্রমিক ৷ সেই টাকা জমা হচ্ছে অন্য কারও অ্যাকাউন্টে ! ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন ৷ বিজেপির অভিযোগ, 100 দিনের কাজের শ্রমিকের জন্য বরাদ্দ টাকা আত্মসাৎ করছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান ৷ তিনি আবার তৃণমূলের স্থানীয় নেত্রী ৷ ফলে মাঠে নেমেছে শাসকদলও ৷ তাদের পাল্টা দাবি, তৃণমূলের পঞ্চায়েত প্রধান সদ্য ক্ষমতায় এসেছেন ৷ তাঁর আগে দায়িত্বে ছিলেন বিজেপির প্রতিনিধি ৷ দুর্নীতি যা হওয়ার তা হয়েছে সেই আমলেই ৷ দু’তরফেই উঠেছে নিরপেক্ষ তদন্ত এবং দোষীর কঠোর শাস্তির দাবি ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার বাসন্তী ব্লকের উত্তর মোকামবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷

আরও পড়ুন : Corruption Arrest : আর্থিক দুর্নীতির অভিযোগে ধৃত তৃণমূল প্রধানের স্বামী ও উপপ্রধান

উত্তর মোকামবেরিয়া গ্রাম পঞ্চায়েতেরই বাসিন্দা অমৃত বর্মণ এবং দীপঙ্কর বর্মণ ৷ দু’জনেই হতদরিদ্র পরিবারের সদস্য ৷ স্থায়ী উপার্জন বলতে দু’জনেরই কিছু নেই ৷ সংসার টানতে তাই 100 দিনের কাজ করেন তাঁরা ৷ দু’জনের নামেই জব কার্ড রয়েছে ৷ সেই জব কার্ডেই 100 দিনের কাজ করেছিলেন অমৃত ও দীপঙ্কর ৷ সূত্রের খবর, সংশ্লিষ্ট জব কার্ডের নম্বরের ভিত্তিতে ইতিমধ্যেই প্রাপ্য টাকা সরকারের তরফে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ কিন্তু উপভোক্তারা কেউই সেই টাকা পাননি ৷ পরে জানা যায়, টাকা ঢুকেছে অন্য লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে !

রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই টাকা না পেয়ে আতান্তরে পড়েছেন উপভোক্তারা ৷

স্থানীয় বিজেপি নেতা বিকাশ সমাদ্দারের অভিযোগ, গরিব মানুষের টাকা লুট করছেন এলাকার পঞ্চায়েত প্রধান ৷ তিনি তৃণমূলের স্থানীয় নেত্রী ৷ নাম সুস্মিতা বর্মন ৷ বিজেপির দাবি, জব কার্ডে যাঁরা 100 দিনের কাজ করছেন, তাঁদের জন্য বরাদ্দ টাকাই বেআইনিভাবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আনানোর ব্যবস্থা করেছেন সুস্মিতা ৷ অন্যদিকে, এলাকার বিধায়ক তথা স্থানীয় তৃণমূল নেতা শ্যামল মণ্ডলের পাল্টা দাবি, দুর্নীতি যা হওয়ার, তা হয়েছে বিজেপি-র আমলে ৷

আরও পড়ুন : Ration Smuggling : কাকদ্বীপে রেশন সামগ্রী পাচারের অভিযোগে গ্রেফতার 3

এর আগে উত্তর মোকামবেরিয়া গ্রাম পঞ্চায়েত বিজেপি-র দখলে ছিল ৷ সদ্য তা তৃণমূল কংগ্রেসের হাতে আসে ৷ দলীয় নেতৃত্বের যুক্তি, 100 দিনের কাজের টাকা আত্মসাতের যে অভিযোগ উঠছে, তার জন্য পূর্বতন বিজেপি প্রশাসনই দায়ী ৷ তৃণমূল ও বিজেপি, দুই পক্ষই এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত ও প্রকৃত দোষীদের শাস্তির দাবি তুলে সরব হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.